আজঃ বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫

চট্টগ্রামে সিরাক-বাংলাদেশ’র সভায় উপ-পরিচালক কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারী প্রতিষ্ঠানগুলোও কাজ করছে

প্রেস রিলিজ

পরিবার পরিকল্পনা চট্টগ্রামের উপ-পরিচালক মোঃ আবুল কালাম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও টানা ৪র্থ বারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় পরিবার কল্যাণ সেবা অনেকদুর এগিয়ে গেছে। কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ রোধ, গর্ভবতী ও প্রসূতি মায়েদেরকে পরিবার পরিকল্পনা বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দিয়ে জনগণকে সচেতন করার লক্ষ্য সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানগুলোও আন্তরিকভাবে কাজ করছে। ফলে শিশু ও মাতৃ মৃত্যুর হার ক্রমাš^য়ে হ্রাস পাচ্ছে। গতকাল ১৫ ফেব্রæয়ারি বৃহস্পতিবার নগরীর স্টেশন রোডস্থ পর্যটন মোটেল সৈকতে বেসরকারী প্রতিষ্ঠান সিরাক-বাংলাদেশ আয়োজিত কনটেন্ট ভেলিডেশন সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বীর চট্টলার কিশোর-কিশোরীদের স্বাস্থ্য খারাপ হতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৈশারকালীন স্বাস্থ্যসেবার কোন বিকল্প নেই। সুস্থ মা ও সন্তান অত্যন্ত জরুরী। এ লক্ষ্যে সিরাক-বাংলাদেশ বিভিন্ন জেলা-উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ জনগুরুত্বপূর্ণ স্থানে প্রচার-প্রচারণা, জেলার আঞ্চলিক ভাষায় গীতনাট্য, পুথিঁপাঠ ও অন্যান্য সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। কৈশোর-বান্ধব ¯স্বাস্থ্যসেবার অগ্রযাত্রায় সবাইকে সামিল হতে হবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সিরাক-বাংলাদেশ’র নির্বাহী পরিচালক এস.এম সৈকত। মাল্টিমিডিয়ার মাধ্যমে গীতনাট্য স্ক্রীনিং ও উপস্থাপনা প্রদান করেন সিরাক-বাংলাদেশ’র সিনিয়র প্রোগ্রাম অফিসার নুসরাত শারমীন রেশমা। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মুহাম্মদ ইউনুছ, সিরাক-বাংলাদেশ’র উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ সেলিম মিয়া, সাংবাদিক রনজিত কুমার শীল, বিশ্বতানের নাট্য প্রশিক্ষক ও স্ক্রিপ্ট রাইটার সীমান্ত বড়–য়া, উৎস’র প্রোগ্রাম কোঅর্ডিনেটর মুহাম্মদ শাহ আলম, ইপসা’র প্রতিনিধি সঞ্জয় চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরীন নেছা ইভা, চট্টগ্রাম সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী রুমিজা সুলতানা রিয়া প্রমি, চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের শিক্ষার্থী মোঃ রুবাইয়াত হোসেন, জয়তুেন্নছা রহিম কামাল, প্রান্তিকা দাশগুপ্তা ও সিরাক-বাংলাদেশ চট্টগ্রামের ভলান্টিয়ার মোঃ আবু তৈয়ব।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যাকাত প্রদান প্রক্রিয়া সহজতর করতে হবে: চট্টগ্রামে সেমিনার

চট্টগ্রামে জেলা প্রশাসন চট্টগ্রাম এবং ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা নিয়ে বিভাগীয় সেমিনার আয়োজন করা হয়েছে। এতে জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।বুধবার সকাল ১১ টায় চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে যাকাতের তাত্ত্বিক পর্যালোচনা ও গুরুত্ব বিষয়ে একটি উপস্থাপনা প্রদর্শন করা হয়। পরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা ইসলামিক ব্যক্তিদের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়।

বিভাগীয় কমিশনার বলেন, আমরা যেহেতু সবাই দায়িত্বশীল এবং নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হব, তাই সকলকেই নিজ অধিক্ষেত্রে যাকাতের গুরুত্ব সম্পর্কে প্রচারণা চালাতে হবে, যাকাত প্রদান প্রক্রিয়া সহজতর করতে হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, যাকাত প্রদান করলে সম্পদ কমে না বরং বাড়তে থাকে, তাই যাকাত প্রদানের গুরুত্ব সম্পর্কে সকলকেই অবগত ও সচেতন করতে হবে। এ সময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ইসলামিক ফাউন্ডেশন যাকাত ফান্ডে অর্থ প্রদান করেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন এর সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন, কেন্দ্রীয় যাকাত বোর্ডের সদস্য শায়খ মুফতি জসীম উদ্দিনসহ প্রমুখ।

চট্টগ্রাম মহানগরে প্লাস্টিক দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে বন্দরের আহবান

চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন এবং প্লাস্টিক দূষণ প্রতিরোধে নগরবাসীর সচেতনতা ও সরাসরি অংশগ্রহণ ছাড়া এ সমস্যার দীর্ঘ স্থায়ী সমাধান সম্ভব নয়। এ সমস্যা সমাধানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিরলস কাজ করে যাচ্ছে।
জানা গেছে, চট্টগ্রাম নগরীর ৩৬ টি খাল ও নালা দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ পলিথিন, প্লাস্টিক বোতল,

কাপড়সহ বিভিন্ন বর্জ্য কর্ণফুলী নদীতে পড়ে, যা নদীর পরিবেশের জন্য মারাত্নক হুমকি সৃষ্টি করছে। বর্জ্যের কারণে নগরীর জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে এবং কর্ণফুলী নদীর নেভিগেশন চ্যানেলের নাব্যতা হ্রাস পাচ্ছে ফলে ড্রেজিং কাজে সরকারের সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। প্লাস্টিক বর্জ্য খালের মুখে জমা হয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে, ফলে জলাবদ্ধতার সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। গৃহস্থালী বর্জ্য নালা নর্দমায় ফেলায় পানি দূষণ বৃদ্ধি পাচ্ছে এবং রোগ জীবাণুর বিস্তার ঘটাচ্ছে।

দূষণের ফলে কর্ণফুলী নদীর জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়ছে এবং নদীভিত্তিক অর্থনীতি ও জীবিকা নিবাহের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এ বিষয়ে প্রাচ্যর রানী খ্যাত বন্দর নগরী চট্টগ্রামকে রক্ষার জন্য নগরবাসীকে সচেতন করার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক লিফলেট বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ, (জি), বিএসপি, পিএসসি, বিএন, চীফ হাইড্রোগ্রাফার,চবক সচিব,চবক সহ চবক এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও চবক এর স্কাউট সদস্যরা চবক স্কুল কলেজে এই চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা ও প্লাস্টিক দূষণের নেতিবাচক প্রভাব এর লিফলেট বিলি করেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ