
খেলাঘর চট্টগ্রাম মহানগর
আয়োজিত শিশু উৎসব আজ
জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’ চট্টগ্রাম মহানগর আয়োজিত শিশু উৎসব আজ শনিবার (৯ মার্চ) বিকাল ৩.৩০টায় থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। শিশু-কিশোর আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য ‘খেলাঘর’কে Centre for Research & Information (CRI) এর পক্ষ থেকে জয় বাংলা Youth Award-2023 প্রদান করায় খেলাঘর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আনন্দ র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত শিশু উৎসবের বিভিন্ন অনুষ্ঠানমালায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওয়াহাব, বীর মুক্তিযোদ্ধা অমল নাথ, খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মুনির হেলাল ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু সকলকে অনুরোধ জানিয়েছেন।
