আজঃ বুধবার ১২ মার্চ, ২০২৫

চেরাগি মোরে মানববন্ধনে বক্তারা

সাংস্কৃতিক প্রতিষ্ঠান সরগম একাডেমিতে হামলা ও লুটপাটকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

প্রেস রিলিজ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান নগরের আকবরশাহ থানাধীন ইস্পাহানি গোলপাহাড়ের সরগম একাডেমিতে দুষ্কৃতকারী, সন্ত্রাসী ও ভূমিদস্যু এ কে এম সরোয়ার হোসেন স্বপনের নেতৃত্বে হামলা, ভাংচুর, লুটপাট ও অবৈধ দখলের অপচেষ্টার প্রতিবাদে এবং জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ ৮ জুলাই সোমবার বিকেলে নগরের চেরাগি চত্বরে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের সর্বস্হরের সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের আয়োজনে যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার, বিশিষ্ট লেখক ও বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সরগম একাডেমি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান হওয়ার পরও ভূমিদস্যু ও সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে এক ঘৃণ্যতম ও জঘন্য অপরাধ করেছে। তারা বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করতে চায়। হাজার বছরের ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতি ধ্বংস করতে দেওয়া যাবে না মুক্তিযুদ্ধের চেতনায় লালিত অসাম্প্রদায়িক বাংলাদেশে। তারা আরও বলেন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ধ্বংস করে স্বাধীনতা বিরোধী প্রেতাত্মারা বাঙালি চেতনায় আঘাত করে আবারও তারা পাকিস্তানী ভাবধারা প্রতিষ্ঠা করতে চায়। তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সরগম একাডেমি ভাঙচুর করে এবং অবৈধ দখল করে সাংস্কৃতিক কর্মকান্ড স্তব্ধ করতে দেয়া যাবে না।
বক্তারা অবিলম্বে সরগম একাডেমিতে ভাঙচুর, লুটপাট ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এসময় শুরুতে বক্তব্য রাখেন দেশের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগীত বিশারদ ও সরগম একাডেমির প্রতিষ্ঠাতা ওস্তাদ স্বপন কুমার দাশ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো কামাল উদ্দিন, মুক্তিযুদ্ধ গবেষক জামশেদ উদ্দিন, সরগম একাডেমির সভাপতি কিরণ শর্মা, সংগীত শিল্পী শামসুল হায়দার তুষার, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি মো : নুরুল হুদা চৌধুরী, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো হাসান মুরাদ, সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, সংস্কৃতি মঞ্চ সভাপতি কামরুল হুদা, বাউল শিল্পী জুয়েল দ্বীপ, সাংস্কৃতিক সংগঠক তন্দ্রা দাশ গুপ্তা, অভিষেক দাশ, অহনা দাশ, প্রিয়ংকা দাশ, মিষ্টি রুপা, আদ্রিতা গুহ, আদিত্য গুহ ধ্রুব, সজীব মহাজন, রানা দাশ, মো ইমন, মো সিফাত, মো আরাফাত, মো সালমান, মো রায়হান, মো : মাহিন, আরিফুল আকবর চৌধুরী, রোকন উদ্দিন আহমেদ প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পাহাড় কেটে ভবন নির্মাণ : খুলশী ক্লাবকে ৪৮ লাখ টাকা জরিমানা।

চট্টগ্রাম নগরের খুলশীর ফয়েজ লেক এলাকায় পাহাড় কেটে ভবন নির্মাণের দায়ে খুলশী ক্লাব কর্তৃপক্ষকে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক (চলতি দায়িত্ব) সোনিয়া সুলতানা এ ক্ষতিপূরণ আরোপ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন একই দপ্তরের পরিদর্শক রুম্পা শিকদার। তিনি জানান, খুলশী থানাধীন ফয়েজ লেক এলাকায় খুলশী ক্লাব সংলগ্ন পাহাড় কেটে ভবন নির্মাণের দায়ে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ মার্চ দপ্তরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, পরিদর্শক রুম্পা শিকদার, মো. সাখাওয়াত হোসাইন, মনির হোসেনসহ এনফোর্সমেন্ট টিম পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
পরিদর্শনকালে তারা দেখতে পান খুলশী ক্লাব সংলগ্ন পাহাড়টি ঝুঁকিপূর্ণভাবে কাটা হয়েছে। খুলসী ক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাহাড় কেটে তারা ক্লাবের সীমানার ভিতরে অবকাঠামো উন্নয়ন কাজ

পরিচালনা করছিলেন। জানা যায় ওই ভূমিটির শ্রেণি পাহাড় ও টিলা। গত ১১ মার্চ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে বলা হয়, ৪৮ হাজার ৭৫০ ঘনফুট পাহাড় সরকারের অনুমতি ছাড়া কেটে পরিবেশের ক্ষতিসাধন করা হয়েছে। যা পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে দণ্ডনীয় অপরাধ। ওই আইনের ৬ এর খ ধারা অনুসারে ৪৮ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হলো।

বিএনপির দুপক্ষের সংঘর্ষে রিকশাচালকের মৃত্যু

আ.লীগ নেতার ফ্ল্যাটে অভিযান নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, রিকশাচালকের মৃত্যু
রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত রিকশাচালক গোলাম হোসেন রকি (৫৮) মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, ওই সংঘর্ষের সময় রিকশাচালক গোলাম হোসেনের বুকে ছুরিকাঘাত করা হয়েছিল। এছাড়া তার মাথায় আঘাত ছিল। ঘটনার পর থেকেই তার জ্ঞান ফেরেনি। সন্ধ্যার পর তিনি মারা গেছেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক হাসান বলেন, আহত রিকশাচালক মারা গেছে বলে শুনেছি। কেউ অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

গত শুক্রবার সন্ধ্যায় নগরের দড়িখড়বোনা এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আগের দিন রাতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ফ্ল্যাটে অভিযান এবং তার ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা। প্রায় চার ঘণ্টা ধরে চলে ওই সংঘর্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাচালক গোলাম হোসেন ওই রাতে রিকশা রেখে হেঁটে ভাড়া বাসায় যাচ্ছিলেন। তখন একটি গ্রুপ তাকে আরেক গ্রুপের লোক ভেবে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

নিহত গোলাম হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার সাহেবপাড়ায়। রাজশাহী নগরের দড়িখড়বোনা মহল্লায় তিনি স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। শহরে রিকশা চালিয়ে তিনি সংসার চালাতেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ