আজঃ মঙ্গলবার ২৯ এপ্রিল, ২০২৫

ময়মনসিংহ:

উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসা আগুনে পুড়ে ছাই।

ওবায়দুর রহমান গৌরীপুর ময়মনসিংহ।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খানের বাসা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার পৌর শহরের ইসলামাবাদ মহল্লার নিজ বাসায় সকাল সাড়ে ১১ টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। আগুনে আনুমানিক ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় বাসায় কেউ ছিলো না। আগুনের সূত্রপাত জানতে না পারলেও বাসার সিলিং বাঁশ-বেতের হওয়ায় দ্রুত আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে। আগুনে বাসার তিনটি কক্ষ, একটি রান্নাঘর, ঘরের আসবাবপত্র, শর্টগানের লাইসেন্স, কাপড়-চোপড়, চালের কাঠ-টিনসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান বলেন, সকাল সাড়ে ১১টার সময় বাসায় কেউ ছিল না। এই সময়ে আগুন লাগে এবং দ্রুত পুরো বাসায় ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

গৌরীপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মোঃ শাহজাদা জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় বুক কর্নারের উদ্বোধন করা হয়েছে।।

ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় বুক কর্নারের উদ্বোধন করা হয়েছে।। এই বুক কর্নারটি’র উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।

এই বুক কর্নানের ঠিক সামনেই হাজতখানা-ভিতরে অনেক হাজতি রয়েছেন। এই বুক কর্নারে রয়েছে-কোরআন শরীফ, উপন্যাস,কবিতা,আত্মজীবনী,ধর্মীয়সহ বিভিন্ন ধরনের বই।

প্রশাসনের সামনে এই বই কর্নারের দিকে সু-দৃষ্টিতে তাকিয়ে দেখছেন অনেকেই। ওই সময় দায়িত্বরত পুলিশ কনস্টেবল বলেন, এই বই আপনাদের জন্য। কেউ চাইলে কোরআন শরিফও পড়তে পারবেন। এ কথা শুনে দুইজন হাজতি দুটি বই নিতে আগ্রহ প্রকাশ করেন। পরে বই দিলে ভেতরে নিয়ে পাতা উল্টাতে থাকেন।

নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অপরাধ নিয়ন্ত্রণই পুলিশের মুখ্য দায়িত্ব। অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাকে সুপথে আনতে নানাভাবে উদ্বুদ্ধ করতে হয়। হয়তো সাময়িক ভুলের কারণে কেউ অপরাধী হয়েছেন। এই বই পড়ে তার মনোজগতে পরিবর্তন আসতে পারে। নিজেকে সংশোধন করে তিনি সুন্দর মনের মানুষে পরিণত হতে পারেন। তিনি যেন আর অপরাধে না জড়ান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, থানা-হাজতে অল্প সময়ের জন্য আসামিদের রাখা হয়। এ সময় আসামিরা হাজতে নয় পাঠাগারে আছেন, এমন উপলব্ধি তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই বই পড়ে কেউ যদি একটু হলেও নিজের পরিবর্তন আনতে পারে তাহলেই উদ্দেশ্য সফল হবে।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো.আনোয়ার হোসেন, বই পড়া আন্দোলনের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজি সাংবাদিক মোখলেসুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

হোচট খেয়ে ট্রেেেনর ইঞ্জিনের নিচে পড়ে সিপাহীর হাত বিচ্ছিন্ন

চট্টগ্রামে দায়িত্বপালনরত অবস্থায় ট্রেনের কাটা পড়ে হাত বিচ্ছিন্ন হয়ে গেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সিপাহির। চট্টগ্রাম স্টেশনে ময়মনসিংহ হতে আগত চট্টগ্রাম বিজয় এক্সপ্রেসে ট্রেন ঢুকার পথে দায়িত্বপালনের সময় অসর্তক থাকায় এই দুর্ঘটনা ঘটে। রোববার সকাল ১০ টায় চট্টগ্রাম রেলস্টেশনে হাত হারানো সিপাহীর নাম আবু জাফর মুন্না (৩৫)। তিনি অস্ত্র শাখায় কর্মরত। চট্টগ্রাম সিআই আমান উল্লাহ আমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন প্রবেশের সময় কদমতলী রেল লাইনে দায়িত্ব পালনকালে রেললাইনে হোচট খেয়ে অসর্তক এ সিপাহী ট্রেেেনর ইঞ্জিনের নিচে পড়ে গেলে হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
রেল নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট শহিদ উল্লাহ বলেন, আহত মুন্নার সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি নিজেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ