
ঠাকুরগাঁও রাণীশংকৈলে উপজেলা পরিষদ হলরুমে ১১জুলাই বৃহস্পতিবার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আহমেদ হোসেন বিপ্লব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার, ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার, ওসি জয়ন্ত কুমার সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ডিজিএম নেজামুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার নাসিম ইকবাল, টিআই হারুনুর রশীদ, জাপা নেতা জাহাঙ্গীর আলম, আবু তাহের, কাউন্সিলর ইসাহাক আলী, মহিলা আওয়ামী লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়েল মার্ডি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আইন শৃঙ্খলা বিষয়ে
বিভিন্ন দিক আলোচনা হয় এবং মাদক, চোরাকারবারি বিভিন্ন অফিসে হয়রানি সম্পর্কেও আলোচনা হয়েছে।
রাণীশংকৈলে বিবি শখিনার মাজার খুড়ে তছনছ
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সন্ধারই সাতঘরিয়া গ্রামের ঐতিহাসিক বিবি শখিনার মাজারের কংক্রিটের ঢালাই ভেঙ্গে(কবর) মাটি খুড়ে তছনছ করে দিয়েছে দূর্বত্তরা।
ঘটনাটি গত বুধবার দিবাগত রাতের কোন এক সময় দূবৃর্ত্তরা ঘটিয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। স্থানীয়রা জানিয়েছেন, গত বুধবার দিনের বেলা মাজারটি ঠিকই ছিল। সকাল বেলা দেখা যাচ্ছে মাজারটির ঠিক মাঝখানে এক বুক সমান গর্ত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চলতা সৃষ্টি হয়েছে।স্থানীয়রা জানিয়েছে, এ মাজারটি কবে এখানে হয়েছে তার সঠিক ইতিহাস কেউ বলতে পারবে না। মাজারটিকে কেন্দ্র করে এখানে কবরস্থান ও
ঈদগাঁও মাট গড়ে উঠেছে। এলাকাবাসীর দাবী মাজারটিতে যে কোন ধরনের মানত করলে উপকার পাওয়া যায় বলে, এখানে মানুষ এসে দোয়া দরুদ পড়ে। এটির পরিচর্য্যা করে। এটি রাণীশংকৈল উপজেলার একটি ঐতিহাসিক মাজার যা বিবি শখিনা মাজার হিসাবে পরিচিত। মাজার তছনছ করার মত এমন ঘটনা কারা ঘটিয়েছে তা উদঘাটন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবী জানিয়েছেন এলাকাবাসী।