আজঃ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাব-ইস্পাহানি মিনি ম্যারাথন-২০২৪ অনুষ্ঠিত

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রথমবাররে মতো চট্টগ্রাম প্রসে ক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠতি হয়ছেে মনিি ম্যারাথন-২০২৪। ম্যারাথনরে স্পন্সর প্রতষ্ঠিান হচ্ছে ইস্পাহানি শনিবার (৯ র্মাচ) সকালে এ ম্যারাথনরে সমাপনীতে প্রধান অতথিি হসিবেে উপস্থতি থকেে বজিয়ীদরে মাঝে পুরস্কার বতিরণ করনে জাতীয় সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহলে।
এর আগে চট্টগ্রাম মেট্রেোপলটিন পুলশি সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বশিষে অতথিি হসিবেে উপস্থতি থকেে এ প্রতযিোগতিার উদ্বোধন করনে। সভাপতত্বি করনে চট্টগ্রাম প্রসে ক্লাব সভাপতি সালাহ্‌উদ্দনি মো. রজো। পুরস্কার বতিরণ অনুষ্ঠানে সভাপতত্বি করনে প্রসে ক্লাবরে সনিয়ির সহ-সভাপতি চৌধুরী ফরদি।
চট্টগ্রাম প্রসে ক্লাবরে যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরয়িারে সঞ্চালনায় উদ্বোধনী ও পুরস্কার বতিরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখনে- সাধারণ সম্পাদক দবেদুলাল ভৌমকি। বক্তব্য রাখনে ইস্পানি টি লমিটিডেরে জনোরলে ম্যানজোর মঈন উদ্দনি হাসান, চট্টগ্রাম প্রসে ক্লাবরে র্কাযকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, সইিউজে সভাপতি তপন চক্রর্বতী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রসে ক্লাবরে ক্রীড়া সম্পাদক এম. সরওয়ারুল আলম সোহলে এবং সজিকেএেস’র সহ-সভাপতি মো. হাফজিুর রহমান প্রমূখ।
উপস্থতি ছলিনে ইস্পাহানি লিমিটেডের জিএম মার্কেটিং ওমর হান্নান, চট্টগ্রাম প্রসে ক্লাবরে সহ-সভাপতি মনজুর কাদরে মনজু, র্অথ সম্পাদক রাশদে মাহমুদ, সমাজসবো ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশদেুল আলম শামীম, র্কাযকরী সদস্য মো. আইয়ুব আলী।,
অনুষ্ঠানে অতথিরিা বলনে, চট্টগ্রাম প্রসে ক্লাবরে ম্যারাথন একটি অনন্য আয়োজন। এ ম্যারাথন সাংবাদকিদরে পাশাপাশি অন্যান্যদরে মাঝে সামাজকি এবং স্বাস্থ্য সচতেনতা সৃষ্টি করব।
এই মনিি ম্যারথন ছয়টি ক্যাটাগরতিে অনুষ্ঠিত হয়। ক্যাটাগরগিুলো হলো অর্নুধ্ব চল্লশি, ৪১ থকেে ৫০, ৫১ থকেে ৬০, ৬১ থকেে ৭০, সত্তর্রোধ্ব এবং সদস্যা ক্যাটাগর।ি চট্টগ্রাম প্রসে ক্লাবরে সামনে থকেে শুরু হয়ে জামালখান মোড়-আসকার দীঘ-িকাজীর দউেড়-িপুরাতন বমিান অফসি-লাভ লইেন- বৌদ্ধমন্দরি মোড়-চরোগী মোড় অতক্রিম করে আবার চট্টগ্রাম প্রসে ক্লাবে এসে ম্যারাথন দৌড় সমাপ্ত হয়।
সদস্যা ক্যাটাগরতিে শরিোপা লাভ করনে, সুচন্দা নন্দী। সত্তর্রোধ্বে প্রথম পঙ্কজ কুমার দস্তদিার, দ্বতিীয় নর্মিল চন্দ্র দাশ, তৃতীয় দবেপ্রসাদ দাশ দবেু, চর্তুথ বপিুল বড়ুয়া, পঞ্চম সুলতান আহমদ আশরাফী, ষষ্ঠ মাখন লাল সরকার, সপ্তম মঈনুদ্দীন কাদরেী শওকত, অষ্টম সরিাজুল করমি মানকি, নবম জালাল উদ্দীন আহমদ চৌধুরী, দশম জাহদেুল করমি কচ।ি
৬১ থকেে ৭০-এ প্রথম দবোশীষ বড়ুয়া দবেু, দ্বতিীয় প্রদীপ নন্দী, তৃতীয় স্বপন কুমার মল্লকি, চর্তুথ জাকরি হোসনে লুলু. পঞ্চম স.ম ইব্রাহীম, ষষ্ঠ মো. আবদি হোসনে, সপ্তম বাবুল চৌধুরী, অষ্টম শশিরি বড়ুয়া, নবম তাপস বড়ুয়া, দশম সুলতান মাহমুদ সলেমি, একাদশ অঞ্জন কুমার সনে।
৫০ থকেে ৬০-এ প্রথম গোলাম মাওলা মুরাদ, দ্বতিীয় খোরশদেুল আলম শামীম, তৃতীয় প্রণব বড়ুয়া র্অণব, চর্তুথ ফরদি উদ্দনি চৌধুরী, পঞ্চম মো. ইউসুব সবুর, ষষ্ঠ ম. শামসুল ইসলাম, সপ্তম জাকারয়িা চৌধুরী, অষ্টম মো. আহসানুল কবরি রটিন, নবম সালাহ্উ্দ্দনি মো. রজো, দশম রনজতি কুমার দ।ে
৪১ থকেে ৫০-এ প্রথম সুমন গোস্বামী, দ্বতিীয় রাজবি রায়হান, তৃতীয় রনি দাশ, চর্তুথ আবীর চক্রর্বতী, পঞ্চম সুজতি চন্দ্র সাহা, ষষ্ঠ এসএম ইফতখোরুল ইসলাম, সপ্তম মজিানুর রহমান, অষ্টম সাইদুল, নবম প্রণব বল, দশম অরুণ বকিাশ দ।ে
অর্নুধ্ব চল্লশি-এ প্রথম আজহার মাহমুদ, দ্বতিীয় জাকরে আহমদে, তৃতীয় মো. সাইফুল ইসলাম, চর্তুথ রাশদে এইচ সরকার, পঞ্চম হুমায়ুন মাসুদ, ষষ্ঠ নাজমুল আলম সাদকেী, সপ্তম মো. রাশদেুল আলম, অষ্টম আবু মোশাররফ রাসলে, নবম সুবল বড়ুয়া, দশম রাহুল কান্তি দাশ নয়ন।
প্রতযিোগতিায় প্রথম, দ্বতিীয়, তৃতীয় ছাড়াও বশিষে পুরস্কার এবং অংশগ্রহণকারীদরে পুরস্কৃত করা হয়। ম্যারাথনরে কো-স্পন্সর কআের স্টীল, ফুড স্পন্সর আরজেএম ফুটওয়্যার।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে জামায়াত প্রার্থীর গণসংযোগে আতর্কিত হামলা ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম-১০ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামসুজ্জামান হেলালীর নির্বাচনী গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। মহানগরের খুলশী থানাধীন আমবাগান রেলগেট এলাকায় মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, গণসংযোগ চলাকালে হঠাৎ করে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এতে জামায়াতের অন্তত ৮ জন নেতাকর্মী আহত হন।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিষয়ে শামসুজ্জামান হেলালী অভিযোগ করে বলেন, অতর্কিতভাবে স্থানীয় বিএনপির লোকজন আমাদের শান্তিপূর্ণ গণসংযোগে হামলা চালিয়েছে।

এতে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছেন।এদিকে হামলার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা বা আটকের তথ্য পাওয়া যায়নি।

শ্রীবরদীর জামায়াতের সেক্রেটারি নিহতের ঘটনায় ঢাবি ছাত্রদের প্রতিবাদ মিছিল।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টায় তিনি মারা যান। এই প্রাণহানির ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে।

আলোচিত খবর

ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অনেক জল্পনা – কল্পনার অবসান ঘটিয়ে প্রায় দুই দশক ধরে ব্যাপক আলোচনার পরে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হল যখন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা- বাণিজ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। এই চুক্তির মধ্যদিয়ে ইউরোপের ২৭টি দেশের সঙ্গে জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম দেশ ভারতের পণ্যের মুক্ত বাণিজ্য চলবে। ভারত এবং ইইউ সম্মিলিতভাবে বিশ্বের ২৫ শতাংশ মোট দেশজ উৎপাদন তাদের দখলে রেখেছে। দু’পক্ষের কাছে আছে দুশো কোটি ক্রেতার এক অতি বৃহৎ বাজার।

ইউরোপীয় পার্লামেন্ট এবং ইইউ-র সদস্য দেশগুলি এই চুক্তিতে মান্যতা দিলে তারপরেই এবছরেরই পরের দিকে চুক্তি সই হতে পারে।এই চুক্তি বাস্তবায়িত হলে বিভিন্ন পণ্য ও পরিষেবায় বিপুল অঙ্কের শুল্ক কম হবে, আবার সামরিক ক্ষেত্রেও ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এন্তোনিয়ো লুই সান্তোস দ্য কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়ন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে এক শীর্ষ বৈঠকে মিলিত হন।ভারতের প্রধানমন্ত্রী বলেন – আজ ভারতের ইতিহাসে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। আজ ২৭ তারিখ আর এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে ভারত এই মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করল।
সংগৃহীত –

আরও পড়ুন

সর্বশেষ