সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই সমাজের অনেক মানুষ যাদের হৃদয় কড়া
উপরটাতে ফুলের মত মন পাথরে গড়া।
সময়টাকে নষ্ট করি মনটা পাওয়ার আশে
আমি তারে চাই কেবলই পাই না তারে পাশে।

আদর-সোহাগ দিয়ে যতই বুকের মাঝে রাখি
মনটা তারই ওড়ে, যেমন ওড়ে বনের পাখি।
বুকের মাঝে সোহাগ করে যতই রাখি তার
উদাস হয়ে সুজন আমার খুঁজতে থাকে কার।
ভালোবাসা পাওয়ার আশায় ভালোবাসি সই
তবুও যে নিঠুর মনে জায়গা হলো কই।
একটু তারে বোঝাও যেন মনের নাগাল পাই
এই মনেরই বিনিময়ে মন যে তারই চাই।

নিন্দে যতই করুক আমায়, মন ফেরানো দায়
নিঠুর মনে জায়গা পাওয়ার আছি অপেক্ষায়।
যতই দূরে রাখুক জানি ফিরবে তারই মন
পাথর মনে জায়গা দিয়ে করবে আপনজন।








