আজঃ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

তানোরে সরকারি সম্পত্তি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ

রাজশাহীর তানোরে শিবনদীর ওপর নির্মিত ব্রীজের সংযোগ সড়ক দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে ব্রীজ হুমকির মুখে পড়েছে।স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করা না হলে তার দেখাদেখি অন্যরাও অবৈধ স্থাপনা নির্মাণে উৎসাহিত হবে।
জানা গেছে, যেখানে ব্রীজ ও রাস্তা নির্মাণের কাজ এখনো শেষ হয়নি। সেখানে দিন-দুপুরে সরকারি রাস্তার জায়গা দখল করে হোটেল ঘর নির্মাণের ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। শিবনদী ব্রীজ ও রাস্তা নির্মাণের জন্য সরকারি ভাবে মানুষের জায়গা এ্যাকোয়ার করা হয়। কিন্তু সেই এ্যাকোয়ার করা প্রায় অর্ধকোটি টাকা মূূূ্ল্যের জায়গা জোরপূর্বক দখল করে গুবির পাড়া গ্রামের হোটেল ব্যবসায়ী আলম সরদার বাঁশ কাঠ দিয়ে বিশাল হোটেল নির্মাণ করছেন। এতে করে তার দেখাদেখি অন্যরাও সরকারি জায়গা দখল করে ঘর তৈরির জন্য প্রস্তুতি নিচ্ছে।
সরেজমিন দেখা গেছে, ব্রীজের পশ্চিম পাশের সংযোগ সড়কের জায়গা জবরদখল করে হোটেল নির্মাণের কাজ করা হচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন হোটেল নির্মাণকারী আলম সরদার। এবিষয়ে আলম সরদার বলেন,এটা সরকারি জায়গা,আমি সরকারি লোকের কাছে থেকে পরামর্শ নিয়ে ঘর করছি, কোন সমস্যা হলে সরকারি লোক বুঝবে। এখানে সাংবাদিকরা কেন আসবে আর আমার হোটেল ঘরের ছবি তুলবে। এবিষয়ে জানতে তানোর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আমানত আলীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি রাস্তার জায়গা লিজ দেয়ার কোন সুযোগ নেই। দ্রুত জায়গা দখলকারী আলম সরদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁওয়ে পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে অভিভাবক সমাবেশ, পিঠা উৎসব, প্রতিভা অন্বেষণ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের হাজীপাড়া এলাকায় ওয়ার্ল্ডপ্লাস রেজিডেনশল স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ডগ্লাস রেজিডেনশল স্কুল এন্ড কলেজের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক, সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিডেনশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন মিলন।

আলোচনা সভা শেষে পিঠা উৎসবের দুইজন সেরা নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। সেই সাথে স্কুলের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় ছয় জন প্রতিযোগিকে পরিষ্কার তুলে দেওয়া আমন্ত্রিত অতিথিরা। এ সময় আরো উপস্থিত ছিলেন উদ্যোগ সংগঠনের নারী উদ্যোক্তারা।

রাজশাহীতে এ, এস, আইয়ের আত্মহত্যা

রাজশাহীতে এক পুলিশের একজন সহকারী উপপরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নগরের হেলেনাবাদ বসরকারি কোয়ার্টারের বাসার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানিয়েছেন।

মৃত এএসআইয়ের নাম আমিনুল ইসলাম (৩৫)। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন।

আমিনুলের গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার শিবনগর। বাবার নাম মৃত আজিম উদ্দিন প্রামানিক। হেলেনাবাদ সরকারি কোয়ার্টারে তিনি স্ত্রী এবং ষষ্ঠ শ্রেণী ‍পড়ুয়া মেয়েকে নিয়ে থাকতেন।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, সোমবার রাত ৩টার দিকে আমিনুল ইসলামের ঝুলন্ত লাশ দেখে তার স্ত্রী থানায় ফোন করেন। পরে পুলিশ গিয়ে একটি ঘরে ফ্যানের সঙ্গে গলায় শাড়ি প্যাঁচানো অবস্থায় তার লাশ
দেখতে পায়।

তিনি বলেন, “পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে আমিনুলের মনোমানিল্য ছিল। এর জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন।”

নগরের রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, “রাত ১১টার দিকে বাইরে থেকে বাসায় যান আমিনুল। তারপর তিনি আলাদা ঘরে শুয়েছিলেন।

“রাতেই তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এএসআই আমিনুল ইসলাম আত্মহত্যা করেছেন। তবে আমরা কারণ নিশ্চিত হতে পারিনি। তদন্ত শেষে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।”

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ