
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্যভাবে পরিবেশে সোমবার (২৫ মার্চ) জাতীয় গণহত্যা দিবস পালিত হয়।
এ উপলক্ষে এদিন সন্ধ্যা সোয়া ৭টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতির সামনে উপজেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্জলন করা হয়। এইসাথে ২৫ মার্চ কালোরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, থানার ওসি সোহেল রানা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাহিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউএফপিএ ডাঃ আব্দুস সামাদ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়েল মার্ডি, বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা-কর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে গণহত্যার বর্বরোচিত ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন। এইসাথে তারা ২৫শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানান।