
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এবং চবি মাননীয় উপ-উপাচার্যদ্বয় উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আসাদ এর নেতৃত্বে মতবিনিময় সভায় চবি অফিসার সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের অন্যতম বৃহত্তম বিদ্যাপীট চট্টগ্রাম বিশ^বিদ্যালয়। এ বিশ^বিদ্যালয়ের একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনায় অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” মাননীয় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান সমুন্নত রেখে প্রত্যেকে স্ব স্ব অবস্থানে থেকে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, জবাবদিহীতা ও আন্তরিকতার সাথে কাজ করলে এ বিশ্ববিদ্যালয়ের কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হবে। তিনি বিশ্ব র্যংকিংয়ে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অবস্থান নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান। মতবিনিময় সভায় উপাচার্য প্রশাসনিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে অফিসার সমিতির নেতৃবৃন্দদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের যৌক্তিক দাবী-দাওয়া বিশ^বিদ্যালয়ের সীমিত সম্পদের মধ্যে পূরণের আশ^াস প্রদান করেন। নেতৃবৃন্দরা বিশ^বিদ্যালয় পরিচালনায় মাননীয় উপাচার্যকে সার্বিক সহযোগীতা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।