আজঃ শুক্রবার ১৩ জুন, ২০২৫

বাঁধার প্রাচীর ডিঙিয়ে পুনুরুজ্জীবিত হলো লালমোহন মিডিয়া ক্লাব

প্রেস রিলিজ

প্রভাষক তারেকুল ইসলাম খালেককে আহবায়ক, মানবাধিকারকর্মী জাকির হোসেন জুয়েল ও প্রভাষক মোসলেউদ্দিন মুরাদকে যুগ্ম আহবায়ক, সাংবাদিক মিজান হাওলাদারকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।বিগত সরকারের আমলে এক ভয়াবহ ষড়যন্ত্রের আগ্রাসনে বন্ধ ঘোষণা করা হয় দ্বীপজেলা ভোলার লালমোহনের গণমানুষের প্রিয় গণমাধ্যম সংগঠন ‘লালমোহন মিডিয়া ক্লাব’ । শুধু সংবাদ চর্চা নয়, শীতার্তদের কম্বল দেয়া, করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, প্রতিবছর জ্ঞানীগুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান, দেশবরেণ্য লেখক সাংবাদিক শিল্পীদের স্মরণ, স্হানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসহ বহুমুখী সামাজিক কর্মকাণ্ডের সফল আয়োজক এই সংগঠনটি তার স্বনাম ও সুনামের কারণেই রোষানলে পড়ে যায় কুচক্রী মহলের । ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর কবি রিপন শানের হাত ধরে একঝাঁক প্রগতিশীল গণমাধ্যমকর্মীর সমন্বয়ে লালমোহন পৌরশহরের হাজী ইউসুফ প্লাজায় অনুষ্ঠিত প্রীতি আড্ডায় জন্মগ্রহণ করে লালমোহন মিডিয়া ক্লাব । ২০২১ সালের মাঝামাঝি সময়ে ষড়যন্ত্রী অপশক্তির কঠিন খড়গ নেমে আসে লালমোহন মিডিয়া ক্লাবের বুকে । অবশেষে তিন বছরের বাকরুদ্ধ যন্ত্রণার কঠিন দাবদাহ পেরিয়ে আজ ৮ আগস্ট ২০২৪ শুক্রবার নতুন উদ্যমে নবজন্ম লাভ করলো লালমোহন মিডিয়া ক্লাব ।

আজ সন্ধ্যায় লালমোহন পৌরশহরের ফুডপ্লেস চাইনীজ রেস্তোরাঁয়, মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক কবি রিপন শানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুনুরুজ্জীবন বৈঠকের প্রথমার্ধে উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে ; ক্লাবের কার্যপ্রণালী বিধির গুরুতর লঙ্ঘন ও সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির কারণে ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলালকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় । বৈঠকের দ্বিতীয়ার্ধে সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে, লালমোহন মিডিয়া ক্লাবের সাবেক সহসভাপতি ও করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের প্রভাষক তারেকুল ইসলাম খালেক (বাংলা খবর) কে আহবায়ক এবং ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজান হাওলাদার (দৈনিক চিত্র/আমাদের বরিশাল)কে সদস্যসচিব করে ৯ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয় । কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন জাকির হোসেন জুয়েল (ভয়েস সিটিজি/দৈনিক ভোলার বাণী) এবং ধলীগৌরনগর কলেজের প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ (দৈনিক দেশের কণ্ঠ) । নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন : যথাক্রমে- লালমোহন মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা, বদরপুর নুরুন্নবী চৌধুরী কলেজের সিনিয়র প্রভাষক কবি রিপন শান (দ্য রেডটাইমস্/ভোলার কণ্ঠ/মুক্তবুলি), মিজান পাটোয়ারী (দৈনিক আজকের বসুন্ধরা), জসিম মাতাব্বর (দৈনিক আমাদের বরিশাল/একুশে নিউজ), ধলীগৌরনগর কলেজের প্রভাষক মোঃ আনোয়ার হোসেন (বাংলাদেশ ক্রাইম সংবাদ) এবং এমরান হাসান আলীম (দৈনিক মাতৃজগত) । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য- গজারিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, ক্লাবের শুভার্থী- ধলীগৌরনগর কলেজের প্রভাষক মেহেদী হাসান রিয়াজ, শিক্ষক ও সমাজকর্মী মোঃ মফিজুল ইসলাম, মোহাম্মদ শরিফ প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাজশাহীতে আজীবন বহিষ্কার ২ বি, এন, পি নেতা।

রাজশাহীতে দলীয় শৃংখলা ভংগের কারণে, ২ বি,এন পি, নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে ।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রাজশাহীতে বিএনপির দুই নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।বুধবার (১১ জুন) জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম এবং উপজেলার বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। 

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাইদ (চাঁদ), সদস্যসচিব বিশ্বনাথ সরকার ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (মার্শাল) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। 

জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, আনোয়ারুল ইসলাম একজন প্রধান শিক্ষককে স্কুলে যেতে দিচ্ছেন না। এ জন্য শোকজ করেছিলাম। তিনি জবাব দিলেও সেটি গ্রহণযোগ্য না। তাই তাকে বহিষ্কার করা হলো। এছাড়া রফিকুল ইসলাম দুই সেনাসদস্যের বাড়িতে হামলা করেছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাই তাকেও বহিষ্কার করা হলো।

করোনা প্রতিরোধে সবচেয়ে বড় অস্ত্র সচেতনতা : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, করোনার সম্ভাব্য নতুন সংক্রমণ মোকাবেলায় চট্টগ্রামের সব স্বাস্থ্যখাত-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে একসাথে কাজ করতে হবে। বুধবার চসিক নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি প্রস্তুতি সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় মেয়র নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন।

সময় মেয়র ডা. শাহাদাত বলেন, আমরা সবাই একসাথে কাজ করলে আগের মতো এবারও সফলভাবে করোনা মোকাবেলা সম্ভব হবে। ইতোমধ্যে তিনজন রোগী শনাক্ত হয়েছেন, যারা কেউ বিদেশফেরত নন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে তারা সংক্রমিত হয়েছেন,এটি স্থানীয় সংক্রমণের ঝুঁকি বাড়ার ইঙ্গিত।
সভায় সিভিল সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিআইটিআইডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এবং চসিকের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক), বিআইটিআইডি, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরটিপিসিআর টেস্ট চালু থাকবে। নগরের বিভিন্ন স্থান ও চসিকের মেমন-২ হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থাও থাকবে।
তিনি আরও জানান, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চসিকের মেমন-২ হাসপাতালকে দ্রুত কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও করোনা চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রূ মারমা, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম হোসেন এবং চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা। উপস্থিত ছিলেন চসিকের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম সারোয়ার আলম, চিকিৎসক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

করোনা প্রতিরোধে সবচেয়ে বড় অস্ত্র সচেতনতা উল্লেখ করে মেয়র আরো বলেন, মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার অভ্যাস আবারও সকলে মেনে চলতে হবে। চসিক একটি সার্ভিস সেন্টার চালু করতে যাচ্ছে, যেখানে নাগরিকরা ফোন করে প্রয়োজনীয় সহায়তা পাবেন বলেও মেয়র জানান।
তিনি আরও বলেন, গতবার কিছু অসাধু ব্যবসায়ী মাস্ক, টিকা ও মেডিকেলসামগ্রী নিয়ে ব্যবসা করেছে। এবার জেলা প্রশাসকের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট দল নিয়মিত বাজার তদারকিতে থাকবে। চসিকের ম্যাজিস্ট্রেটরাও প্রয়োজন অনুযায়ী অভিযান পরিচালনা করবে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ