আজঃ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

ভোগ্যপণ্যের দামের তারতম্যে সুজনের ক্ষোভ প্রকাশ

জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য – চাই নাগরিক উদ্যোগ

ডেস্ক নিউজ:

রিয়াজউদ্দিন বাজারে নাগরিক উদ্যোগের গণপ্রচারণা

রিয়াজউদ্দিন বাজারে নাগরিক উদ্যোগের গণপ্রচারণায় ভোগ্যপণ্যের দামের তারতম্যে ক্ষোভ প্রকাশ করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। রমজান মাসের ব্যবহার্য ভোগ্য পণ্যসামগ্রী জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার নিমিত্তে আজ মঙ্গলবার ১২ মার্চ ২০২৪ সকালে নগরীর বৃহত্তম ব্যবসা কেন্দ্র রিয়াজউদ্দিন বাজার থেকে নাগরিক উদ্যোগের ধারাবাহিক গণপ্রচারণা কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে ভোগ্যপণ্যের দামের তারতম্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এসময় ক্রেতাদের তিনি দুই দিনের বেশি ইফতার সামগ্রী ক্রয় না করারও অনুরোধ জানান।

এসময় সুজন বলেন রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে দীর্ঘ এক বছর পর মুসলমানদের দ্বারে আবার ফিরে এসেছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। অশেষ রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহর নৈকট্য, শান্তি এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে, রমজান মাস এলেই দেশে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সচরাচর দেখা যায় রোজায় যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেগুলোর দামই বেশি হয়। তাছাড়া এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা রমজান মাসকে টার্গেট করে তাদের মুনাফা লুফে নেওয়ার হাতিয়ার হিসেবে। সে হিসেবে তারা পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়। এদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ারও আহবান জানান তিনি। তিনি আরো বলেন সরকার রমজানে ব্যবহার্য ভোগ্যপণ্যের দাম জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছেন। রমজানে ব্যবহৃত পণ্যসামগ্রীর উপর সরকার আমদানি শুল্কও মওকুফ করেছে জনগনকে সুবিধা প্রদানের জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে, সরকার আমদানিকৃত পণ্যের উপর ধার্যকৃত শুল্ক মওকুফ করলেও প্রায় ক্ষেত্রে ভোক্তাগণ এর সুফলপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। উপরন্তু বাজারে কৃত্রিম সংকট তৈরী করে ভোক্তাদের জিম্মি করা হচ্ছে। সুজন আরো বলেন, কাঁচা বাজার নিয়ন্ত্রণে সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ এসব পণ্য নিজ¯^ পদ্ধতিতে উৎপাদিত পন্য, এসব পণ্যের কোন আমদানি মূল্য নেই। তাই কাঁচা বাজার নিয়ন্ত্রণে বিশেষ ব্যস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি। তিনি বাজারে বিভিন্ন প্রজাতির মুরগির দাম বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেন। মুরগির দাম নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে ভোক্তাকে পুরো রমজান মাস ভুগতে হবে বলে জানান তিনি। মুরগির সিন্ডিকেট ভাঙ্গতে প্রয়োজনে পাশর্^বর্তী দেশ থেকে মুরগি আমদানির জন্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানান তিনি। তিনি পণ্যের দাম নিয়ন্ত্রণে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে আরো সক্রিয় হওয়ার অনুরোধ জানান। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়কে বাজারের আগে না হেঁটে বাজারের পিছনে হাঁটার অনুরোধ জানান সুজন। তিনি জানান খেজুরের মূল্যবৃদ্ধি হলেও বাজারে এর ক্রেতা কম। এভাবে ক্রেতাদেরও সিন্ডিকেট তৈরী করার আহবান জানান তিনি। তিনি বাজারে আগত ক্রেতাসাধারণের সাথে পণ্যের দরদাম নিয়ে কথা বলেন। উপস্থিত ক্রেতাগণ সুজনের এ উদ্যোগকে স্বাগত জানান। তবে ভোগ্যপণ্যের দাম ক্রেতাদের সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়কে আরো কঠোর হওয়ার অনুরোধ জানান তারা। বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার এবং বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের দ্বারা অভিযান পরিচালনা করারও অনুরোধ জানান খোরশেদ আলম সুজন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, সদস্য সচিব হাজী মো. হোসেন, মো. শাহজাহান, মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহমেদ ইমু, এ এইচ এম বেলাল উদ্দিন, জয়জিৎ চৌধুরী, আনন্দ আচার্য, অসিত দেব হৃদয় প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁওয়ে পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে অভিভাবক সমাবেশ, পিঠা উৎসব, প্রতিভা অন্বেষণ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের হাজীপাড়া এলাকায় ওয়ার্ল্ডপ্লাস রেজিডেনশল স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠান প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ডগ্লাস রেজিডেনশল স্কুল এন্ড কলেজের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক, সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিডেনশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন মিলন।

আলোচনা সভা শেষে পিঠা উৎসবের দুইজন সেরা নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। সেই সাথে স্কুলের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় ছয় জন প্রতিযোগিকে পরিষ্কার তুলে দেওয়া আমন্ত্রিত অতিথিরা। এ সময় আরো উপস্থিত ছিলেন উদ্যোগ সংগঠনের নারী উদ্যোক্তারা।

তালা ঝুলিয়ে দিল টিটি কলেজের শিক্ষার্থীরা

রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে ক্যাম্পাসের নিচু জায়গা ভরাট করা নিয়ে বিরোধে রাজশাহী উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক-কর্মকর্তাদের ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট নামের প্রতিষ্ঠানটি রাজশাহী টিটি কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থিত। টিটি কলেজের শিক্ষার্থীরা জায়গা ভরাটের বিরোধিতা করে আসছিলেন।

পুলিশ ও উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষক কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকালে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় ঘটনাস্থলে তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে আটকা পড়েন শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী।

আরএমপির রাজপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃপক্ষ তাদের মূল একাডেমি ভবনের পাশের কিছু নিচু জায়গা ভরাট করছিলেন। তা দেখতে পেয়ে টিটি কলেজের শিক্ষার্থীরা বাধা দেন।

বৃহস্পতিবার সকালে এ নিয়ে দুপক্ষের মধ্যে বাদানুবাদ হয়। এর জেরে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয় দেন। এতে শতাধিক শিক্ষক-কর্মকর্তা ও প্রশিক্ষণার্থী আটকে পড়েন। খবর পেয়ে ক্যাম্পাসে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে এ সময়ে জায়গা ভরাট কাজ বন্ধ করে দেওয়া হয়।

ঘটনার বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ওয়াহেদুল কবীর সোহরাওর্দী বলেন, সরকারি সব বিধিবিধান মেনে শিক্ষা প্রকৌশল শাখার তত্ত্বাবধানে ঠিকাদারের মাধ্যমে ৫ লাখ টাকা ব্যয়ে জায়গাটি ভরাটের কাজ চলছিল। অযোক্তিকভাবে টিটি কলেজের কিছু শিক্ষার্থী বাধা দেন। এটি একটি ন্যক্কারজনক কাজ। আমরা এর নিন্দা ও প্রতিবাদ করছি।

অন্যদিকে রাজশাহী টিসার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ শওকত আলী খান বলেন, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের লোকজন তাদের উদ্দেশ্য করে গালাগালি ও অপমান সূচক কথা বলেছেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলন করেছে।

জানা গেছে, দুই প্রতিষ্ঠানের বিরোধ নিস্পত্তিতে বৃহস্পতিবার দুপুরে টিটি কলেজ ক্যাম্পাসে যান রাজশাহী কলেজের উপাধ্যক্ষ ড. ইব্রাহিম আলী, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব শামীম আরা চৌধুরীসহ অনেকে।

তারা দুই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও আন্দোলনকারী শিক্ষার্থীদের বক্তব্য শুনে বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে বিকাল সাড়ে ৩টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব শামীম আরা চৌধুরী বলেন, একই ক্যাম্পাসে দুটি সরকারি প্রতিষ্ঠান। তাদের মধ্যে এই বিরোধ কাম্য নয়। আমরা সমস্ত বিষয় খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ