আজঃ শনিবার ১৫ মার্চ, ২০২৫

ওসমানীনগরে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহবায়ক কমিটি গঠন

আতাউর রহমান কাউছার প্রতিনিধি ওসমানী নগর সিলেট:

সিলেট:

বন্ধুত্ব করি দেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে ওসমানীনগরে বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার “ফ্রেন্ডস ফোরাম” এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
দৈনিক যায়যায়দিন পত্রিকাকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে ওসমানীনগরে ফ্রেন্ডস ফোরামের যাত্রা শুরু করা হয়েছে৷
০১ জুন (শনিবার) সকালে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক যায়যায়দিনের পাঠক,শুভাকাঙ্ক্ষী ও সংস্কৃতিসেবীদের নিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটিতে গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক দিলীপ কুমার চক্রবর্ত্তীকে আহবায়ক, এবং মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: বশির মিয়াকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটিতে আরো রয়েছেন যুগ্ম আহবায়ক ডা: মুকুন্দ লাল নাথ, কওছর আহমদ, আনার মিয়া।

যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার,মো: সাকলাইন মোস্তাক।

কমিটির সদস্যরা হলেন- সুলেমান মিয়া, লিমন দাস, সালমান শাহ,রুহেল খান,সাধন সরকার,মো: শামীম আহমদ খান,শাহজাহান গাজী, আতহার আলী, রবিউল ইসলাম মাছুম, মাসুক মিয়া, আব্দুল আজিজ,মো: শাহজাহান,হাবিবুর রহমান,রুহুল আমীন।

এদিকে দৈনিক যায়যায়দিন পত্রিকার “ফ্রেন্ডস ফোরাম” এর ওসমানীনগরের আহবায়ক কমিটি গঠনকালে উপস্থিত কমিটির নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, ওসমানীনগরে দৈনিক যায়যায়দিন পত্রিকা যেভাবে পাঠকের কাছে একটি জনপ্রিয় পত্রিকা ছিল। আমরা চাই ফ্রেন্ডস ফোরামের মাধ্যমে দৈনিক যায়যায়দিন পত্রিকা পূর্বের ন্যায় ওসমানীনগরে আবারও প্রান ফিরে আসবে। এই পত্রিকাটি জনগণের কথা বলবে এবং অন্যায়ের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

সুনামগঞ্জে মাদ্রাসায় পড়ুয়া শিশু কন্যাকে শ্রেণিকক্ষে ধর্ষণ চেষ্টা,অভিযুক্ত গ্রেফতার।

মাদ্রাসায় পড়ুয়া নয় বছর বয়ষী এক শিশু কন্যাকে শ্রেণিকক্ষে ধর্ষণ চেষ্টা করার অভিযোগ উঠেছে।
শনিবার ভোররাতে এ ঘটনায় অভিযুক্ত সাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।সাবুল সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের ছমরু মিয়ার ছেলে।

শনিবার সকালে সুনামগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন।শনিবার ছাতকের ভিকটিম শিশু কন্যার পারিবারীক সুত্র জানায়, শুক্রবার সকাল আটটার দিকে গ্রামের স্থানীয় মাদ্রাসায় পড়তে যায় ৯ বছর বয়সী শিশু কন্যা।

উপজেলার জহিরপুর গ্রামের বখাটে সাবুল ফাঁকা মাদ্রাসায় দ্বিতীয় তলার শ্রেণিকক্ষে জোর পূর্বক ওই শিশু কন্যাকে ধরে নিয়ে গিয়ে শ্রেণিকক্ষেই ধর্ষণ চেষ্টা চালায়।
চিৎকার করে কৌশলে শ্রেণিকক্ষ থেকে দৌড়ে পালিয়ে এসে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায় ওই শিশুকন্যা।
এরপর পরিবারের সদস্যরা মাদ্রাসা কতৃপক্ষ, শিক্ষকদের, গ্রামবাসীকে ঘটনাটি জানানোর পর তারাবির নামাজের পর ওই ঘটনায় গ্রামে সালিস বৈঠক ডাকা হয়।

তারাবির নামাজের পর রাত সাড়ে ৯টা থেকে দশটার ভেতর সালিসে কয়েক শতাধিক লোকজন উপস্থিত হন।
ঘটনা শুনে সালিসে উপস্থিত থাকা লোকজন উক্তেজিত হয়ে অভিযুক্ত’র গ্রামের বাড়িতে গিয়ে বসতবাড়িতে ভাংচুর চালায়।

এদিকে ছাতক থানার জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার জহিরপুর এলাকা থেকে শনিবার ভোররাতে অভিযুক্ত সাবুল মিয়াকে গ্রেফতার করেন।
শনিবার সকালে ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, গ্রেফতার সাবুলকে ছাতক থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

নাসিবের সংস্কার কমিটি গঠন, আহবায়ক মির্জা মাসুদ

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর সংস্কার কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি মির্জা মাসুদুর রহমানকে আহবায়ক করে ৭ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ৬ মার্চ নতুন কমিটির অনুমোদনপত্রে  স্বাক্ষর করেছেন নাসিবের নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রিফাত খান। নাসিবকে পুনর্গঠনের অংশ হিসাবে এ সংস্কার কমিটি গঠন করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কমিটির কার্যকাল নির্ধারণ করা হয়েছে। 

সাত সদস্যের সংস্কার কমিটির অন্য সদস্যরা হলেন, কে এম জহির ফারুক, মো. জাহাঙ্গীর হোসেন খান, মো. রুস্তম আলী, এএসএম আবদুল গাফ্ফার মিয়াজী, খলিলুজ জামান এবং কে এম তৌহিদুল ইসলাম বাবু।

নতুন কমিটি দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পখাতের উন্নয়নে ভূমিকা রাখবে এবং এ শিল্পের উন্নয়নে নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ