
চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক চোর চক্র সক্রিয় রয়েছে।চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনের সময় চুরি হওয়া কাপড়ের ৫১টি রোল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বন্দরকেন্দ্রিক সক্রিয় চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার
হওয়া চারজন হলেন—মো. আকবর আলী (২৬), মো. শহিদুল ইসলাম জীবন (২৭), মো. আব্দুল করিম হৃদয় (২৭) ও মো. হাছান (২৬)।ডিবি (পশ্চিম) বিভাগের একটি দল ১৫ জুন রাতে হালিশহর ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। এ সময় তাদের দেওয়া তথ্যে ভিত্তিতে কোতোয়ালী থানার টেরিবাজার এলাকার হাজী প্লাজার কাছে এক গুদাম থেকে চুরি হওয়া ৫১টি কাপড়ের রোল উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, ৬ জুন বিকেলে হালিশহর বড়পোল এলাকার একটি গ্যারেজে চট্টগ্রাম মেট্টো-ট ১১-৭২৮১ নম্বর কাভার্ডভ্যানটি রাখা হয়। এতে ২২০টি কাপড়ের রোল ছিল। ঈদ-উল-আজহা উপলক্ষে গাড়িচালক বাসায় চলে যান। ৮ জুন ফিরে এসে তিনি গাড়ির পেছনের দরজার তালা ভাঙা দেখতে পান। মালিকপক্ষ এসে রোলগুলো গুনে দেখতে পায় ৫১টি রোল নিখোঁজ।
এরপর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চক্রের অবস্থান শনাক্ত করে ডিবি। গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক একটি চোরচক্রের সক্রিয় সদস্য। আমদানিকৃত মালামাল পরিবহনের সময় সুযোগ বুঝে চালান থেকে পণ্য চুরি করে বিভিন্ন গুদামে মজুদ রেখে অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।চুরি হওয়া কাপড়ের রোলগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৬৫ হাজার টাকা।