
কুষ্টিয়া প্রতিনিধিঃ
জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য
সৈয়দা রাশিদা বেগমের বাসভবনের পাশের মার্কেটের ছাদে একটি হাত বোমা বিস্ফোরিত হয় বলে জানা গেছে। ১ লা জানুয়ারী সন্ধা সাড়ে ছয়টার সময় কুষ্টিয়া -২ সংসদীয় আসনের মিরপুর পৌরসভার নতুন বাজার নামক স্থানে এমপির বাসভবন ও ব্যবসা। জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগ নেতা মিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের মধ্যে জাতীয় সংসদ সদস্য নির্বাচন ঘিরে উত্তেজনা কাজ করছে। ঠিক এমন সময় এমপির বাড়ি ও প্রতিষ্ঠানের সামনের মার্কেটের ছাদে বোমা বিস্ফোরণে আতংকিত সাধারণ মানুষ।বিস্ফোরণের শব্দে মার্কেটের দোকানদার ও পথচারীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখাযায় । এ ঘটনায় কোন হতাহত হয়নি বলে জানান স্থানীয়রা। বিস্ফোরণের সময় এমপির বাসভবনে তার ব্যক্তিগত সরকারি ও এমপি পুত্র সৈয়দ কামরুল আরিফিন অবস্থান করছিলেন। কে বা কাহারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এখনো জানা যায়নি। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, দোকানে কাজে ব্যস্ত ছিলাম এমন সময় সন্ধা সাড়ে ছয়টার দিকে বিকট শব্দ হয়। শব্দে আতংকিত হয়ে আমরা জীবনের ভয়ে দোকান থেকে বের হয়ে আসি। পরে ধোয়া দেখতে পায়। এ প্রসঙ্গে এমপির ছেলে সৈয়দ কামরুল আরিফিন বলেন, আমি ঘুমিয়ে ছিলাম শব্দ পেয়ে আমার ঘুম ভাঙ্গে তখন ধোঁয়া উঠতে দেখে ঘটনা স্থলে গিয়ে ছবি তুলি এবং প্রশাসনকে খবর দিই।
তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, ওসি মোস্তফা হাবিবুল্লাহ সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবউল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। কি কারণে এ হামলা এটি এখনো জানা যায়নি। এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তবে পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।

বোমা বিস্ফোরণে এলাকায় মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন ভোট কে কেন্দ্র করে একপক্ষ আরেক পক্ষকে শক্তি জানান দিতে এমন ঘটনা ঘটাকে পারে। আবার কারোর ধারনা ভোটকে বাধা সৃষ্টি করতে জামাত বিএনপির চক্রান্তের অংশ হতে পারে।