
চাঁদাবাজির শিকার ভিকটিম (বাদী) মোঃ ইসকান্দর মিয়া (২৫) পেশায় একজন আউটসোর্সিং কর্মী। তিনি তার পেশা ব্যতীত বিভিন্ন অনুষ্ঠানে নাচ পরিবেশন করে থাকেন। গত ১৬ মে রাত আনুমানিক ৭ টার সময় আসামি মোঃ রাকিবুল আলম (২৪) ও আসামি মোঃ রাকিবুর হাসান (১৯) বাদী (ভিকটিম) মোঃ ইসকান্দার আলীকে নাচ পরিবেশনের পারিশ্রমিকের বিষয় নিয়ে কথা বলার জন্য ইপিজেড থানাধীন ২নং মাইলের মাথা ইউনুছ কেরানীর বাড়ির সরোয়ারের নির্মানাধীন বিল্ডিংয়ে ৩য় তলায় যাওয়ার জন্য বলে। বাদী সরল বিশ্বাসে আনুমানিক ৮ সময় ইপিজেড থানাধীন ২ নং মাইলের মাথা ইউনুছ কেরানীর বাড়ির সরোয়ারের নির্মানাধীন বিল্ডিংয়ে ৩য় তলায় যায়। তখন আসামিরা বাদীকে এলোপাথাড়ি কিলঘুষি ও চড়থাপ্পড় মারতে থাকে। মারধরের এক পর্যায়ে ৩ নং আসামী মোঃ সাকিব (২২) বাদীর মোবাইলে কী আছে দেখার কথা বলে তার মোবাইল চাইলে বাদী তাকে তার ব্যবহৃত মোবাইল দিলে আসামিরা বাদীর মোবাইলে খারাপ ছবি আছে বলে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তার নিকট থেকে ৫০হাজার টাকা দাবি করে। বাদী টাকা নাই বলে জানালে তারা ভিকটিমকে আটক করে মারধর করতে থাকে। সর্বশেষ বাদী নিরুপায় হয়ে ১নং আসামি সাকিবের কাছ থেকে বাদীর মোবাইল নিয়ে তার বোনকে তার ব্যবহৃত মোবাইল ফিন্যান্সিয়াল নম্বরে টাকা পাঠানোর জন্য বললে বাদীর বোন ১৫ হাজার টাকা এবং ভিকটিমের বন্ধুকে টাকা পাঠানোর জন্য বললে সেও ২ হাজার টাকা পাঠায়। তখন বাদীর মোবাইলে অ্যাকাউন্টে টাকা আসার বিষয়টি নিশ্চিত হয়ে আসামিরা উক্ত টাকা ভাগবন্টন করে নেয়। ওই সময় আসামি রাকিবুল আলম ছেহাল বাদীর মোবাইলটি নিয়ে আমাকে চলে যেতে বলে। তখন বাদী ইপিজেড থানায় এসে ইপিজেড থানা পুলিশকে ঘটনার বিষয়টি বিস্তারিত জানালে তাৎক্ষণিক ইপিজেড থানা পুলিশ অভিযান পরিচালনা করে আসামি মোঃ রাকিবুল আলম ও মোঃ রাকিবুর হাসানকে গ্রেফতার করে।












