আজঃ শুক্রবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রামে সাগর উত্তাল, প্লাবিত বেড়িবাঁধসংলগ্ন লোকালয় প্লাবিত

নিজস্ব প্রতিবেদক

নগরীর পতেঙ্গা এলাকায় বেড়িবাঁধসংলগ্ন লোকালয় আস্তে আস্তে প্লাবিত হচ্ছে। গতকাল বিকেল ৫টায় এ রিপোর্টলেখাকালে প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তাল সৃষ্ট ঢেউয়ের পানিতে বেড়িবাঁধ উপচে পড়ার উপক্রম হয়েছে। পানি ঢুকে পড়ছে বাড়িঘর, দোকানপাটে।
গতকাল রোববার দুপুর থেকে চট্টগ্রাম নগরীসহ আশপাশের এলাকায় দমকা হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এসময় তীব্র জোয়ারে ফুঁসে উঠে সাগরও। নগরীর পতেঙ্গার আকমল আলী রোডে বেড়িবাঁধসংলগ্ন জেলেপাড়ার অনেকাংশ এতে প্লাবিত হয়। ডুবে যায় অধিকাংশ ঘর। ভাসিয়ে নিয়ে যায় বেশকিছু মাছ ধরার নৌকা।
তবে ঘূর্ণিঝড় রেমালের আঘাতের আশঙ্কায় সকাল থেকেই পাড়ার স্থানীয় বাসিন্দারা ঘরের গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে নিরাপদে চলে যেতে শুরু করেন। জেলেদেরকে তাদের মাছ ধরার নৌকা ও জাল নিয়ে অন্য স্থানে যেতে দেখে যায়। স্থানীয়দের আশঙ্কা, ঘূর্ণিঝড় আঘাত হানলে পানি আরও বেড়ে জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে। এজন্য দুপুরের পর অনেককে বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে দোকানপাট গুটিয়ে চলে যেতে দেখা যায়।
স্থানীয় দোকানি রহমান সিকদার বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের সময় আমার অনেক ক্ষতি হয়েছিল। দোকানের অনেক জিনিসপত্র পানিতে চলে গিয়েছিল। সে ক্ষতি এখনও পোষাতে পারিনি। এবারের ঘূর্ণিঝড় এর থেকেও বেশি শক্তিশালী বলছে সবাই। সাধারণ জোয়ারে এত পানি হয় না। রাতে পানি আরও বাড়তে পারে। তাই সব জিনিসপত্র ওপরে নিয়ে যাচ্ছি।
মৎস্য ব্যবসায়ী মো. আলী বলেন, পানি বাড়ছে। রাতে আরও বাড়তে পারে। ঘূর্ণিঝড় এখনও বাংলাদেশে আঘাত করেনি। আঘাত করলে পানির স্রোত আর বেশি হবে। আড়তের যা ছিল সব ওপরে তুলে নিচ্ছি।
রেডক্রিসেন্টের জোনাল কো-অর্ডিনেটর তৌসিফ রেজওয়ান বিকেল ৫ টায় বলেন, মূল বাঁধের এখনও কোনো ক্ষতি হয়নি। তবে সংলগ্ন বিভিন্ন ঘেরের বাঁধের একাংশ ভেঙ্গে পড়েছে। জেলেপাড়ার ভেতরে পানি ঢুকে গেছে। কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে। জেলেপাড়ার অনেকেই নিরাপদ স্থানে চলে গেছেন। বাকি যারা আছেন, তারাও সন্ধ্যার মধ্যে চলে যাবেন। আমরা গত শনিবার রাত থেকে মাইকিং করছি। আমাদের সদস্যরা এখনও মাইকিং করছে। জিনিসপত্র নিতে সহযোগিতা করছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় ১৯.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৯.৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এটি আজ (২৬ মে) সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিশ্ব বেতার দিবস উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

“বেতার এবং জলবায়ু পরিবর্তন” এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের সালন্দরে অবস্থিত বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্র অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালিটি বের হয়।

র‍্যালিটি ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কসহ আশপাশের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল এর তত্বাবধানে দিবসটি উদযাপনে এছাড়াও নানা কর্মসূচি পালিত হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় আঞ্চলিক পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল বলেন, বেতারকে আরো বেশি জনবান্ধব করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেলক্ষ্যে অনুষ্ঠানের কোয়ানটিটি না বাড়িয়ে অনুষ্ঠানের কোয়ালিটি বাড়ানো হচ্ছে। সাধারণ মানুষের মাঝে সকল তথ্য ছড়িয়ে দিতে এই কেন্দ্র থেকে প্রচার করা হচ্ছে সংবাদ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান গল্প,নাট্য,কৌতুক সহ নানাবিধ অনুষ্ঠান।

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক জহুরুল আলম, উপ বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীর, সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার, সহকারী পরিচালক দেওয়ান আবুল বাশার, উপ আঞ্চলিক প্রকৌশলী (রুটিন দায়িত্বে) মো: রিফাত হাসান, উপ আঞ্চলিক প্রকৌশলী শারমিন সুলতানা। এছাড়াও কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীবৃন্দ।

ফ্রিল্যান্সিং বিষয়ে দীর্ঘ ৬ মাসব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রাম বিভাগে সম্পূর্ণ সরকারি খরচে ফ্রিল্যান্সিং বিষয়ে দীর্ঘ ৬ মাসব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠান আজ (১৩ ফেব্রুয়ারি, ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব ফরিদা খানমের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হক।
সনদ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, চট্টগ্রাম এর সহকারী কমিশনারবৃন্দ, আইসিটি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণ গ্রহণকারী সফল শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সহায়তায় লজিক্যাল ট্রায়াঙ্গেল লিমিটেড এবং এনআরবি জবস লিমিটেড (জেভি) এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিংসহ অন্যান্য আইটি সেবা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। অনেক প্রশিক্ষণার্থী ইতোমধ্যে আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ শুরু করে আয় করতে সক্ষম হয়েছে।
এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে ৫০০ জন নতুন ফ্রিল্যান্সার তৈরি হয়েছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ