
মাদারীপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারীপুর জেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে লক্ষে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের ফলে আজ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে দেশের মানুষ। দীর্ঘ ১৫ বছর পর দেশের জনগন এখন শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। এই অর্জন ধরে রাখতে আমাদেরকে বিনয়ী হতে হবে, ধৈর্য্য ধারণ করতে হবে। সব শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়ানোর মানষিকতা তৈরি করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক চেতনার কল্যাণ রাষ্ট্র গঠনে প্রত্যেক কর্মীকে আদর্শ, ন্যায় পরায়ণ, সততা, সভ্যতা, দক্ষতা অর্জন এবং সাহসীকতার সাথে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হতে হবে।
মাদারীপুর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি খন্দকার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কাজী আবুল বাসার, পরিবহন শ্রমিক ফেডারেশনের ফরিদপুর আঞ্চলিক পরিচালক মো: জাহাঙ্গীর হোসেন, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামী জেলা আমির আব্দুছ সোবহান খান, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোকলেসুর রহমান সহ আরো অনেকেই।