আজঃ বুধবার ১২ মার্চ, ২০২৫

বহিবিশ্ব স্পোর্টস:

কোপা : ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনার সামনে কানাডা

বহিবিশ্ব স্পোর্টস নিউজ ডেস্ক:

খেলার খবর:

টাইব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে কানাডা। শনিবার ( ৬ জুলাই) কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দল দুটি। আগের ম্যাচের মতো এই ম্যাচও গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। আর তাতে শেষ হাসি হাসল কানাডা। একেই সঙ্গে প্রথমবার কোপা আমেরিকায় খেলতে এসে ইতিহাস গড়ল ২০২৬ সালের বিশ্বকাপের সহ আয়োজক দেশটি। আগামী ৯ জুলাই সেমিফাইনালে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

টেক্সাসে ম্যাচের শুরু থেকে আক্রমণ ও প্রতি আক্রমণে শুরু করে দুদল। তবে ১৩ মিনিটে এগিয়ে যায় কানাডা। ডান প্রান্ত থেকে দারুণ এক আক্রমণে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে গোল করে দলকে এগিয়ে দেন জ্যাকব শাফেলবার্গ। কিন্তু তাদের এই এগিয়ে থাকা ম্যাচের শেষ পর্যন্ত ছিল না। ৬৪ মিনিটে সমতায় ফিরে ভেনেজুয়েলা।

শুরুতে গোল খেলেও খেই হারিয়ে ফেলেনি দলটি। তবে ম্যাচে ফেরার চেষ্টা করে। গোল খাওয়ার পরের কয়েক মিনিটে কয়েকটি সুযোগও তৈরি করে ভেনেজুয়েলা, কিন্তু ব্যর্থ হয়। ভেনেজুয়েলার আক্রমণের সময় প্রতি আক্রমণের চেষ্টা করে কানাডা। তবে গোল পায়নি তারাও।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দেখা যায় একই ছবি। দুটো দলই আক্রমণাত্মক খেলতে থাকে। অবশেষে ৬৮ মিনিটে গোল করে সমতা ফেরানোর পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ গোলে জিতে যায় কানাডা। সঙ্গে প্রথমবার খেলতে এসে দেশটির হয়ে ইতিহাস গড়ে দলটি। এর আগে ২০০১ সালে এই রেকর্ড গড়ে হন্ডুরাস।

২০২৬ সালের বিশ্বকাপের সহ আয়োজক কানাডা। ফলে তারা এবার কোপা খেলতে নামে। গ্রুপপর্বে তারা খেলে আর্জেন্টিনার বিরুদ্ধে। যদিও ২-০ গোলে মেসিদের কাছে হেরে যায় কানাডা। এরপর আগামী ৯ জুলাই ফাইনালে উঠার লড়াইয়ে আবার মুখোমুখি হবে দল দুটি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি আন্ত ক্রিকেট টি 10 টুর্নামেন্ট সম্পন্ন


চট্টগ্রামের সাগরিকায় চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি আয়োজিত আন্ত ক্রিকেট টি 10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জাহিদুল করিম কচি।বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী আনোয়ার হোসেন মিজান ও আবু ইউসুফ শামীম।

আরও উপস্থিত ছিলেন, ফেরদৌস আলম, শহিদুল ইসলাম সমু, জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেন, ইমতিয়াজ আলম, স্পোর্টস একাডেমীর পরিচালক মমিন খন্দকার, সাইদুর রহমান, সাদ্দাম হোসেন, আলী হায়দার ছোটন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্পোর্টস একাডেমীর চেয়ারম্যান তানভীর আহমেদ।

রাণীশংকৈলে দি-সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রিড়ার পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল দি-সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শনিবার বিকেল ৪টায় বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের প্রধান মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন   ব্রাহ্মণ বাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন ।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, বিশেষ অতিথি বিএনপির সভাপতি আতাউর রহমান, সাবেক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল ডিগ্রি কলেজ বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক, অভিভাবক রফিকুল ইসলামসহ আরো অনেকে। পুরস্কার বিতরণ ও আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ