
বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগার’র উদ্যোগে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এর একাডেমিক মেম্বারদের উপস্থিতিতে “উন্নত প্রযুক্তি উদ্ভাবন করি, স্মার্ট বাংলাদেশ গড়ি” শীর্ষক অংশীজন কর্মশালা বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগার পরিচালক (অতিঃ দায়িত্ব) ও সভাপতি এড. বরুণ কান্তি সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ঢাকা’র চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ। বিশেষ অতিথি ছিলেন বিসিএসআইআর ঢাকার সদস্য (অর্থ) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুগ্ম সচিব কাজী আনোয়ার হোসেন, চট্টগ্রাম কাস্টম হাউস, এডিশনাল কমিশনার-২ মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠানের বক্তারা বলেন-বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের একটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠান। বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এ প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা নিরলসভাবে তাঁদের গবেষণা চালিয়ে যাচ্ছেন। এ গবেষণার গতি আরো বেগবান করার লক্ষ্যে বিসিএসআইআর গবেষণাগারের এ কর্মশালা। বক্তারা আরও বলেন, পারস্পারিক যোগাযোগের মাধ্যমে শিল্পখাত সহায়ক গবেষণা পরিচালনা এবং উদ্যোক্তাদের সে গবেষনার মাধ্যমে সহযোগিতা করা সম্ভব। কর্মশালায় উপস্থিত বিজ্ঞানী, বিভিন্ন উদ্যোক্তা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একাডেমিক মেম্বার’রা বিসিএসআইআর’র বিজ্ঞানীদের সাথে সম্মিলিতভাবে গবেষণা করার বিষয়ে একমত পোষন করেন।