এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কর্ণফুলী নদীর কর্ণফুলী ঘাট এলাকা থেকে ১ হাজার ৪০ লিটার ডিজেলভর্তি ১ টি ইঞ্জিনচালিত কাঠের তৈরী নৌকা জব্দ করে সদরঘাট নৌ পুলিশ। গত শনিবার রাতে এসময় দুই জনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক।গ্রেফতারকৃতরা হলো, কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের (৩নং ওয়ার্ড) লাল মিয়া বাড়ীর মো. আব্দুল আজিজের ছেলে মো. আরফাতুল ইসলাম প্রকাশ আরাফাত (২২) ও একই এলাকার কবির চৌধুরী বাড়ীর মৃত সকির আহমদের ছেলে মো. ফয়সাল আহমদ (২৬)।
নৌ পুলিশের ওসি মো. একরামুল হক বলেন, রাতে কর্ণফুলী ঘাটে অভিযান চালিয়ে চোরাই ডিজেলসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজতে থাকা নৌকা থেকে ১ হাজার ৪০ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়।
নৌ পুলিশ সূত্র জানায়, রাত ১০ টার দিকে সদরঘাট নৌ পুলিশের নিয়মিত অভিযানে এসআই সনজীব কান্তি নাথ সঙ্গীয় ফোর্সসহ নদীতে অভিযান চালালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের তৈরি নৌকা জব্দ করেন।পরে তল্লাশি চালালে এতে ২৬ টি কন্টিনে ১ হাজার ৪০ লিটার ডিজেল তৈল পাওয়া যায়। যার প্রতি কন্টিনে ৪০ লিটার করে সংরক্ষিত ছিলো। উদ্ধার ডিজেলের আনুমানিক মূল্য ১ লাখ ১৩ হাজারের অধিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এ সময় দুজনকে গেফতার করা হলেও একজন আসামি কৌশলে পালিয়ে যায় বলে পুলিশ জানায়।













