
হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ২ পুলিশকে ক্লোজড করা হয়েছে। হবিগন্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম দুই কনস্টেবলকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দেন।দুই পুলিশকনস্টেবল রিপন ও আল-আমীন কাসিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারি রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল রিপন ও আল-আমিন কোনো ঊর্ধতন অফিসার ছাড়াই মনতলা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবাসায়ীকে আটক করেন। পরে ২০ হাজার টাকার বিনিময়ে ওই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেন ।

এরপর উদ্ধারকৃত ৬ কেজি গাঁজা অন্যত্র বিক্রি করে দেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। তাৎক্ষণিক তদন্তে দুই কনস্টেবলের বিরুদ্ধে টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া সহ গাঁজা বিক্রির সত্যতা পায় কর্তৃপক্ষ।দুই পুলিশ সদস্যকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করে ওসি রকিবুল ইসলাম খান বলেন, প্রশাসনিক কারণে তাদের ক্লোজড করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।