
সরকার পদত্যাগের পরবর্তী সহিংসতায় ২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের শাহানাবাদে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের দোকান ঘর ভাঙচুর ও ৫ একর জমির আম বাগান লন্ডভন্ড করেছে দুর্বৃত্তরা। অপরদিকে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের ঘরবাড়ি ভাঙচুর ও বাড়ীর সব লুটপাট এবং আম বাগানের সব গাছ কেটে সাভার করেছে দুরবিত্তরা। ঘটনাটি ৫ই আগস্ট পদত্যাগের দিবাগত রাত্রে ঘটিয়েছে বলে তারা জানান।

সরেজমিনে গিয়ে এক সাক্ষাৎকারে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন,
সরকার পদত্যাগের পর ওই রাতেই দুর্বৃত্তরা আমার দোকান ঘর ভাঙচুর করে নতুন তালা লাগিয়ে দেয় এবং আমার ৫ একর জমির আম বাগান লন্ডভন্ড করে দখলে নেয় দুর্বৃত্তরা। তিনি আরও বলেন,
১০/১৫ বিঘা জমির ফুল কপির বীজ তলা নষ্ট করেছে, ধান লাগা জমিতে ট্রাক্টরে হাল দিয়ে ধ্বংস করেছে।
অপর দিকে একই এলাকার অবসরপ্রাপ্ত আব্দুর খালেক বিসিএস কৃষি কের্ডার ও বীর মুক্তিযোদ্ধা এ প্রতিনিধিকে বলেন, শাহানাবাদে আমার বাড়িতে ধ্বংসযজ্ঞ ও লুটপাট করে বাড়ির সব জিনিস নিয়ে গেছে এমনকি বাড়ির ওয়াল ভেঙ্গে দিয়েছে, ওয়াটার লাইনের পাইপ, পানি পাম, ট্রেংকি সহ বাড়িতে যা ছিল সব নিয়ে গেছে দুর্বৃত্তরা এবং বাড়ির পাশে আমার আম বাগানের গাছ সব কেটে দিয়েছে দুর্বৃত্তরা। প্রায়১০/১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে। তিনি দুঃখ করে বলেন, দেশ স্বাধীন করে এই পুরস্কার পেলাম।
প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হউক।

একই এলাকার মেজারুল ইসলাম নামে এক বর্গা চাষির ১২ বিঘা জমির ধানের গাছ কেটে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। এই বর্ণনা দিতে গিয়ে হাউ মাউ করে কেঁদে ফেলেন কৃষক। তিনি এর বিচারের দাবি করেন।