আজঃ শুক্রবার ১১ জুলাই, ২০২৫

ফটিকছড়ি চট্টগ্রাম:

ফটিকছড়ি চিরন্তন ৭১ কতৃক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২৪” উদ্বোধন।

মাসুদুল ইসলাম মাসুদ ফটিকছড়ি প্রতিনিধি:

দক্ষিণ ফটিকছড়ির প্রগতিশীল, সামাজিক ও সেবা মূলক সংগঠন”চিরন্তন ৭১” কতৃক আয়োজিত ও পরিচালিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর নামে
” বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ ” এর জমজমাট জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী খেলা শনিবার বিকাল ৩ টায় ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ঘোষিত স্লোগান ” মাদক ছেড়ে ক্রীড়া ধর” এই স্লোগান কে সামনে রেখে তারা এই আয়োজন করেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সচিব এম মোরশেদুল আলম বলেন, বর্তমানে যুব সমাজ মাদকের চেয়েও ভয়াবহ মরন ঘাতী স্মার্টফোনে আসক্ত। সামনে আমরা একটি মোবাইল প্রতিবন্ধী মোবাইল আসক্ত একটি যুব সমাজ পেতে চলেছি। এই মরণ ছোবল হতে বাঁচতে হলে এই সমস্ত ক্রীড়ার বিকল্প নেই। তাই আমরা চিরন্তন ৭১ প্রতি মৌসুমে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে আসছি। এটাও তার একটি ধারাবাহিকতা।
এই ধাম্মোছোলার মাঠ একটি ঐতিহ্যবাহী মাঠ। এই মাঠে দেশ বিদেশের নামকরা ফুটবলার খেলে গেছেন। এই মাঠের নিয়মিত খেলোয়াড় মোহাম্মদ রহিম বর্তমানে ঢাকা আবাহনী লিমিটেডে খেলতেছে। এই ভাবে আরো অনেক খেলোয়াড় বিভিন্ন জায়গায় খেলে আসতেছে। তাই আমাদের টার্গেট এই ধরনের ক্রীড়া আয়োজনের মধ্য দিয়ে আরো খেলোয়াড় সৃষ্টি করাই এই আয়োজনের লক্ষ্য। আজকের উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলার সদ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাইয়ুম। সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান সমিতির সন্মানিত সভাপতি ও লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন জাহানপুরের চেয়ারম্যান জিয়া উদ্দীন জিয়া।
নাজিরহাট কলেজের সাবেক জি এস কুদ্দুস। ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল আলম। ফটিকছড়ি উপজেলার আওয়ামী লীগের সদস্য মাসুদ পারভেজ। ধর্মপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু বক্কর কাঞ্চন, সাধারণ সম্পাদক সাহেদ। ফটিকছড়ি উপজেলার প্রভাবশালী যুবনেতা জিয়াউল হক জিয়া। যুবনেতা এম মোরশেদুল আলম। আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন, আওয়ামী লীগ নেতা ও লেখক মির মোরশেদ।
মঈনউদ্দীন মেম্বার সহ অসংখ্য নেতা কর্মী ও চিরন্তন ৭১ এর কর্মকর্তাবৃন্দ।
এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সন্মানিত প্রধান শিক্ষক জনাব একরাম উল্লাহ। খেলায় ধারাবিবরণী দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজ সেবক ও মিডিয়া কর্মী মাসুদুল ইসলাম মাসুদ, ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জমিল ও আলাউদ্দিন। আগামী সোমবার ২য় খেলায় মুখোমুখি হবেন রাঙ্গুনিয়া শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম হাটহাজারী খেলোয়াড় সমিতি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে একটানা বর্ষণে ডুবে গেছে সড়ক: কর্মজীবী-শিক্ষার্থীদের ভোগান্তি

মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে রাতভর বর্ষণের পর বুধবার সারাদিন বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যার ফলে কয়েকটি স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী এবং শিক্ষার্থীদের।

বৃষ্টির পরিমাণ আরও বেড়ে পাহাড় ধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। ভোর থেকে কখনো অঝোর ধারায়, আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম নগরীসহ আশপাশের এলাকায়। এতে নগরীর কয়েকটি এলাকায় পানি জমে সড়ক ডুবে গেছে। বেলা ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৫৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিসে। এরমধ্যে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৭০ দশমিক ৬ মিলিমিটার।এর আগে মঙ্গলবার সকাল থেকেই মূলত চট্টগ্রামে বৃষ্টিপাত শুরু হয়েছে। রাতে বৃষ্টির পরিমাণ বেড়েছিল। বুধবার সারাদিনও অব্যহত রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নগরীর জিইসি মোড়, চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, বহদ্দারহাট, আগ্রাবাদ এলাকায় কোথাও কোথাও সড়ক ও অলিগলির রাস্তা পানিতে ডুবে গেছে। তবে কোথাও আগের মতো হাঁটু কিংবা কোমরসমান পানি জমে থাকার অবস্থা সৃষ্টি হয়নি। এরপরও বৃষ্টির মধ্যে সকালে কর্মস্থল ও স্কুল-কলেজে যাবার জন্য বের হয়ে অনেককেই ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিশেষ করে বৃষ্টির কারণে সকালে গণপরিবহন কম থাকায় ভোগান্তি বেশি হয়েছে।পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাত হচ্ছে। এটা অন্ত:ত আরও এক-দুইদিন অব্যাহত থাকবে। এদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে চট্টগ্রামসহ দেশের সমদ্র্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা আছে। এছাড়া চট্টগ্রাম, ঢাকা ও খুলনা মহানগরের জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে। মুরাদপুরের এক দোকানি বলেন, প্রতি বর্ষায় মার্কেটের নিচতলায় পানি উঠে। আজকেও সকাল থেকে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এখন পানি উঠে গেছে।

এদিকে নগরীর তিন পোলের মাথা এলাকায় বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রায় হাঁটু সমান পানি ডিঙিয়ে সেখানে চলাচল করছিল রিকশাসহ সব ধরনের যানবাহন। নগরীর তিন পোলের মাথা এলাকায় বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রায় হাঁটু সমান পানি ডিঙিয়ে সেখানে চলাচল করছিল রিকশাসহ সব ধরনের যানবাহন।

চকবাজার কে বি আমান আলী সড়কের বাসিন্দা মোহাম্মদ রফিক বলেন, সকালে বাসা থেকে বেরিয়ে দেখি রাস্তায় পানি জমে আছে। ভিজে ভিজে পানির ভিতর হেঁটে কাজে এসেছি। সকালের দিকে ভারি বৃষ্টির কারণে সড়কে যানবাহনের পরিমাণ ছিল কম। তবে বেলা বাড়ার সাথে যানবাহন বাড়তে শুরু করে।

চট্টগ্রামে খাবারে ‘তেলাপোকা’ জরিমানা গুনল ৩ হোটেল

চট্টগ্রাম মহানগরীতে পঁচা ডিম দিয়ে খাবার প্রস্তুত ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করায় তিনটি হোটেলকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় দুটি ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার নগরীর নিউমার্কেট ও স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার ও পুলিশের সদস্যরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, পঁচা ডিম দিয়ে খাবার প্রস্তুত ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির জন্য গুলিস্তান হোটেলকে ১০ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি এবং খাদ্যদ্রব্যের মধ্যে হাজার হাজার তেলাপোকার বিচরণ থাকায় আজাদী হোটেল এন্ড বিরিয়ানি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও শিল্প লবণ ব্যবহার করে খাদ্যদ্রব্য রান্না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করায় গণি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় কাদের ফার্মেসিকে ২ হাজার টাকা, মূল্য কেটে অধিক মূল্যে ওষুধ বিক্রি করায় শফি ইনানী ফার্মেসিকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ