আজঃ বুধবার ১২ মার্চ, ২০২৫

নিলফামারী:

ডিমলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আনোয়ার হোসেন ডিমলা নিলফামারী:

ডিমলা:

নীলফামারীর ডিমলায় ”বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট” ও ”বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট”-২০২৪ এর উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার জাতীয় সংসদ সদস্য, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) ও সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায়।

এ সময় ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার (মিন্টু), নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য বারী সূর্য, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. খোরশেদ আলম, ডিমলা থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাজ্জাদুজ্জামান, মো. আফজালুল হক, মো. ফিরোজুল আলম, মো. ওমর ফারুক, মো. নুরে আলহাজ হাবিব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, খগাখরিবাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম লিথনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ- লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় অংশগ্রহণের মাধ্যমে শিশুদের সুস্থ বিকাশ এবং শিশুর মাঝে দেশপ্রেম, শৃঙ্খলাবোধ, উদারতা, কর্তব্যপরায়নতা, সৌহার্দ্য ও সম্প্রীতি সৃষ্টির জন্য ২০১০ সাল থেকে প্রতিবছর ”বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট” এবং ২০১১ সাল থেকে প্রতিবছর ”বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট” আয়োজন করা হচ্ছে।

এছাড়াও ২০২২ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ”সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ” ২০২২- এর ফুটবল টিমের ০৫ (পাঁচ) জন খেলোয়াড় উঠে এসেছে ”বঙ্গমাতা শেখ ফজলিাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে”র মাধ্যমে। এটি বর্তমান সরকারের দূরদর্শী পরিকল্পনার ফসল।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি আন্ত ক্রিকেট টি 10 টুর্নামেন্ট সম্পন্ন


চট্টগ্রামের সাগরিকায় চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি আয়োজিত আন্ত ক্রিকেট টি 10 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জাহিদুল করিম কচি।বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী আনোয়ার হোসেন মিজান ও আবু ইউসুফ শামীম।

আরও উপস্থিত ছিলেন, ফেরদৌস আলম, শহিদুল ইসলাম সমু, জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেন, ইমতিয়াজ আলম, স্পোর্টস একাডেমীর পরিচালক মমিন খন্দকার, সাইদুর রহমান, সাদ্দাম হোসেন, আলী হায়দার ছোটন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্পোর্টস একাডেমীর চেয়ারম্যান তানভীর আহমেদ।

রাণীশংকৈলে দি-সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রিড়ার পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল দি-সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

শনিবার বিকেল ৪টায় বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের প্রধান মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন   ব্রাহ্মণ বাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন ।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, বিশেষ অতিথি বিএনপির সভাপতি আতাউর রহমান, সাবেক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল ডিগ্রি কলেজ বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক, অভিভাবক রফিকুল ইসলামসহ আরো অনেকে। পুরস্কার বিতরণ ও আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ