আজঃ শুক্রবার ৭ ফেব্রুয়ারি, ২০২৫

নওগাঁ:

আত্রাইয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মরতদের মানব বন্ধন অনুষ্ঠিত

ফিরোজ আহমেদ প্রতিনিধি আত্রাই নওগাঁ।

আত্রাই:

নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। আজ সকাল থেকে সমিতির খোলাপাড়ায় অবস্থিত কার্যালয়ে মূল ফটকের সামনে বিআরইবি-পিবিএস একীভূতকরণ, অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন এবং অনিয়মিতদের চাকুরী নিয়মিতকরণের দাবি জানিয়ে এ মানববন্ধন করা হয়। কর্মসূচি থেকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) বিরুদ্ধে পল্লী বিদ্যুত সমিতি গুলোকে (পিবিএস) শোষণ, নির্যাতন, নিপীড়ন করার অভিযোগ করা হয়। একইসাথে মাঠের অভিজ্ঞতা ছাড়া অদক্ষতা ও স্বেচ্ছাচারিতা করে নীতিমালা প্রণয়নের মাধ্যমে নিম্মমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও ভঙ্গুর বিতরণব্যবস্থা থেকে পরিত্রাণ চাওয়া হয়। সেইসাথে পল্লী বিদ্যুত সমিতির গ্রাহকদের শতভাগ বিদ্যুতের সুফল না পাবার দায়ভার মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

কর্মসূচিকে আত্রাই পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম আব্দুল আলীম, এজিএম এম.তাহসিন ইলিয়াসসহ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাজশাহীতে হাতবোমা ফাটিয়ে টেন্ডার ছিনতাই

রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন হাট-বাজারের টেন্ডার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং টেন্ডার বক্স লুট করে নিয়ে যায় এক পক্ষ।

ঘটনাটি ঘটে নওদাপাড়া এলাকায় অবস্থিত পবা উপজেলা পরিষদ চত্বরে। সংঘর্ষের সময় ছুরিকাঘাতে একজন আহত হন, যিনি পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আহত ব্যক্তি শাকিলুর রহমান রন (৪২), যিনি চন্দ্রিমা থানার।

এদিকে, পবা উপজেলার ১২টি হাটের টেন্ডার জমা দেয়ার সময় দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষের পর টেন্ডার বাক্সটি লুট করা হয় এবং ভেতরের দরপত্র নিয়ে যায় হামলাকারীরা। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে টেন্ডার বাক্সটির এক পাশ খোলা ছিল এবং ভেতরে কোনও দরপত্র ছিল না। সেখানে একাধিক হাতবোমার বিস্ফোরণের চিহ্নও পাওয়া গেছে।

শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত চলছে।এই ঘটনায় এলাকার মানুষে মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং প্রশাসন বিষয়টির তদন্তে তৎপর রয়েছে।

রাবিতে পবিত্র কোরআন পুরানোর ঘটনায় গ্রেপ্তার- ১ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোরআন পোড়ানোর অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তাকে আটক করেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ময়মনসিংহের ভালুকায় পুলিশের সাইবার ক্রাইমের এক অভিযানে তাকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।পুলিশের এই কর্মকর্তা দাবি করেন, আসামি নিজে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।

উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, আটক ছেলেটি আমাদের প্রধান সন্দেহভাজন ছিল। তার বিষয়ে আমরা তথ্য পেয়ে পুলিশকে জানাই। সে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় থাকায় তাকে ট্রেস করতে আমাদের কিছুটা সময় লেগেছে এবং শেষ পর্যন্ত তাকে পুলিশি কাস্টডিতে নেওয়া হয়েছে।

জানা গেছে, গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের হলে ও মসজিদে কোরআন শরিফ পুড়িয়ে রেখে যায় দুর্বৃত্তরা। ওই দিন একটি হলের দেয়ালে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লোগো পদ্মফুলের ছবিও এঁকে রেখে যায় কে বা কারা। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরদিন শহিদ মিনার মুক্তমঞ্চে কোরআন তেলাওয়াত করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

ঘটনার দিন শৃঙ্খলা উপ-কমিটির সঙ্গে এক জরুরি সভায় ঘটনা সম্পর্কে আলোচনা করেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। এরপর ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন ও ৭ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ