আজঃ বৃহস্পতিবার ১২ জুন, ২০২৫

মৃত্যুবার্ষিকীতে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম

বাংলা কবি গানের অন্যতম রূপকার রমেশ শীল মাইজভাণ্ডারী গানের কিংবদন্তী সাধক

নিজস্ব প্রতিবেদক

বাংলা কবিগানের অন্যতম রূপকার মাইজভাণ্ডারী গানের কিংবদন্তী সাধক রমেশ শীলের ৫৭তম মহাপ্রয়াণ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম নানা কর্মসূচি পালন করেন। কবির মহাপ্রয়াণ দিবসে তাঁর পূর্ব গোমদণ্ডীস্থ স্মৃতি সৌধের সামনে তাঁর জীবনচরিত আলোচনা, মাইজভাণ্ডারী গানের আসর, পরিবার-পরিজনের সাথে সৌজন্য সাক্ষাৎ, প্রয়াতের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন, পরিবার পরিজনের মাঝে বস্ত্র উপহার প্রদান, দুপুরের খাবারের আয়োজন সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করেন। সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর গতকাল রোববার দুপুরে কবি’র বাড়িতে গিয়ে এসব কর্মসূচি সম্পন্ন করেন।
কবি’র বাড়িতে অনুষ্ঠিত রমেশ শীলের জীবনচরিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন, ১১ বছর বয়সে রমেশ শীল পিতৃহীন হলে তিনি লেখাপড়া ছেড়ে দেন। জীবন সংগ্রামের এক পর্যায়ে যুবক বয়সে তিনি অসম্প্রদায়িক ও মানবিক চেতনায় যুক্ত হন। আন্তর্জাতিক সমস্যা সম্পর্কে কবিয়াল রমেশ শীল সচেতন ছিলেন। তাঁর গানের বাণী ছিল শান্তির পক্ষে। মনজুর আলম আরো বলেন, বাংলা কবি গানের অন্যতম এ রূপকার মাইজভাণ্ডারী গানের কিংবদন্তী সাধক। কবিয়াল রমেশ শীলের মহাপ্রয়ানের কর্মসূচিতে সাবেক মেয়র এম. মনজুর আলমের সুযোগ্য পুত্র সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, আবুল হাশেম মাইজভাণ্ডারী সিরাজ মাইজভাণ্ডারী, কবি’র পরিবারের চিত্তরঞ্জন সরকার, নেপাল কুমার শীল, ড. ননী গোপাল শীল, কাজল শীল, দুলাল শীল, সুলাল শীল, জাপান শীল, গোপাল শীল, মৃণাল শীল ও কল্পতরু সহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত।

রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটায়। বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুল পরিমাণ মুসল্লি এ জামাতে অংশ নেন।

এছাড়াও ঈদের প্রধান জামাতে অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপির নেতারাও।ঈদের নামাজ শেষে রাজশাহী মহানগরবাসীসহ দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের প্রধান জামাত সাড়ে ৭টায়।

চট্টগ্রাম মহানগরের পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা বিভাগ জানিয়েছে, ঈদের দিন প্রথম জামাত শুরু হবে সকাল সাড়ে ৭টায়, আর দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। দ্বিতীয় জামাত পরিচালনা করবেন পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

চসিকের সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ জানান, নগরবাসীর সুবিধার্থে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরের বিভিন্ন এলাকায় আরও ৯টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। প্রতিটি জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল সাড়ে ৭টায়।
জামাতগুলোর স্থান হলো— লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে

মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ, সাগরিকা এলাকার মা আয়েশা সিদ্দিকী (র.) চসিক জামে মসজিদ। এছাড়া নগরের বিভিন্ন এলাকায় স্থানীয় মসজিদ ও ঈদগাহে নিজ উদ্যোগে ঈদের জামাতের আয়োজন করবেন স্থানীয় মুসল্লিরা।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ