আজঃ বুধবার ১২ মার্চ, ২০২৫

সুনামগঞ্জ:

তাহিরপুরে বাগলি চুনাপাথর আমদানিকারক গ্রুপের নতুন পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত 

মুরাদ মিয়া,তাহিরপুর সুনামগঞ্জ:

তাহিরপুর:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলী চুনাপাথর আমদানিকারক গ্রুপের নব নিযুক্ত পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত নয়টায় বাগলী বাজারস্থ আমদানি কারক  গ্রুপের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য বিগত ০২/০৬/২০২৪ ইং তারিখে বাগলি চুনাপাথর আমদানি কারক গ্রুপের ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটির অনুমোদন দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার। 

গ্রুপের সভাপতি শাহজাহান খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সকল আমদানি কারক ও লেবার সর্দারগন অংশগ্রহণ করেন। 

এ সময় আমদানি কারকদের সমসাময়িক সমস্যাগুলো তুলে ধরে বক্তব্য রাখেন গ্রুপের সহ-সভাপতি এবং ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মকবুল হোসেন, অর্থ সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহিদুল হায়দার লিটন, বিশিষ্ট ব্যবসায়ী নুরজামাল, হক ট্রেডিংয়ের প্রতিনিধি এরশাদ আলী, লেবার সর্দার সমিতির সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক রুকন উদ্দিন প্রমুখ।

আলোচনা সভায় শুল্ক স্টেশনের রাস্তা মেরামত এবং চুনাপাথর  পরিবহনের সময় নির্ধারনের উপর গুরুত্বারোপ করেন ব্যবসায়ীগন।  সভায় সর্বসম্মতিক্রমে ভোর ৫টা থেকে চুনাপাথর পরিবহন শুরু করে বিকাল ৫টা পর্যন্ত চলমান রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।

বাগলী চুনাপাথর আমদানি কারক গ্রুপের সভাপতি শাহজাহান খন্দকার জানান, আমাদের শুল্ক ষ্টেশনের সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে আমরা সকল ব্যবসায়ী এবং লেবার সর্দারদেরকে নিয়ে একটি জরুরি সভা আহ্বান করেছিলাম। সভায় সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে  কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত গুলো ব্যবসায়ীদের স্বার্থেই নেওয়া হয়েছে। আমরা কার্যকরি কমিটির সদস্যরা বাগলী আমদানি কারক গ্রুপের সকল ব্যবসায়ীদের স্বার্থে ভারতীয় রপ্তানি কারকদের সাথে শীঘ্রই আলোচনায় বসার সিদ্ধান্ত  নিয়েছি। কারন অনেক রপ্তানি কারক আছেন যারা একমাসের মধ্যে মাল ডেলিভারি দেবার কথা বলে বাংলাদেশের ব্যবসায়ীদের কাছ থেকে এলসি নিয়ে মাল দিতে ছয় মাস/এক বছর অতিক্রম করে ফেলে। যার দরুন মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় আমাদের আমদানি কারকরা।এই আলোচনার মাধ্যমে আমদানি কারকদের চুনাপাথর আমদানি সংক্রান্ত সকল জটিলতার নিরসন হবে বলে আশা প্রকাশ করছি।  সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে কোনো সমস্যাই সমস্যা না। অনেক কঠিন কাজ সহজে করা সম্ভব।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যমুনা অয়েল লেবার ইউনিয়নের নির্বাচন সম্পন্ন আবুল-এয়াকুব পরিষদের নিরঙ্কুশ জয়

: জ্বালানি তেল বিপণনের রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড লেবার ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে আবুল হোসেন-মুহাম্মদ এয়াকুব পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে পুনরায় জয়লাভ করেন আবুল হোসেন। তিনি ভোট পান ২৩০টি। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরাফত দৌল্লাহ পান মাত্র ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ এয়াকুব পান ২৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরশেদ হোসেন পান মাত্র ৫ ভোট। শুধুমাত্র দুটি পদে প্রার্থী দিতে সক্ষম হয় প্রতিদ্বন্দ্বী পরিষদ। সেই দুটি পদেও হেরে যায় তারা।

এর আগে ১৯টি পদের মধ্যে আবুল হোসেন-মুহাম্মদ এয়াকুব পরিষদের ১৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। তারা হলেন— কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি দেলোয়ার হোসেন বিশ্বাস, জামশেদ হোসেন ও খোরশেদ আলম, সহ সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মান্নান, কোষাধ্যক্ষ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক আবুল কাশেম, সহ দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল জব্বার, আইন ও দরকষাকষি সম্পাদক আবদুল আজিজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক সুজন মাহমুদ, কার্যকরী সদস্য জসিম উদ্দিন ও মো. ফোরকান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম’র কমিটি গঠন: সভাপতি তাপস, সাধারণ সম্পাদক এরশাদ

চট্টগ্রাম দক্ষিণ জেলায় এবং বিভিন্ন উপজেলায় কর্মরত টিভি সাংবাদিকদের জীবন মানোন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত হয়েছে “চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম” নামে একটি সংগঠন। বান্দরবান সদরের মিলনছড়ি হিলসাইড রিসোর্টের হল রুমে এক আলোচনা সভা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয় টিভি চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার, পটিয়ার কৃতি সন্তান তাপস দে আকাশ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে গ্লোবাল টিভি লোহাগাড়া প্রতিনিধি এরশাদ আলম।

এছাড়াও সহ-সভাপতি চ্যানেল এস চন্দনাইশ প্রতিনিধি তৌরাফ আলী,সাংগঠনিক সম্পাদক বিজয় টিভি লোহাগাড়া প্রতিনিধি মুক্তার হোসেন ,অর্থ সম্পাদক এশিয়ান টিভি দক্ষিণ জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক বিজয় টিভি চন্দনাইশ প্রতিনিধি জাবের বিন রহমান আরজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রনি কান্তি দেব পটিয়া, সদস্য দিদারুল ইসলাম বাঁশখালী, সুজন কর্ণফুলী, জুয়েল বোয়ালখালী।

এসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং ন্যায়ের পক্ষে অবিচল থাকাসহ সাংবাদিকদের অধিকার আদায়, দেশ ও জণগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। নির্বাচন পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক, দক্ষিণ আফ্রিকা প্রবাসী মুহাম্মদ সেলিম উদ্দিন, জসিম উদ্দিন ও আবুল কালাম।

উল্লেখ্য: এর আগে গত ৩ জানুয়ারী ২৫ ইং চট্টগ্রাম
দক্ষিণ জেলা টিভি সাংবাদিক ফোরাম’ গঠনের লক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। তারই ধারাবাহিকতায় গতকাল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ