
হবিগঞ্জের মাধবপুরে জমির ভাগবাটোয়ারা নিয়ে ছোট ভাইয়ের হাতে প্রান গেল বড় ভাইয়ের। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯ টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামের নারায়ণ সিং এর বাড়ির সামনে ফার্মেসী মালিক সুবাস পালের উপর হামলা করেন তার ছোট ভাই শ্রীবাস পাল ও তার সহযোগীরা। এ বিষয়ে থানায় এজাহার দায়ের করেন মৃত সুবাস পালের স্ত্রী সুবর্ণা পাল।
এজাহার সুত্রে জানা যায়, বিবাদীদের সাথে পৈত্রিক সম্পত্তির ভাগ বন্টন নিয়া বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় ১২ জানুয়ারি সকাল ৯ টার দিকে সুবাস পাল পায়ে হেটে বাজারের দিকে রওয়ানা হয়ে নারায়ণ সরকারের বাড়ির পাশে পৌছা মাত্র বিবাদীরা তাকে আটক করে এলোপাতাড়ি মারধর করেন। এর পর মৃত সুবাস পালের স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কর্তব্যরত চিকিৎসক আমান্না আফরিন মীম সুবাস পালকে পরিক্ষা নিরিক্ষা করে মৃত পেয়েছেন বলে জানান।

নোয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আতাউল মোস্তফা সোহেল বলেন, জমি সংক্রান্ত ঘটনার জেরেই এমন ঘটনাটি ঘটেছে,, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্ত মূলক শান্তি দাবি করেন তিনি। ওসি মোঃ রকিবুল ইসলাম খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।