আজঃ শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬

ঝুঁকিতে ৫০ পরিবার, দূর্ঘটনার আশংকা

ভবনের নিচে সেমাই তৈরীর কাঠের জলন্ত চুল্লী

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন চাকতাই এলাকার ফাইভ স্টার গলিতে অগ্নিঝুঁকিতে এবং ভবন ধসের শংকায় ৫০ পরিবার বসবাস করছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। স্থানীয়রা জানান, এ ভবনটি অনেক আগে নির্মিত হয়েছে। বিভিন্ন জায়গা দিয়ে ফাটল দেখা দিয়েছে। ছাদ ধসে পড়ছে, অথচ ভবন মালিক সংস্কার করছেনা। উপরন্তু এ ভবনে রয়েছে সেমাই তৈরীর চুল্লী। ভবনের নিচে চুল্লী থাকায় সার্বক্ষনিক বসবাসরতদের প্রচন্ড গরম সহ্য করতে হচ্ছে। আবাসিক ভবনে এ ধরণের ঝুঁকিপূর্ন কারখানা না করার বিধি বিধান থাকলেও এ ভবনের মালিক তা মানছেনা। বিল্ডিং তৈরীতে কোন নিয়ম নামেনে ভবন তৈরির অভিযোগ রয়েছে। এমনকি সরকারী প্রতিষ্ঠান সিডিএ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস কিংবা পরিবেশ অধিদপ্তরের নীতিমালার বালাই নেই এভবনের মালিকের কাছে।
ভবনে বসবাসরতদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা বসবাস করছি মৃত্যু ঝুঁকি নিয়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরাবরে অভিযোগ করা সত্বেও সরকারী এ দপ্তরের সঠিক ব্যবস্থা না নেয়ায় কারণে আবাসিক এ ভবনে সেমাই তৈরীর জলস্ত চুল্লি করা হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছি।
ভবনে বসবাসরতদের কাছে জানতে চাইলে তারা বলেন, এখানে থাকতেছি কম ভাড়ার জন্য। আমরা শ্রমিকরা বেশি ভাড়ায় থাকতে পারিনা। তাছাড়া যাতায়াত সুবিধার জন্য আমরা এখানকার থাকছি।
পরিবেশ অধিদপ্তরে অভিযোগকারী মো. মিলন বলেন, আমরা সেমাই তৈরীর কারখানার ধোঁয়ার জন্য এখানে বসবাস করতে পারছিনা। সেমাই তৈরীর কারখানায় কাঠের জ্বালানী ব্যবহার করার কারণে সারাক্ষণ ধোঁয়া এবং ছাইয়ের গন্ধে বাচ্ছারা অসুস্থ হয়ে পড়তেছে। এমনকি আমাদের শ্বাসকষ্ট হচ্ছে। স্থানীয়দের অনেকেি জানান পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করেও কোন ফল মিলছেনা। এ ভবন তৈরীতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোন নকশা বা অনুমোদন নেই। তারপরেও কি করে জরাজীর্ণ এ ভবনের উপরের দিকে আবাসিক ৫০ টি পরিবার মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছে?
ভবনের মালিকপক্ষ এ ব্যাপারে কোন কথা বলতে নারাজ। তবে তাদেরই একজন জানান, ঝূঁকিপূর্ণ অন্যসব ভবন ভাঙ্গা হলে আমাদের ভবন ভেঙ্গে নতুন ভবন তৈরী করবো। তারা বলেন, সিডিএ কিংবা সিটি কর্পোরেশনের টাকায় আমরা ভবন তৈরী করিনি। তাদের আমরা জবাব দিতে বাধ্য নই। আমাদের ভবন কেউই ভাঙ্গতে পারবেনা।
ভাড়াটিয়া একজন জানান, ছাদ সংস্করের জন্য বলেছিলাম, কিন্তু তারা বলেন, এভাবে থাক, নচেৎ চলে যাও। ভাড়াটিয়া কল্যাণ সমিতির নেতা আবুল ফজল জানান, চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স. সিটি কর্পোরেশন কি চাচ্ছে সারাদেশের আলোচিত দূর্ঘটনার মতো চট্টগ্রামেও এ ধরণের দূর্ঘটনা ঘটুক?

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম বন্দরে শনিবার অপারেশনাল কার্যক্রম,রোববার প্রশাসনিক কার্যক্রম বন্ধ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ কনটেইনার স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সমস্ত অপারেশনাল কার্যক্রম বন্ধ রেখে সর্বাত্মক ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়েছে। একইভাবে পরদিন রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে। রোববার বিকেল ৫টায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল এবং চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদলের সাবেক সিবিএ’র পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, সারাদেশ নির্বাচনি ডামাডোলের মধ্যে আছে৷ এর ফাঁকে সরকার চট্টগ্রাম বন্দর এবং দেশের সবচেয়ে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। আমরা এ প্রক্রিয়ার বিরুদ্ধে গত দেড় বছর ধরে আন্দোলন করে আসছি। কিন্তু সরকার বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে।আমরা মনে করি এনসিটি বিদেশিদের হাতে দেওয়া চরম আত্মঘাতী একটি সিদ্ধান্ত। এর মাধ্যমে আমাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব চরমভাবে হুমকির সম্মুখীন হবে।

কর্মসূচির বিষয়ে তিনি বলেন, আমরা এনসিটি বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ধর্মঘট আহ্বান করেছি। আগামী শনিবার ৮ ঘণ্টা বন্দরে অপারেশনাল কার্যক্রম এবং রোববার ৮ ঘণ্টা প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এরপরও সরকার এ প্রক্রিয়া অব্যাহত রাখলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বোয়ালখালীতে ডাকাতি কুপিয়ে বৃদ্ধকে আহত দুই জন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালীতে ঘর ডাকাতি করতে গিয়ে এলাকাবাসীর প্রতিরোধে ডাকাতরা পালিয়ে যেতে বাধ্য হন। তবে ডাকাতি করতে না পেরে দুইজনকে কুপিয়ে আহত করেছে তারা।বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ২:৪৭ মিনিটে দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মুছা মেম্বারের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় আব্দুল হাশেম (৬০) ও সিরাজ খাতুন( ৫৪) তারা আহত করেন।

আব্দুল হাশেম বলেন, রাত ২:৪৭ মিনিটের দিকে রাম দা নিয়ে আমার ঘরে ৩/৪ জন ঢুকে আমাদেরকে প্রথমে মারধর করে আহত করেন। পরে আমার স্ত্রী চিৎকার শুনে তারা পালিয়ে যায়। তিনি আরো জানান মই ও পানির পাইপ দিয়ে ছাদ বেয়ে ডাকাত দল ঘরে ঢুকে। যাওয়া সময় ডাকাতরা মইটা ফেরে রেখে যায়। আমার ছেলের বউ আমাদের পুরাতন বাড়িতে সবাইকে ফোন করে বললে তারা তাৎক্ষণিক বাড়িতে আসলে ডাকাতের দল পালিয়ে যায়।

এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ফুটেজ দেখে ডাকাতদের শনাক্ত করা হবে।

আলোচিত খবর

ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অনেক জল্পনা – কল্পনার অবসান ঘটিয়ে প্রায় দুই দশক ধরে ব্যাপক আলোচনার পরে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হল যখন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা- বাণিজ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। এই চুক্তির মধ্যদিয়ে ইউরোপের ২৭টি দেশের সঙ্গে জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম দেশ ভারতের পণ্যের মুক্ত বাণিজ্য চলবে। ভারত এবং ইইউ সম্মিলিতভাবে বিশ্বের ২৫ শতাংশ মোট দেশজ উৎপাদন তাদের দখলে রেখেছে। দু’পক্ষের কাছে আছে দুশো কোটি ক্রেতার এক অতি বৃহৎ বাজার।

ইউরোপীয় পার্লামেন্ট এবং ইইউ-র সদস্য দেশগুলি এই চুক্তিতে মান্যতা দিলে তারপরেই এবছরেরই পরের দিকে চুক্তি সই হতে পারে।এই চুক্তি বাস্তবায়িত হলে বিভিন্ন পণ্য ও পরিষেবায় বিপুল অঙ্কের শুল্ক কম হবে, আবার সামরিক ক্ষেত্রেও ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এন্তোনিয়ো লুই সান্তোস দ্য কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়ন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে এক শীর্ষ বৈঠকে মিলিত হন।ভারতের প্রধানমন্ত্রী বলেন – আজ ভারতের ইতিহাসে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। আজ ২৭ তারিখ আর এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে ভারত এই মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করল।
সংগৃহীত –

আরও পড়ুন

সর্বশেষ