আজঃ বৃহস্পতিবার ২৪ এপ্রিল, ২০২৫

খরকুটু জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা নিন্ম আয়ের মানুষের

গাইবান্ধায় ঝেকে বসেছে শীত টানা ৬ দিনেও মিলছে না সূর্যের দেখা

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ঝেকে বসেছে শীত টানা ৬ দিনেও মিলছে না সূর্যের দেখা।

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি
দেশের উত্তরাঞ্চলের জনপদ গাইবান্ধায় বেড়েছে শীতের তীব্রতা।শীতের দাপটে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৬টায় এই মৌসুমে গাইবান্ধার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।জেলায় ঘন কুয়াশার পাশাপাশি ঠাণ্ডা বাতাসে হাড়কাঁপানো শীত ঝেকে বসেছে।নিম্ন আয়ের মানুষেরা শীত নিবারনের জন্য খড় কুটো জালিয়ে দিন পার করছে।সরেজমিনে গিয়ে দেখা যায়,দিনের বেলায় কুয়াশার কারণে সড়কে গাড়ী হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে।বায়েজিদ এন্টারপ্রাইজ মিনি ট্রাক এর ড্রাইভার নাহিদ মিয়া বলেন,ঘন কুয়াশার কারণে দূরের গাড়ী কম দেখা যাচ্ছে।এতে যান চলাচলে সমস্যা হচ্ছে।জেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়,পেটের দায়ে অনেক শ্রমজীবী মানুষ কনকনে ঠাণ্ডার মধ্যেই কাজে বাহির হচ্ছেন।অটো ভ্যান চালক রাজু মিয়া বলেন,গাড়ি নিয়ে বাহির হলে না হলে তো সংসার চলবে না। তাই প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেই বের হয়েছি।কিন্তু গাড়ী চালানোর সময় ঠান্ডা বাতাসে খুব কষ্ট হয়।কৃষক রাজ্জাক ইসলাম বলেন,ঘন কুয়াশার কারণে বীজতলায় নানা রোগের দেখা দিয়েছে,বীজ নষ্ট হয়ে যাচ্ছে।শীত বেশী হওয়ায় বোরো ধান লাগানোর কৃষক পাওয়া যাচ্ছে না।এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগীর সংখ্যা।গাইবান্ধা জেলা সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ক্লিনিকগুলোতে শীতজনিত রোগ নিয়ে শিশু ও বয়স্ক রোগীরা বেশি আসছে। এদের মধ্যে মধ্যে সর্দি, কাশি, জ্বর ও অ্যাজমায় আক্রান্তের সংখ্যা বেশি।শীতের প্রকোপ বেশী হওয়ায়,শহরের গরম কাপড়ের দোকানগুলোতে এখন মানুষের উপচে পড়া ভীড় জমেছে।হঠাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় লেপ তোষক বানানোরও হিড়িক পড়েছে।তবে স্থানীয়রা জানায়, সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম।সরকারি-বেসরকারি ছাড়াও ব্যক্তি পর্যায়ে তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিব সহ দুই শিক্ষককে অব্যাহতি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের ঘটনায় কেন্দ্র সচিব, হল সুপার ও পর্যবেক্ষক শিক্ষককে অব্যাহতি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।

বুধবার (২৩-এপ্রিল) এসএসসি পরীক্ষার ভোকেশনাল আই সি টি পরিক্ষা চলাকালে অনিয়মের ঘটনায় গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব সিরাজুল ইসলাম, ওই কেন্দ্রের হল সুপার হুমায়ুন কবির ও গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক ও এসএসসি পরীক্ষায় পর্যবেক্ষক

কামরুল ইসলামকে অনিয়মের ঘটনায় ওই তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।ঘটনা সূত্রে জানা যায়, বোর্ডের আইসিটি পরিক্ষা চলাকালীন সময়ে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন আইসিটি বিভাগের শিক্ষক। তার অনিয়ম ধরা পড়ে কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি সরোজমিনে শনাক্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।ওই কেন্দ্রে নতুন কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন খালপাড় পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও হল সুপারের

দায়িত্ব পেলেন আড়াইগঞ্জ আজিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাঈম ও গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিব, হল সুপার, একজন পর্যবেক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে।

পোপ ফ্রান্সিসে’র মৃত্যুতে সূর্যগিরি আশ্রমের শোক প্রকাশ।

খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, মানবতাবাদী মহাজ্ঞানী ব্যক্তিত্ব ক্যাথলিক ধর্মগুলো পোপ ফ্রান্সিসে’র মৃত্যুতে ফটিকছড়ি হাইদচকিয়ার সূর্যগিরি আশ্রম পরিচালনা পর্ষদের পক্ষ থেকে পণ্ডিত ড. তরুণ কুমার আচার্য, অর্চ্চনা রানী আচার্য, লায়ন ডা. বরুণ কুমার আচার্য, বিপ্লব চৌধুরী কাঞ্চন, টিটু চৌধুরী, ধীমান দাশ, সমীর কান্তি দাশ, সমীর পাল, অভিবসু মল্লিক গভীর শ্রদ্ধা নিবেদনপূর্বক শোক প্রকাশ করেন। পৃথিবীর সকল

মানুষের শান্তি ও কল্যাণ কামনায় এই মানবতাবাদী মহাপুরুষ সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। তার মহাপ্রয়াণে বিশ্ব একজন উদার অসম্প্রদায়িক মানবতাবাদী ধর্মগুলোকে হারিয়েছে। মহান সৃষ্টিকর্তার কাছে সূর্যগিরি আশ্রমের সকল সদস্যদের পক্ষ থেকে তার আত্মার সৎগতি কামনা করেছেন। আমরা পৃথিবীর সকল মানুষের কাছে কাদে কাদ মিলিয়ে সৃষ্টিকর্তার কাছে সকলের কল্যাণ কামনা করছি।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ