
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক কৃষক সমাবেশে দশজন কৃষক কে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপপরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবির বলেন কৃষি সম্প্রসারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করছেন। কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সরকার তথা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করছেন। সম্মানিত কৃষকদের কৃষি উৎপাদনে সহায়তা দিতে প্রস্তুত। তিনি কৃষকদের বেশি ফসল উৎপাদন করে লাভবান হতে ধান, সবজি এবং তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করতে আহ্বান জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক শস্য আলী আজম শরীফ, অতিরিক্ত উপ-পরিচালক পরিচালক মোঃ শাহাবুদ্দিন, দৌলত খান কৃষি কর্মকর্তা হুমায়রা ছিদ্দিকা, তজুমদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম অনিক বিএডিসির বীজ কর্মকর্তা, বোরহান উদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা এবং ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অবদান রাখায় দশজন কৃষক কে পুরস্কার বিতরণ করা হয়েছে। উল্লেখ্য ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি উৎপাদন বৃদ্ধি করতে সরকার কর্তৃক এই পুরস্কার প্রদান করছেন।এবার তৈল জাতীয় ও সবজি ও ধান চাষ সফলতা অর্জন করায় কৃষকদের পুরস্কারের মাধ্যমে উৎসাহিত করে যাচ্ছে। এছাড়াও সরকার কৃষকদের নানান ধরনের সরঞ্জামসহ বীজ দিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করে যাচ্ছে।