
গুঁড়ো করে ট্যাপ দিয়ে মুড়িয়ে সুকৌশলে ব্যাগেজের ভিতরে করে লুকিয়ে আনা হয়েছিল স্বর্ণ। যদিও এতে লাভ হয়নি। শেষ পর্যন্ত ধরা পড়ল বিমানবন্দর এনএসআই টিমের হাতে। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে সন্দেহজনক মনে হওয়ায় ১ জন যাত্রীকে তল্লাশির মাধ্যমে তার কাছ থেকে ২৩৫ গ্রাম নিখাঁদ স্বর্ণের গুঁড়ো (২৪ ক্যারেট) এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) এবং ১ টি স্বর্ণবার (২৪ ক্যারেট, ১১৬.৫ গ্রাম)সহ মোট ৪৫১ গ্রাম প্রায় অর্ধ কেজি স্বর্ণ উদ্ধার করেন এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম । যার সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৩৯ লক্ষ ৮৫ হাজার ৪২০ টাকা। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা নেজাম উদ্দিন নামে ওই বিমান যাত্রীর বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।
বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মহিউদ্দিন পাটোয়ারি জানান, ভোর ৬টা ৪০ মিনিটে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি ৯-৫২৬ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নেজামের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়।এসময় তার কাছে ২৩৫ গ্রাম স্বর্ণের গুঁড়ো, ১০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১১৬.৫ গ্রাম ওজনের একটি সোনার বার পাওয়া যায়। সব মিলিয়ে জব্দ ৪৫১ গ্রাম সোনার বাজারদর কাস্টমসের হিসেবে ৩৯ লাখ ৮৫ হাজার ২৪০ টাকা।
কাস্টমস কর্মকর্তা মহিউদ্দিন বলেন, স্বর্ণালংকার ও সোনার বারটি তিনি শুল্ক দিয়ে এনেছেন বলে দাবি করেছেন। কিন্তু সেটার সত্যতা আমরা এখনও পাইনি। আমরা খতিয়ে দেখছি। গুঁড়ো করে যেসব স্বর্ণ এনেছেন সেগুলোর কোনো ঘোষণা তিনি দেননি। কাগজের ওপর টেপ মুড়িয়ে লাগেজের ভেতর তিনি সেগুলো নিয়েছিলেন। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হচ্ছে।