
মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ বুধবার (১০ জুলাই ২০২৪ইং) বিকেলে খোরশেদ আলম সুজন এর উত্তর কাট্টলীস্থ বাসভবনে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আমরা করবো জয়’ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত আহ্বান জানান সুজন।
এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা সুজন বলেন, ত্রিশ লক্ষ মানুষের রক্ত এবং দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার উষালগ্নে মাত্র তিন বছরের মাথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারবর্গকে হত্যা করে দেশী বিদেশী ষড়যন্ত্রকারীরা। ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত মৃত্যুঞ্জয়ী মূল্যবোধগুলোকে পরবর্তী সরকারগুলো পদদলিত করে দেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। অনেকেই তখন বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে উপহাস করেছে। আজকের বাংলাদেশে দাড়িয়ে আমরা বলতে চাই, বাংলাদেশ আজ শুধুই দারিদ্র্যের উদাহরণ নয়। জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধি এবং অগ্রযাত্রার উদাহরণ হয়ে দাড়িয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে এক অপার বিস্ময়। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আজ ঈর্ষনীয়। আর তাই বাংলাদেশের এই অগ্রযাত্রা অনেকের গা-জ্বলার কারণ হয়ে দাড়িয়েছে। এই অগ্রযাত্রা অনেকে সহ্য করতে পারছে না বলে তারা ছলে বলে কৌশলে ষড়যন্ত্র করছে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে রুখে দাড়ানোর জন্য। একই ষড়যন্ত্র বলে তাঁরা ১৯৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা সেদিন স্লোগান দিয়েছিলাম এক মুজিবের রক্ত থেকে লাখো মুজিব জন্ম নেবে। আমাদের সেই স্লোগান আজ সত্যি হয়েছে। আজ বাংলাদেশের পথে প্রান্তরে অজস্র মুজিব জন্ম নিয়েছে। তারা আজ সকল ষড়যন্ত্র চক্রান্ত রুখে দিতে বদ্ধ পরিকর। যুগে যুগে এদেশের ছাত্র যুব সমাজ সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজও ছাত্র যুব সমাজকে দেশ রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বে সূচিত জাতীয় উন্নয়ন, অগ্রযাত্রা ও সমৃদ্ধিকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহমেদ ইমু’র সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি আ ফ ম সাইফুদ্দিন, তালেব আলী, শওকত আলী রনি, জয়নাল উদ্দিন জাহেদ, নোমান চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন বর্মন, রনি মির্জা, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রায়হান, শফিকুল আলম পারভেজ, আমির হোসেন সোহাগ, আব্দুল মান্নান রুবেল, আজিজুল হক আজিজ, শহীদুল্লাহ বাবলু, শেখর দাশ, মনিরুল হক মুন্না, শুভ ঘোষ, কপিল কর, হাবিবুর রহমান, হাসান আলী, মো. রাশেদ, সজোয়ার জিকু, মো. আরাফাত রুবেল প্রমূখ।
