আজঃ বৃহস্পতিবার ২৪ এপ্রিল, ২০২৫

ময়মনসিংহ সিটি নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়ন দাখিল।

তৌহিদুল ইসলাম সরকার ত্রিশাল প্রতিনিধি:

ময়মনসিংহ:

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্র জমাদানের মাধ্যমে মেয়র পদের জন্য প্রার্থী হন। সেইসাথে সংরক্ষিত আসনের কাউন্সিলর ১১টি পদের বিপরীতে ৬৯টি মনোনয়নপত্র জমা পড়ে।

এছাড়াও ১৬৪টি মনোনয়নত্র দাখিল করা হয়েছে সিটির ৩৩টি সাধারণ ওয়ার্ডের বিপরীতে। ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ছিলো মনোনয়ন পত্র দাখিলের শেষদিন ।

ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৪ এর সহকারী রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান এর বরাতে জানা যায়, জাতীয় পার্টির দলীয় মনোনয়ন হিসেবে শহিদুল ইসলাম মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। মোঃ গোলাম ফেরদৌস, এহতেশামুল আলম, সাদেকুল হক খান, ইকরামুল হক, ফারামার্জ আল নূর, মোঃ রেজাউল হকসহ মোট ছয়জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দেন। এতে করে জমাদানের শেষ তারিখ পর্যন্ত মোট ০৭ জন প্রতিদ্বন্দ্বী মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করলেন।

উল্লেখ্য, সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। আর ভোটগ্রহণ ৯ মার্চ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বই পড়ে জামায়াতকে জানুন, জামায়াতে যোগ দিন।ল

সারাদেশের ন্যায় চৌদ্দগ্রাম উপজেলায়ও চলছে জামায়াতে ইসলামীর গণসংযোগ পক্ষ-২০২৫। ২৫ এপ্রিল শুক্রবার পর্যন্ত চলবে এ কার্যক্রম। এ লক্ষে গত ১১ এপ্রিল শুক্রবার থেকে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে প্রকাশ্যে গণ সংযোগ ও সদস্য সংগ্রহ করছে নেতাকর্মীরা। গত ১৭ বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে চৌদ্দগ্রাম বাজারে দাওয়াতি বুথ করে সমর্থক ফরম বিলি ও সমর্থক সংগ্রহ করছে পৌর জামায়াত। ইসলামী সংগঠন জামায়াতের কার্যক্রমে সন্তুষ্ঠ হয়ে ইতোমধ্যে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সমর্থক ফরম পূরণ করেছে।

বুধবার বিকেলে পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাঃ ইব্রাহিম মাইকে বাজারের পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, ‘জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ করে। ইসলামী আন্দোলন করা সকলের জন্য প্রয়োজন। আমাদের বুথে আসুন, বিনামূল্যে বই নিয়ে যান। বই পড়ুন, জামায়াতকে জানুন। জামায়াতে যোগ দিন’।

পৌর জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মোঃ এয়াছিন, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মফিজুর রহমান, মাওলানা আরিফুর রহমান, মাওলানা নুর আহম্মেদ, আবু নাসের ভুঁইয়া, আলা উদ্দিন, মোস্তফা কামাল খাঁ, শাহ আলম, লিয়াকত শিকদার প্রমুখ।

ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় বুক কর্নারের উদ্বোধন করা হয়েছে।।

ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় বুক কর্নারের উদ্বোধন করা হয়েছে।। এই বুক কর্নারটি’র উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।

এই বুক কর্নানের ঠিক সামনেই হাজতখানা-ভিতরে অনেক হাজতি রয়েছেন। এই বুক কর্নারে রয়েছে-কোরআন শরীফ, উপন্যাস,কবিতা,আত্মজীবনী,ধর্মীয়সহ বিভিন্ন ধরনের বই।

প্রশাসনের সামনে এই বই কর্নারের দিকে সু-দৃষ্টিতে তাকিয়ে দেখছেন অনেকেই। ওই সময় দায়িত্বরত পুলিশ কনস্টেবল বলেন, এই বই আপনাদের জন্য। কেউ চাইলে কোরআন শরিফও পড়তে পারবেন। এ কথা শুনে দুইজন হাজতি দুটি বই নিতে আগ্রহ প্রকাশ করেন। পরে বই দিলে ভেতরে নিয়ে পাতা উল্টাতে থাকেন।

নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অপরাধ নিয়ন্ত্রণই পুলিশের মুখ্য দায়িত্ব। অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাকে সুপথে আনতে নানাভাবে উদ্বুদ্ধ করতে হয়। হয়তো সাময়িক ভুলের কারণে কেউ অপরাধী হয়েছেন। এই বই পড়ে তার মনোজগতে পরিবর্তন আসতে পারে। নিজেকে সংশোধন করে তিনি সুন্দর মনের মানুষে পরিণত হতে পারেন। তিনি যেন আর অপরাধে না জড়ান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, থানা-হাজতে অল্প সময়ের জন্য আসামিদের রাখা হয়। এ সময় আসামিরা হাজতে নয় পাঠাগারে আছেন, এমন উপলব্ধি তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই বই পড়ে কেউ যদি একটু হলেও নিজের পরিবর্তন আনতে পারে তাহলেই উদ্দেশ্য সফল হবে।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো.আনোয়ার হোসেন, বই পড়া আন্দোলনের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজি সাংবাদিক মোখলেসুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ