আজঃ সোমবার ২৩ জুন, ২০২৫

বহিবিশ্ব স্পোর্টস:

কোপা : ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনার সামনে কানাডা

বহিবিশ্ব স্পোর্টস নিউজ ডেস্ক:

খেলার খবর:

টাইব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে কানাডা। শনিবার ( ৬ জুলাই) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দল দুটি। আগের ম্যাচের মতো এই ম্যাচও গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। আর তাতে শেষ হাসি হাসল কানাডা। একেই সঙ্গে প্রথমবার কোপা আমেরিকায় খেলতে এসে ইতিহাস গড়ল ২০২৬ সালের বিশ্বকাপের সহ আয়োজক দেশটি। আগামী ৯ জুলাই সেমিফাইনালে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

টেক্সাসে ম্যাচের শুরু থেকে আক্রমণ ও প্রতি আক্রমণে শুরু করে দুদল। তবে ১৩ মিনিটে এগিয়ে যায় কানাডা। ডান প্রান্ত থেকে দারুণ এক আক্রমণে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গোল করে দলকে এগিয়ে দেন জ্যাকব শাফেলবার্গ। কিন্তু তাদের এই এগিয়ে থাকা ম্যাচের শেষ পর্যন্ত ছিল না। ৬৪ মিনিটে সমতায় ফিরে ভেনেজুয়েলা।

শুরুতে গোল খেলেও খেই হারিয়ে ফেলেনি দলটি। তবে ম্যাচে ফেরার চেষ্টা করে। গোল খাওয়ার পরের কয়েক মিনিটে কয়েকটি সুযোগও তৈরি করে ভেনেজুয়েলা, কিন্তু ব্যর্থ হয়। ভেনেজুয়েলার আক্রমণের সময় প্রতি আক্রমণের চেষ্টা করে কানাডা। তবে গোল পায়নি তারাও।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দেখা যায় একই ছবি। দুটো দলই আক্রমণাত্মক খেলতে থাকে। অবশেষে ৬৮ মিনিটে গোল করে সমতা ফেরানোর পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ গোলে জিতে যায় কানাডা। সঙ্গে প্রথমবার খেলতে এসে দেশটির হয়ে ইতিহাস গড়ে দলটি। এর আগে ২০০১ সালে এই রেকর্ড গড়ে হন্ডুরাস।

২০২৬ সালের বিশ্বকাপের সহ আয়োজক কানাডা। ফলে তারা এবার কোপা খেলতে নামে। গ্রুপপর্বে তারা খেলে আর্জেন্টিনার বিরুদ্ধে। যদিও ২-০ গোলে মেসিদের কাছে হেরে যায় কানাডা। এরপর আগামী ৯ জুলাই ফাইনালে উঠার লড়াইয়ে আবার মুখোমুখি হবে দল দুটি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশন আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ জুন) বিকেলে গোগর পটুয়াপাড়া কাশিবাড়ি ফুটবল মাঠে ১৬ টি দলের অংশগ্রহণে আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন’র একক অর্থায়নে ও পৃাষ্ঠপোষকতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। আনিসুজ্জামান রুলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী, হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশনের পরিচালক ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন, টিএইচ আব্দুস সামাদ চৌধুরী, বিএনপি সভাপতি আতাউর রহমান, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যারিস্টার রুকুনুজ্জামান রোকন বলেন, এলাকার তরুণ সমাজকে নানা রকম অসঙ্গতিপূর্ণ কার্যকলাপ থেকে দূরে রাখতে একমাস যাবত এ খেলার আয়োজন করি। এবং সফলভাবে শেষ করতে পেরে আপনাদের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করছি। শুধু খেলাধুলা নয় নানা রকম উন্নয়নমূলক কাজ করার পাশাপাশি আমি পীরগঞ্জ-রাণীশংকৈল -বাসী আপনাদের পাশে থাকতে চাই।

এ সময় তিনি আরও বলেন, হাজী আব্দুল মজিদ ফাউন্ডেশন একটা অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য সমাজসেবা। এ প্রতিষ্ঠান প্রথম থেকেই বিভিন্ন ভাবে কাজ করে আসছে। এবং আগামীতেই বিভিন্ন কাজ করে অত্র এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে আপনাদের পাশে থাকবে বলে জানান তিনি।

খেলায় নিদিষ্ট সময়ে গোল না হওয়ায় মাহিদ ফুটবল একাডেমি পীরগঞ্জকে ট্রাইবেকারে হারিয়ে এস এস স্পোর্টিং ৪ নং লেহেম্বা চাম্পিয়ন হয়।পরে অতিথিবৃন্দ জয়ী দলের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বসাক এবং খেলা ধারাভাষ্যকার হারুন অর রশিদ ও খেলা পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান বিপলু,জয়নুল আবেদিন প্রমুখ।

বোয়ালখালীতে প্রীতি ফুটবল ম্যাচে উত্তর সারোয়াতলী জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন।

চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে উত্তর সারোয়াতলী সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর সারোয়াতলীতে অবস্থিত বোয়ালখালী স্পোর্টস জোনে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক বাবর মুনাফ।

বিশেষ অতিথি ছিলেন মো. কামাল উদ্দিন, প্রবাসী মো. হাসান মুরাদ। খেলায় ১-০ গোলে উত্তর সারোয়াতলী সিনিয়র একাদশ কে হারিয়ে জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা বিজয়ী ও বিজিতদের কাপ ও মেডেল পরিয়ে দেন প্রধান অতিথি।

সিনিয়র একাদশের খেলোয়াড়রা হলেন- আলাউদ্দিন, নিহাদ, আসিফ, ইফতি, রাজু, মুরাদ, সাব্বির ও আবদুল্লাহ।
জুনিয়র একাদশের খেলোয়াড়রা হলেন- জিহাদ, রাকিব, নাফিজ, সিদ্দিক, জিসান, বাবু, আলম ও মিনহাজ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ