আজঃ শুক্রবার ১৮ এপ্রিল, ২০২৫

বাদশা নুর ফাউন্ডেশনের উদ্যোগে

চসিকের সাবেক মেয়র,মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীনের ইফতার বিতরন

প্রেস রিলিজ

বাদশা-নূর ফাউন্ডেশনের উদ্যোগে সম্মানিত রোজাদারদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়। ২৩ মার্চ সকাল ১০ ঘটিকায় দেওয়ানহাট পোর্টসিটি কমপ্লে বাদশা-নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুর রশিদ লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ১৫০০ জন মানুষের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র জননেতা আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম এর পরিচালক মোহাম্মদ রাশেদ আলী, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ইদ্রিস কাজেমী, ওয়ার্ড আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ ইব্রাহিম, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওহিদুর রহমান মহসিন, সহ সভাপতি হুমায়ুন কবির রোকন, সহ-সভাপতি কাজী আনোয়ার মাস্টার, যুগ্ম সম্পাদক লায়ন মোহাম্মদ ইব্রাহিম, ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম এর পরিচালক হাসান ফয়সাল রিয়াদ, ¯^াস্থ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দীন আজাদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হারুন উর রশীদ, আবদুল মালেক সওদাগর, মহানগর ¯ে^চ্ছাসেবক লীগ নেতা মফিজুর রহমান দুলাল, মোহাম্মদ সেলিম, জাহেদ হোসেন রণি, ওসমান ফারুক বিবলু, মোহাম্মদ গিয়াস উদ্দিন, রকিবুল ইসলাম অপু, শিমুল মহসীন, মোহাম্মদ ইমতিয়াজ, মোহাম্মদ শাহাদাত আলম পারভেজ, মেহের হোসেন ঈমন, মোহাম্মদ মুরাদ, আবদুল আহাদ ইরফান, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ রুবেল, শ্রমিক লীগ ২৩নং ওয়ার্ড এর সভাপতি মোহাম্মদ ইকবাল, সাধারণ সম্পাদক লিও রাশেল, রাজিব দাশ প্রমুখ। সভায় প্রধান অতিথি সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন জনকল্যাণে কাজ করায় আমাদের রাজনীতিবিদদের মুল কাজ। মানুষ মানুষের জন্য। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় ও সরকারিভাবে ইফতার মাহফিল না করে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণের পরামর্শ দিয়েছে যা আমরা মহানগর আওয়ামীলীগ গতকালই প্রতিটি ওয়ার্ডে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। তিনি বলেন একে অপরের দুঃখে কষ্টে সহযোগিতায় করায় আমাদের মুল লক্ষ্য।তিনি বলেন সমাজের প্রতিটি মানুষের সম্মান বোধ রয়েছে। তাই আমাদের উচিত যারা আর্থিকভাবে সমস্যায় তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। তিনি বলেন বাদশা নুর ফাউন্ডেশন প্রতিবছর এরকম অনেক সেবামুলক কাজ করে থাকে যা সত্যি প্রশংসার দাবীদার। তিনি সকল সামর্থ্যবান ব্যক্তিদের দুঃস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম আয়োজিত চক্ষু শিবিরে ছানি অপারেশন সম্পন্ন।

চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের আয়োজনে এবং জাহানারা মোনাফ ফাউন্ডেশন (JMG) ও শেভরন আই হসপিটালের যৌথ সহযোগিতায় ‘চক্ষু শিবির ২০২৫’-এর অধীনে প্রথম ধাপে ছানি অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ নগরীর পাঁচলাইশ শেভরন আই হসপিটালে আয়োজিত এই শিবিরে বাছাইকৃত ২২৫ জন রোগীর মধ্য থেকে প্রথম পর্যায়ে ১১০ জনের ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়।

সোমবার উক্ত ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি চক্ষু চিকিৎসা ও অপারেশন কার্যক্রম ঘুরে দেখেন এবং আয়োজকদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ধাপে ধাপে বাকি রোগীদেরও ছানি অপারেশন সম্পন্ন করা হবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের চোখের আলো ফিরিয়ে দিতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এই উদ্যোগে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটি সফল চিকিৎসা ক্যাম্প আয়োজন করায় স্থানীয়রা আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।

এনায়েতপুর ব্রজধাম স্মৃতি সংসদের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত।

হাটহাজারী থানার এনায়েতপুর ব্রজধাম স্মৃতি সংসদের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে প্রায় একশত প্রতিযোগি অংশ গ্রহন করেন। অনুষ্ঠান সংসদের সভাপতি বিধান বনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রজধাম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শুভাশীষ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রজধাম রমণী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পম্পা বসু, ব্রজধাম স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পংকজ মিত্র উজ্জ্বল, পুতুল দে, তাপস দে, সুমিত্র সেন রাজু, বিকাশ চৌধুরী, বিকাশ বণিক, তুষার দে, সুকান্ত ভৌমিক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই সংসদ শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি অনুভব, একটি স্মৃতি, এবং আমাদের সংস্কৃতির ধারক ও বাহক। যখন এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল, তখন কিছু স্বপ্নবান মানুষ এই বিশ্বাসে এগিয়ে এসেছিলেন যে, ব্রজধামের স্মৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে হবে, নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে হবে।

আজ আমরা গর্বের সাথে বলতে পারি, ব্রজধাম স্মৃতি সংসদ তার সেই আদর্শ ও লক্ষ্য থেকে এক চুলও সরে আসেনি। নাটক, সংগীত, আবৃত্তি, লোকজ সংস্কৃতি সবকিছুতেই আমাদের সংসদ অসাধারণ ভূমিকা রেখে চলেছে। এই পথচলা সহজ ছিল না, তবে সদস্যদের নিষ্ঠা, ভালোবাসা ও একাগ্রতার ফলে আজ আমরা এই অবস্থানে পৌঁছেছি। আমরা চাই, আগামী দিনগুলোতে আমাদের এই সাংস্কৃতিক পরিবার আরও বিস্তৃত হোক, আরও প্রাণবন্ত হোক। এছাড়াও উপস্থিত ছিলেন তুষার সেন, কাজল দে, নিলয় দে, মুন্না চৌধুরী, প্রণাম দে, সুকান্ত ভৌমিক, অন্তু পাল, নিশু পাল, অন্তু সেন, প্রান্ত চৌধুরী, শান্ত চৌধুরী, অন্তু চৌধুরী, লিংকন দে, মুগ্ধ দাশ, সিপ্ত দে, বাবু দে, অর্নব বনিক, প্রশান্ত মজুমদার, বিজন শীল, অনুষ্ঠানে গান পরিবেশন করেন বেতার ও টেলিভিশন শিল্পী তুর্না দে তৃষা, তৃষা চৌধুরী, রিমু চৌধুরী, শান্তনা দে, স্বীকৃতি বনিক, দিয়া দে, শ্রেয়া মজুমদার প্রমূখ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ