আজঃ বৃহস্পতিবার ২৪ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে জয় বাংলা কনসার্ট মানতে হবে যেসব নির্দেশনা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এবারের জয় বাংলা কনসার্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। বিগত বছরগুলোতে এ কনসার্ট ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতো।এ উপলক্ষে আজ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য এবং ইয়ং বাংলা এর আহ্বায়ক নাহিম রাজ্জাক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা এবং জেলা প্রশাসন, এনএসআই, ডিজিএফআই, পিডিবি, ওয়াসা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সি আর আই, ইয়ং বাংলা এর প্রতিনিধিবৃন্দ।

সভায় কনসার্টকে সুশৃঙ্খল এবং কার্যকররুপে পরিবেশনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। এসময় সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, এবারই প্রথম ঢাকার বাইরে এ কনসার্ট আয়োজন করা হবে। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং ভৌগলিক গুরুত্ব বিবেচনা করে এ কনসার্টের জন্য চট্টগ্রামকে বেছে নেওয়া হয়েছে। তিনি এসময় সংশ্লিষ্ট সকল দপ্তরের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক চট্টগ্রামে এ কনসার্ট আয়োজন করার জন্য সি আর আই এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন-কনসার্টে অসংখ্য মানুষের সমাগম হবে। নিরাপত্তা এবং ট্রাফিক ম্যানেজমেন্ট হবে মূল চ্যালেঞ্জ। তবে আমরা সকলে মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের স্মরণে চট্টগ্রামবাসীকে একটি চমৎকার আয়োজন উপহার দেব। অনুষ্ঠানকে ফলপ্রসূ করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

কনসার্ট উপভোগ করার জন্য যেসব নিয়মাবলী মানতে হবে তা নিম্মরুপ—
1. মূল ফটকে টিকিটের প্রাথমিক স্ক্রীনিং হবে, তারপর স্টেডিয়ামের নম্বরযুক্ত গেটে স্ক্যান করা হবে।
2. বারকোড স্ক্যানার দ্বারা পাঠযোগ্য হতে হবে। একটি পঠনযোগ্য বারকোড ছাড়া, ভেন্যুতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
3. গেট দুপুর ১২ টায় খুলবে। একবার অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
4. ১২ (বার) বছরের কম বয়সী শিশুদের অনুষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
5. বাইরের কোন খাবার বা পানীয় অনুমোদিত হবে না। অনুষ্ঠানস্থলে উপযুক্ত মূল্যে খাবার ও পানি পাওয়া যাবে।
6. অনুষ্ঠানস্থলের ভেতরে কোন প্রকার তামাক বা তামাকজাত দ্রব্য প্রবেশ করতে দেওয়া হবে না।
7. ধারণক্ষমতা পূর্ণ হলে আয়োজকরা যেকোনো মুহূর্তে প্রবেশ বন্ধ করার অধিকার সংরক্ষণ করেন।
8. নিরাপত্তা হুমকি হিসাবে বিবেচিত হলে আয়োজকরা প্রবেশ প্রত্যাখ্যান করার বা প্রাঙ্গণ থেকে কাউকে সরিয়ে দেওয়ার অধিকার সংরক্ষণ
করেন।
9. আয়োজকরা সময়ে সময়ে নিরাপত্তা তল্লাশি চালানোর অধিকার সংরক্ষণ করে এবং শ্রোতাদের অন্যান্য সদস্যদের বিপদ বা বিরক্তির কারণ
হতে পারে এমন যেকোনো বিষয় বাজেয়াপ্ত করার অধিকার সংরক্ষণ করে।
10. অনুষ্ঠানস্থলে সিসিটিভি ও ক্যামেরা চালু থাকবে। টিকিটধারী শ্রোতাগণ নিজেরা চিত্রগ্রহণ এবং ভিডিও রেকর্ডিং করলে সেখানে কতৃপক্ষের
কোন বিধিনিষেধ থাকবে না।
11. ফোনের ক্যামেরা ব্যতীত অন্য যে কোন ধরণের ক্যামেরা কঠোরভাবে নিষিদ্ধ। আয়োজকরা এই জাতীয় আইটেম বাজেয়াপ্ত করার অধিকার
সংরক্ষণ করেন। যেমন মোবাইল ফোন চার্জার, হেডফোন, ব্লুটুথ, স্পিকার, পাওয়ার ব্যাংক।
12. নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানস্থলের ভিতরে ইলেকট্রনিক সিগারেট, ভ্যাপ এবং এই ধরনের কোনো বৈদ্যুতিক যন্ত্রের অনুমতি দেওয়া হবে না।
13. অনুষ্ঠানস্থলের ভিতরে কোনো ধরনের ব্যাগ রাখা যাবে না, ব্যাগ/ব্যাগ বহনকারী ব্যক্তিদের অবিলম্বে প্রাঙ্গণ ছেড়ে যেতে বলা হবে। (অনুষ্ঠানে
ব্যাগ রাখার কোনো সুবিধা থাকবে না।
14. মহিলাদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে ১০ ইঞ্চি বাই ৬ ইঞ্চির চেয়ে বড় পার্স না আনতে। এর চেয়ে বড় কোনো ব্যাগ ভিতরে প্রবেশ
করতে দেওয়া হবে না।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চৌদ্দগ্রামে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪দিনব্যাপি বইমেলার উদ্ভোধন।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশ^সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ৪দিন ব্যাপি ভ্রাম্যমান বইমেলার শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ফিতা কেটে মেলার শুভ উদ্ভেধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

বিশ^সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ দেবজ্যোতি মন্ডলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন, যুগ্ম সাধারন সম্পাদক মনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান, দপ্তর সম্পাদক শাহিন আলম, বিশ^ সাহিত্য কেন্দ্রের সংগঠক মনিরুজ্জামান, বিক্রয় কর্মকর্তা আবুল কাশেম বাবুল।

ভ্রাম্যমান বইমেলাটি আগামী ২৬শে এপ্রিল পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে চলমান থাকবে। এই সময়ে ভ্রাম্যমান বইমেলা থেকে পছন্দের বই ক্রয়, বইপড়াসহ বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে। মেলা কমিটি আরও জানায়, আগামী ২৬শে এপ্রিল সমাপনী দিনে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এক চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।

চট্টগ্রামে ব্যাটারিচালিত ২৯০০ অটোরিকশা আটক।

চট্টগ্রাম জুড়ে নগরীর জেলা উপজেলার প্রধান সড়ক এবং অলিগলিতে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলাচল করে। ফলে দুর্ঘটনা যেন নিয়মিত লেগেই আছে । শুক্রবার নগরীর কাপাসাগোলা নবাব হোটেলের পাশে হিজড়া খালসংলগ্ন ড্রেনে ব্যাটারিচালিত রিকশা পড়ে যায়। এতে মারা যায় ছয় মাস বয়সি এক শিশু। শিশুটির লাশ পাওয়া যায় ঘটনার ১৪ ঘণ্টা পর ৫ কিলোমিটার দূরে চামড়া গুদাম এলাকায়। এরপরই টনক নড়ে যথাযথ কর্তৃপক্ষের। শুরু হয় নগরজুড়ে ব্যাটারিচালিত রিকশা জব্দের অভিযান।

বর্তমানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক দাপিয়ে বেড়াচ্ছে প্রায় ৫০ হাজারের ও বেশি ব্যাটারিচালিত রিকশা। এক সময় অলিগলিতে অল্প কিছু রিকশা চলতে দেখা গেলেও এখন বেপরোয়া এই যান দাপিয়ে বেড়াচ্ছে নগরীর ও জেলা উপজেলার মূল রাস্তায়। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। পঙ্গুতো বরন করেছে অগনিত সাধারন মানুষ। গেলো ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানের পর আরও মাথা চড়া দিয়ে উঠে এই দ্রুতগতির যান। ফলে পুলিশকে তোয়াক্কা না করে অলিগলি ছেড়ে নগরের প্রধান সড়কে চলছে এই অটোরিকশা।

তবে পুলিশের ট্রাফিক বিভাগ সচল হওয়ার পর বেড়েছে ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযান। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির চারটি ট্রাফিক জোন সূত্রে জানা গেছে, গত ২২ দিনে চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা জব্দ ও ডাম্পিং হয়েছে ২৮৯৬টি। যা চট্টগ্রামের মনসুরাবাদে পুলিশের ডাম্পিং স্টেশনের বিশাল মাঠে রাখা হয়েছে এবিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা বেগম জানান, মূল সড়কে দুর্ঘটনার বড় কারণ এই ব্যাটারিচালিত বাহনটি। তাদের দৌরাত্ম্য কমাতেই অভিযান শুরু করা হয়েছে।

পুলিশের এমন তৎপরতায় খুশি নগরবাসী। তারা বলছেন, এসব রিকশার বেশিরভাগ চালক কম বয়সী আর অদক্ষ। এতেই ঝুঁকি বেড়েছে দুর্ঘটনার। ট্রাফিক উত্তর বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) কামরুল ইসলাম বলেন, জব্দ ব্যাটারি রিকশা ডাম্পিংয়ে পাঠানো হচ্ছে। আমাদের জোনে এখন পর্যন্ত ৮২৯টি ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয়েছে। সাধারণ মানুষের সড়কে চলাচল স্বাভাবিক রাখতে এই অভিযান চলমান রাখবো। এদিকে নগরীর ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই শহরে ঠিক কয়টা ব্যাটারি রিকশা চলে তা জানা কঠিন তবে অসম্ভব না।

কিন্তু যারা আমদানি করে বা সংযোজন করছে বা যেখানে এইসব চার্জিং-এ যাচ্ছে সেখানে কঠোর না হলে সড়কে তাদের নিয়ন্ত্রণ কঠিন। তাছাড়া আমাদের ট্রাফিকের সদস্যরা তাদের দাঁড়াতে সিগন্যাল দিলে তারা হয় দ্রুত গতিতে ইউটার্ন নিয়ে অন্যের উপর রিকশা তুলে দিচ্ছে না হয় আমাদের সদস্যকে ধাক্কা দিয়ে আহত করছে। তবে ট্রাফিকের চারটি জোনেই তাদের বিরুদ্ধে অভিযান চলছে। সাথে জেলা প্রশাসনও এগিয়ে এসেছে তাদের নিয়ন্ত্রণে।

সর্বশেষ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এক সমন্বয় সভায় বর্ষাকালে ব্যাটারিচালিত অটো রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে নগর পুলিশের ব্যাটারি রিক্সার বিরুদ্ধে চলমান অভিযানকে সাধুবাদ জানান। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে গত ২১ এপ্রিল সোমবার থেকে ব্যাটারি রিকশার বিরুদ্ধে অভিযানে নামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। কয়েক ভাগে ভাগ হয়ে তারা অভিযান চালাচ্ছেন ব্যাটারি রিকশার চার্জিং স্টেশনে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মুচলেকা নিয়ে সতর্ক করা হয় চার্জিং স্টেশনের মালিকদের।

অভিযানের বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসান বলেন, আমরা নগরের বেশ কিছু স্থানে অভিযান পরিচালনা করে ব্যাটারি রিকশাকে জরিমানা করেছি। পাশাপাশি চার্জিং স্টেশনের মালিকদের সতর্ক করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। সামনে থেকে আমাদের এ অভিযান আরও বড় পরিসরে হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ