
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য কে সামনে রেখে ২০ জুন বৃহস্পতিবার সকালে রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/ ২০২৪-২৫ মৌসুমে আমন ধানের উফশি জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ কৃষি অফিস চত্বরে এর শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, কৃষি অফিসার শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শারমিন আক্তার, উপজেলা জাপা সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম সহ কৃষি অফিসের সকল উপসহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার শহিদুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, এই কর্মসূচির আওতায় উপজেলায়২ হাজার ১ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রত্যেকে ৫কেজি উফশি আউশ ধানের বীজ এবং১০কেজি ডিএপি ও ১০কেজিএমওপি স্যার বিতরণ করা হবে।অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।