আজঃ বুধবার ১২ ফেব্রুয়ারি, ২০২৫

ফাইনালের ফল যাই হোক।।সিদ্ধান্ত বদলাবেন না ডি মারিয়া

ফাহাদ ইবনে মাহমুদ ফাহিম

২০২১ এর কোপা আমেরিকা, এরপর কাতার বিশ্বকাপ, এই দুই টুর্নামেন্টের ফাইনালেই আর্জেন্টিনার হয়ে গোল করেছিলেন অ্যানহেল ডি মারিয়া। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক মেসি হলে, পার্শ্বনায়কের চরিত্রে ডি মারিয়াও ছিলেন। এবারের কোপা আমেরিকা খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের আগাম ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। দল ফাইনালে ওঠার পর ফের অবসর নিয়ে কথা বলেছেন ডি মারিয়া।
কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে বিশ্বকাপ ট্রফি ছুঁয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
আর্জেন্টিনার চলমান সোনালী যুগের অন্যতম নায়ক ডি মারিয়া। এই প্রজন্মের অন্যতম সেরা তো বটেই, ফুটবল ইতিহাসের সেরাদের একজনের মধ্যেও থাকবেন তিনি। ৩৬ বছর বয়সী ডি মারিয়া আর্জেন্টিনার জার্সিতে ১৪৪ ম্যাচ খেলে চতুর্থ সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তিও গড়েছেন।
কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফাইনাল ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে ডি মারিয়ার শেষ ম্যাচ। এদিন ম্যাচ শেষে ডিস্পোর্টসরেডিওকে ডি মারিয়া বলেন, আমি জাতীয় দলের হয়ে শেষ ম্যাচের জন্য প্রস্তুত নই, কিন্তু এটাই উপযুক্ত সময়। ফাইনালে যাই হোক না কেন, আমার মনে হয়, আমি সামনের দরজা দিয়েই বের হয়ে যেতে পারব। আমি সর্বস্ব দিয়েছি। আমি এই (আর্জেন্টিনার) জার্সির জন্য সবসময় আমার জীবন উৎসর্গ করেছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

গুণবতীতে ইউসুফ জুয়েলার্স কর্তাম প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধন

চৌদ্দগ্রাম উপজেলার কর্তাম ক্রিড়া চক্র কর্তৃক আয়োজিত ইউসুফ জুয়েলার্স কর্তাম প্রিমিয়ার লীগের ৮ম আসরের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গুনবতী ইউনিয়নের আমির ইউসুফ মেম্বার।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) গুনবতী হাইস্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গুনবতী স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. মঞ্জুর আহমেদ সাকি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেইথ প্রপার্টিজ লিঃ এর চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আ ন ম মেসকাত উদ্দিন সেলিম, এক্সসেপ্ট প্রপার্টিজ লিঃ এর চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আবু সাইদ মজুমদার।

চৌদ্দগ্রাম বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল হামিদ এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর খোরশেদ আলম, গুনবতী আল ফারাবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাবুল, গুনবতী হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাহবুবুর রশিদ মিলন, কর্তাম কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ শহিদ উল্লাহ, প্রগতি লাইফ

ইন্সুইরেন্স কোম্পানীর এসবিপি মাজহারুল ইসলাম টিটু, প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর সিলেট জোন প্রধান আকবর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন, সাবেক ফুটবলার রেলওয়ে পুলিশ কর্মকর্তা কামাল হোসেন, কর্তাম ক্রিড়া চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট ব্যাংকার আশরাফুর রহমান বাবলু, গুনবতী স্পোর্টিং ক্লাবের

সভাপতি এনামুল হক নয়ন (জিকো), বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, গুনবতী হাইস্কুল মাঠ উন্নয়ন পরিষদের সদস্য সচিব মোবারক হোসেনসহ গুনবতী ইউনিয়নের সিনিয়র ক্রিকেটার বৃন্দ ও কর্তাম ক্রিড়া চক্রের সদস্য বৃন্দ।

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাম্পান

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম আয়োজিত সাংবাদিক ফুটবল টুর্নামেন্টে সাম্পান চ্যাম্পিয়ন হয়েছে। চরম প্রতিদ্বন্দিতাপূর্ণ ফাইনাল খেলায় কর্ণফুলী টিমকে ১-০ গোলে পরাজিত করে সাম্পান দল চ্যাম্পিয়ন হয়। খেলায় একমাত্র গোলটি করেন চ্যানেল আইয়ের রাশেদ। নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে আয়োজিত উক্ত ফুটবল টুর্নামেন্টে গ্রুপ

পর্যায়ের খেলায় কর্ণফুলী হালদা টিমকে দুই এক গোলে পরাজিত করে ফাইনালে এবং সাম্পান দল সাঙ্গুকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল উঠে। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বতী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি।

তিনি বলেন,এই পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের আয়োজন সাংবাদিকদের তাদের দৈনন্দিন পেশাগত চাপের একঘেয়েমিতা কাটিয়ে উজ্জীবিত করতে সহায়তা করবে। তিনি সিআরএফের সার্বিক অগ্রগতিতে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দেন। খেলা শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সভাপতি কাজী আবুল

মনসুর।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি সি প্লাস টিভি সম্পাদক আলমগীর অপু,সাধারণ সম্পাদক সাংবাদিক আলিউর রহমান, ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পারভেজ, ফুটবল খেলা পরিচালনা করেন ফিফার প্রাক্তন রেফারি আব্দুল হান্নান মিরন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ