
সুখ-দুঃখ”
এইতো ছিলাম বেশ!
সারাটি বেলা হাসিতে, আনন্দে,
ছিল না কোনো ক্লেশ।

হঠাৎ দরজায় কড়া নাড়ে কে?
দুঃখ সাগরের মাঝি?
আমি আসবোই তোমাতে নানান রূপে,
যদিও না হও তুমি রাজি।
আমি না আসলে কেমনে বুঝবে সুখের মর্যাদা?
বিষাক্ত এ-জীবন তোমার যদি সুখ থাকে সর্বদা!
দুঃখ না আসলে কেমনে বুঝবে কান্নার সেই সুখ?
নিদারুণ কষ্টে খুঁজবে তোমার চিরচেনা সেই মুখ।
প্রত্যহ এই সুখে থাকা কি মানব জীবনে সহে?
তাইতো সুখ-দুঃখ এক সাগরে যুগপৎ হয়ে বহে!

লেখক:
মো: ইয়াসির আরাফাত
শিক্ষার্থী
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।