আজঃ সোমবার ২৩ জুন, ২০২৫

বোয়ালখালীতে আন্তঃস্কুল গোল্ডকাপ টুর্নামেন্টে চরণদ্বীপ ইউসি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

চট্টগ্রামেের বোয়ালখালী ” আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে” চরণদ্বীপ ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (৩০) বিকেলে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চরণদ্বীপ ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলার গৌরব অর্জন করেছে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আরিফুল ইসলাম। সহকারী রেফারি ছিলেন আফিফ হান্নান ও গিয়াস উদ্দিন। খেলার ধারা বর্ণনা করে এসএম জসিম উদ্দিন। এ টুর্নামেন্ট গত ২৭ জুন শুরু হয়। এতে ৮টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহেদুল হক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মীর নওশাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আকবর, কামরুল হাসান, অতিরিক্ত সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন রশীদ বাবলু, নির্বাহী সদস্য ফজলুল কবির, শিক্ষক বিশ্বজিত চৌধুরী, মো.ইলিয়াস প্রমুখ ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশন আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ জুন) বিকেলে গোগর পটুয়াপাড়া কাশিবাড়ি ফুটবল মাঠে ১৬ টি দলের অংশগ্রহণে আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন’র একক অর্থায়নে ও পৃাষ্ঠপোষকতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। আনিসুজ্জামান রুলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী, হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের পরিচালক ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন, টিএইচ আব্দুস সামাদ চৌধুরী, বিএনপি সভাপতি আতাউর রহমান, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন বলেন, এলাকার তরুণ সমাজকে নানা রকম অসঙ্গতিপূর্ণ কার্যকলাপ থেকে দূরে রাখতে একমাস যাবত এ খেলার আয়োজন করি। এবং সফলভাবে শেষ করতে পেরে আপনাদের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করছি। শুধু খেলাধুলা নয় নানা রকম উন্নয়নমূলক কাজ করার পাশাপাশি আমি পীরগঞ্জ-রাণীশংকৈল -বাসী আপনাদের পাশে থাকতে চাই।

এ সময় তিনি আরও বলেন, হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশন একটা অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য সমাজসেবা। এ প্রতিষ্ঠান প্রথম থেকেই বিভিন্ন ভাবে কাজ করে আসছে। এবং আগামীতেই বিভিন্ন কাজ করে অত্র এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে আপনাদের পাশে থাকবে বলে জানান তিনি।

খেলায় নিদিষ্ট সময়ে গোল না হওয়ায় মাহিদ ফুটবল একাডেমি পীরগঞ্জকে ট্রাইবেকারে হারিয়ে এস এস স্পোর্টিং ৪ নং লেহেম্বা চাম্পিয়ন হয়।পরে অতিথিবৃন্দ জয়ী দলের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বসাক এবং খেলা ধারাভাষ্যকার হারুন অর রশিদ ও খেলা পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান বিপলু,জয়নুল আবেদিন প্রমুখ।

বোয়ালখালীতে প্রীতি ফুটবল ম্যাচে উত্তর সারোয়াতলী জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন।

চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে উত্তর সারোয়াতলী সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর সারোয়াতলীতে অবস্থিত বোয়ালখালী স্পোর্টস জোনে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক বাবর মুনাফ।

বিশেষ অতিথি ছিলেন মো. কামাল উদ্দিন, প্রবাসী মো. হাসান মুরাদ। খেলায় ১-০ গোলে উত্তর সারোয়াতলী সিনিয়র একাদশ কে হারিয়ে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা বিজয়ী ও বিজিতদের কাপ ও মেডেল পরিয়ে দেন প্রধান অতিথি।

সিনিয়র একাদশের খেলোয়াড়রা হলেন- আলাউদ্দিন, নিহাদ, আসিফ, ইফতি, রাজু, মুরাদ, সাব্বির ও আবদুল্লাহ।
জুনিয়র একাদশের খেলোয়াড়রা হলেন- জিহাদ, রাকিব, নাফিজ, সিদ্দিক, জিসান, বাবু, আলম ও মিনহাজ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ