আজঃ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬

পলিমাটির প্রবক্তা গবেষক কবি কায়সার আহমেদ দুলাল

রিপন শান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উপকূলীয় লোকসাহিত্য উপকূলের ইতিহাস ঐতিহ্য ও লোকজীবনের আয়না। নদীশিকস্তি ও নদীপয়স্হী মানুষ প্রকৃতি ও পরিবেশের সাথে সংগ্রাম করে জীবনের ঠিকানা তৈরি করে বারবার। বসতভিটা বাড়িঘর, আবাদী অনাবাদী জমিজমা খরস্রোতা নদীর পানিতে মিশে গেলে পলি জমে জেগে ওঠা নতুন চরে গড়ে ওঠে উপকূলীয় নতুন জনপদ ও জনজীবন। পলিমাটির সাথেই উপকূলীয় জনজীবনের জন্মগত ঐক্যসুত্র । ঐ মাটিতে ফসল ফলিয়ে দ্বীপাঞ্চলের মানুষের জীবন জীবিকা, লোকজ কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি যুগ থেকে যুগান্তরে আবর্তিত হয় । উপকূলীয় লোকসংস্কৃতির উপাদান সংগ্রহ করতে গিয়ে এর প্রাচুর্য দেখে বিস্মিত হয়েছেন দক্ষিণ বাংলার বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক কবি কায়সার আহমেদ দুলাল । মাধুর্য প্রকাশন প্রকাশিত তাঁর ‘পলিমাটির পদবাচ্য’ গ্রন্থের ভূমিকায় তিনি জানিয়েছেন – ঐতিহ্য লালনের মধ্যে একধরনের সুখ আছে আত্মতৃপ্তি আছে । পূর্ব পুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে একধরনের গৌরব আছে। চারদিকে ছড়িয়ে থাকা অপ্রকাশিত ও মানুষের মুখে মুখে প্রচলিত সেই সব লোকজ উপাদানগুলোর মাঝে যে শিল্প প্রাচুর্য রয়েছে তা সংগ্রহ, আলোচনা ও পর্যালোচনা করলে আমাদের লোকসংস্কৃতির ভান্ডার সমৃদ্ধ হবে । এরফলে তথাকথিত আধুনিকতায় ক্ষতবিক্ষত হবেনা আমাদের ঐতিহ্য ও মূল্যবোধ। এতে করে নতুন প্রজন্মের মাঝে মনুষ্যত্ববোধের উন্মোচন হবে ।
“দধি মামলা গোলা এই তিনে ভোলা” পদবাচ্যের দ্বীপজেলা ভোলার জনজীবনে প্রচলিত লোকজ প্রবাদ প্রবচন ও গ্রামীণ পঙতিমালার গবেষণালব্ধ এক অনবদ্য সংকলন গবেষক কায়সার আহমেদ দুলালের ‘পলিমাটির পদবাচ্য’ । বিয়ের গান, জারি সারি, কৃষিকথা, পল্লীগীতিকা, পল্লীকথিকা, ধাঁধা,কিসসা, রূপকথা, গৃহস্থালি কথা, পল্লীর প্রেমপ্রীতি, সুখদুঃখ, হর্ষ বিষাদের এক অনবদ্য আলেখ্য গবেষক দুলালের পলিমাটির পদবাচ্য ‌। স্বশিক্ষিত দাদা রুস্তম আলী মাঝি, নানা পুঁথিকার আলী একাব্বর ও তাঁর ভাবশিষ্য সেকান্তর আলী ফরাজী এবং বাবা-মায়ের কাছ থেকে প্রাপ্ত শেকড়সন্ধানী অনুপ্রেরণা , লোককথা, শ্লোক,ছন্দ, লোককবিতা, লোকতথ্য গবেষক কায়সার আহমেদ দুলালের পলিমাটির পদবাচ্যকে সমৃদ্ধ করেছে। দেশের একমাত্র দ্বীপজেলা আজকের ভোলা জেলার ইতিহাস অনুসন্ধানে এই বইটি হতে পারে সময়োপযোগী মাইলফলক।

লেখালেখির প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা ছিল কবি কায়সার আহমেদ দুলালের সেই দুরন্ত শৈশব থেকেই । স্বপ্ন ছিলো অনেক বড়ো কবি হবেন, সাংবাদিক হবেন, লেখক হবেন । অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতার কারণে নিজের স্বপ্নটা ছাইচাপা আগুনের মতো তলিয়েছিল তাঁর । এক পরম হিতৈষীর অনুপ্রেরণায় আবার সেই স্বপ্ন জেগে ওঠে । মানুষের হৃদয়ে নতুন করে বাঁচার ইচ্ছে হয়েছে এক পরমব্রত শিক্ষাসেবকের । নির্মল আনন্দ ও সৃজনের উষ্ণতায় বেঁচে থাকার জন্যেই কলম হাতে তুলে নিয়েছেন সময়ের কবি । চারপাশের অসঙ্গতি অসংলগ্নতা, মানবিকতা ও মানবাধিকারের করুন আর্তি, নিজস্ব গোপন গভীর প্রেম কবি কায়সার আহমেদ দুলালের ভেতর বাড়িকে ক্রমশ আঘাত করতে থাকে। কবি নিত্যদিন ক্ষতবিক্ষত হন কবিতার দাবানলে । মনের চিন্তাগুলো কষ্টগুলো একিভূত হয়ে কবিতার আখরে বেরিয়ে আসতে থাকে। হৃদয়ের জলছাপ, কোরক মুক্তির যন্ত্রণা,বিষন্ন পাথর, আশার অরুণ আলো- শীর্ষক কাব্যগ্রন্থগুলো কবি কায়সার আহমেদ দুলালের স্বনির্ভর শব্দমালার সুনিপুণ বিন্যাস। কবি হাসান মাহমুদের নেতৃত্বাধীন সাহিত্য সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুঁড়ি’র প্রতিষ্ঠা জয়ন্তীতে কবি কায়সার আহমেদ দুলালের কাব্যগ্রন্থ গুলোর পাঠ উন্মোচন করেন দেশবরেণ্য কবি আসাদ চৌধুরী।

মোবাইল সেটের কীবোর্ড টিপে টিপে রোজকার শব্দমালায় করোনার সেই দুঃসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মনের অশান্তি মনের ভার কমানোর চেষ্টা করেছেন বহুমাত্রিক লেখক কায়সার আহমেদ দুলাল । তাঁর হোম কোয়ারেন্টাইন জার্নাল ‘ করোনাবন্দির জবানবন্দি’ পড়েই অনাগত নতুন প্রজন্ম একদিন জানবে অদৃশ্য করোনা ভাইরাসের কাছে আমাদের আধুনিক সভ্যতার নাকানি-চুবানি খাওয়ার কথা । আমাদের ব্যর্থতা আমাদের সফলতার কথা। লেখক বলছেন – করোনা ভাইরাস পৃথিবীতে এসেছিলো মানুষের লাগামহীন গতিপথের লাগাম টেনে ধরার জন্য। অদৃশ্য অব্যয় শক্তির কাছে মাথা নত করে নতুনভাবে জীবন পথ চলার জন্য। কভিড থেকে প্রাপ্ত এমন শিক্ষা মনুষ্য সভ্যতার ইতিহাসে বিরল । আগামি দিনগুলোতে করোনার চেয়ে কঠিন মহামারী মোকাবেলায় নতুন প্রজন্ম পৃথিবীতে নতুন ইতিহাস সৃষ্টি করবে বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন হোম কোয়ারেন্টাইন জার্নালিস্ট কায়সার আহমেদ দুলাল । স্মর্তব্য: বাংলাদেশে কভিড বিষয়ে কায়সার আহমেদ দুলাল রচিত ‘করোনাবন্দির জবানবন্দি’ ই প্রথম বই ।

জাতীয় মঙ্গলের কবি মোজাম্মেল হক, জননী সাহসিকা কবি সুফিয়া কামাল, স্বাধীনতার কবি শামসুর রাহমান, বাংলা সাহিত্যের সর্বাধিক জনপ্রিয় কথাশিল্পী হূমায়ুন আহমেদ এর জীবন ও কর্ম নানামাত্রিক ব্যঞ্জনা নিয়ে ওঠে এসেছে লেখক কায়সার আহমেদ দুলালের স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘পথের পান্ডুলিপি’তে । ভোলার রাজনীতির অনন্য ব্যক্তিত্ব দক্ষিণ বাংলার গৌরব শিক্ষাবিদ অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম, রূপের শহর চরফ্যাসন, দ্বীপজেলার পর্যটন সৌন্দর্যসহ বিবিধ বিষয় স্ব মহিমায় বিধৃত হয়েছে পথের পান্ডুলিপিতে । ভোলার জেলার সংবাদপত্র ও সাংবাদিকতার ইতিহাসের অবিচ্ছেদ্য অধ্যায় সাপ্তাহিক উপকূল এর বিন্দুবৃত্ত , পাঠকের প্রবল অনুরাগ ও অনুভূতি বিবৃত হয়েছে সম্পাদক লেখক সাংবাদিক কায়সার আহমেদ দুলালের ‘উপকূল সম্পাদকীয়’ নামক ব্যতিক্রমধর্মী গ্রন্থে । সদূর মফস্বল থেকে প্রকাশিত পত্রিকার জীবন সংগ্রাম, সম্পাদকীর রূপ রীতি, সঙ্কট ও সম্ভাবনা উত্তরণের গল্প উপকূল সম্পাদকীয়ের পাতায় পাতায় বহতা জীবন ও সময়ের কথা বলে যায় ।

‘চরফ্যাসনে মুক্তিযুদ্ধ’ লেখক কায়সার আহমেদ দুলালের আরেকটি অবিস্মরণীয় কাজ । বাংলাদেশ ও বাঙালির জাতীয় ইতিহাসে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ প্রোজ্জ্বল থাকবে কাল থেকে কালান্তর। মুক্তিযুদ্ধের অঞ্চল ভিত্তিক ইতিহাস নিয়ে বিভিন্ন লেখকের হাতে বিভিন্ন জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস বিভিন্ন সময়ে লেখা হলেও মুক্তিযুদ্ধের সময়কালীন থানাগুলোর ( পরবতীতে উপজেলা) প্রকৃত চিত্র সেই অর্থে কোনো লেখকেই উপহার দিতে পারেননি। সব জায়গায় জেলা সদর কেন্দ্রিকতার একটা প্রাধান্য ও মনোবৃত্তি লক্ষ্য করা গেছে। ভোলা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাসের ক্ষেত্রেও তেমনটির ব্যর্তয় ঘটেনি। চরফ্যাসনে মুক্তিযুদ্ধ উপজেলাভিত্তিক মুক্তিযুদ্ধের ইতিহাস রচনার একটা আন্তরিক সাজেশান । দেশের প্রতিটি উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিফলক নির্মাণ করে তাতে বীরশহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা নিখুঁতভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে মনে করেন গবেষক কায়সার আহমেদ দুলাল । তিনি আরো মনে করেন- মাতৃভাষা মাতৃভূমি, জাতির জনক বঙ্গবন্ধু মুজিব এবং একাত্তরের মুক্তিযুদ্ধ এক ও অভিন্ন সত্তায় আমাদের স্বাধীনতা ও জাতীয় জীবনেকে সমৃদ্ধ করেছে। যুগে যুগে সেই ধারা অব্যাহত থাকবে। কিন্তু মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের পথে আমাদের আরো বেশি করে হাঁটতে হবে।
উপজেলাভিত্তিক তৃণমূল মুক্তিযুদ্ধের ইতিহাস লিপিবদ্ধ হওয়া অনেক বেশি জরুরী। পঞ্চান্ন বছরে এ পথ অনেক পিচ্ছিল হয়ে গেছে। অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা আজো স্বীকৃতি পায়নি। অনেক মুক্তিযোদ্ধা স্বীকৃতি না পেয়েই পরপারে চলে গেছেন । আবার অনেক অমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার খাতায় নাম লিখিয়ে নানান সুবিধা নিয়েছেন। ভোলা জেলার মুক্তিযুদ্ধের প্রথম স্পট পেয়ার আলী বেপারী ক্যাম্পের ইতিকথা ও ভোলা জেলার মুক্তিযুদ্ধের অনেক আত্মঘাতী স্মৃতিকথায় টইইম্বুর গবেষক কায়সার আহমেদ দুলালের ‘চরফ্যাসনে মুক্তিযুদ্ধ’ ।

চরফ্যাসন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাংবাদিক কবি কায়সার আহমেদ দুলাল মাটিবর্তি মানুষের জীবনবোধ, গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের অনিমিখ চেতনা ও সমকালীন সাহিত্য সংস্কৃতির মানবতাবাদী আদর্শে উজ্জীবিত একজন সাদামনের মানুষ। তিনি ১৯৬০ সালের ৯ জুলাই দ্বীপজেলা ভোলার উপকূলীয় জনপদ চরফ্যাসন উপজেলার আমিনাবাদ গ্রামের এক শিক্ষামনস্ক পরিবারে জন্ম গ্রহন করেন । সরকারি প্রাইমারি স্কুলের ছাত্রপ্রিয় সাবেক শিক্ষক পিতা আব্দুস সোবহান মিয়া ও গৃহিণী মাতা হালিমা খাতুনের আদরের ‘দুলাল’ বাবার একান্ত আগ্রহে বাংলা সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন । তিনি ১৯৮৭ সালে চরফ্যাসন সরকারি কলেজে বাংলা বিষয়ে অধ্যাপনা শুরু করেন। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা, সামাজিক সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন কায়সার আহমেদ দুলাল। ১৯৯১ সালে জননেতা অধ্যক্ষ এম এম নজরুল ইসলাম (সাবেক এমপি) সাপ্তাহিক উপকূল পত্রিকা প্রতিষ্ঠা করলে তিনি সেখানে সম্পাদক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে কবি আহসান হাবীব, কবি সুফিয়া কামাল, কবি শামসুর রাহমান, কবি আসাদ চৌধুরী, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, অধ্যাপক নিরঞ্জন অধিকারী , কবি নাসির আহমেদসহ দেশবরেণ্য লেখক সাহিত্যিকদের নিবিড় সান্নিধ্য পেয়েছেন তিনি। তাঁর রকমারি স্বাদ ও গন্ধের পাঁচটি বই- পথের পান্ডুলিপি, পলিমাটির পদবাচ্য, করোনাবন্দির জবানবন্দি, উপকূল সম্পাদকীয় এবং চরফ্যাসনে মুক্তিযুদ্ধে’র মোড়ক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ( বর্তমান পররাষ্ট্র মন্ত্রী ) হাছান মাহমুদ।

কায়সার আহমেদ দুলাল চরফ্যাসন প্রেসক্লাবের একটানা পাঁচবছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় কবিতা পরিষদ ভোলার সভাপতি। ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সিনিয়র উপদেষ্টা। তিনি ওসমানগঞ্জ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ এবং বেগম রহিমা ইসলাম কলেজের গভর্নিং বডির সভাপতি। চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগের জনপ্রিয় সহ-সভাপতি কায়সার আহমেদ দুলাল সাহিত্য সংস্কৃতিতে অবদানের জন্য লালমোহন মিডিয়া ক্লাব পুরস্কার ২০২০ ভূষিত হয়েছেন । কবি ও নাট্যকার কায়সার আহমেদ দুলাল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অধিভুক্ত নাট্য সংগঠন মালঞ্চ নাট্যম চরফ্যাসনের প্রতিষ্ঠাতা। ১৯৮৪ সালে তিনি মালঞ্চ নাট্যম প্রতিষ্ঠা করেন । একই বছর তিনি প্রতিষ্ঠা করেন ভোরের পাখি সাহিত্য আসর । তাঁর জন্মগ্রাম আমিনাবাদ থেকে সাহিত্য সংগঠনটির শুভযাত্রা । সেসময় তাঁর সম্পাদনায় ভোরের পাখি শীর্ষক সাহিত্য ম্যাগাজিন নিয়মিত প্রকাশ হতো । তাঁর রচিত ‘ঝড় ও জীবন’ , ‘ লাল সূর্যের নীচে’ , ‘বেড়ির পাড়ের মানুষ ‘ মালঞ্চ নাট্যম কর্তৃক একাধিকবার মঞ্চায়িত হয় । তাঁর লেখা ‘ বঙ্গবন্ধু বাংলার অবয়ব’ ,কাব্যগ্রন্হ ‘ফিরে যাই মাটির কাছে, ছড়াগ্রন্হ ‘গাঁয়ের ছড়া’ সহ দুটি উপন্যাস প্রকাশের পথে ।

শিক্ষাবিদ কায়সার আহমেদ দুলাল ২০০৯ সাল থেকে চরফ্যাসন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিয়ে ২০২০ সালের ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করে এক দারুণ কর্মময় জীবন অতিবাহিত করেন । শিক্ষা সাহিত্য সমাজকর্মে বহুমুখী অবদানের জন্যে দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে পেয়েছেন নানান সম্মাননা ।

জয়তু পলিমাটির মানসপুত্র গবেষক কবি শিক্ষাবিদ সাংবাদিক কায়সার আহমেদ দুলাল । আপনার কোরক মুক্তির যন্ত্রনা হৃদয়ের জলছাপে বিষন্ন পাথর ভেদ করে আশার অরুণ আলোয় উদ্ভাসিত হোক।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাংলাদেশ প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকার গুঁড়া দুধ আমদানি করে : প্রাণিসম্পদ উপদেষ্টা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রেড চিটাগাং ক্যাটল (আরসিসি)-এর গুরুত্ব তুলে ধরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, লাল গরুর দেশ চট্টগ্রাম। দুধ হয়তো কিছুটা কম দেয়, কিন্তু মাংসের দিক থেকে এবং জাতগত বৈশিষ্ট্যে রেড চিটাগাং ক্যাটলের তুলনা পৃথিবীর কোথাও নেই। তাই এই জাত সংরক্ষণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। উপদেষ্টা বুধবার সকালে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এ কে এগ্রো এন্ড ডেইরি হাব সংলগ্ন মাঠে “চট্টগ্রাম অঞ্চলে ডেইরি খাতের উন্নয়ন: সম্ভাবনা ও করণীয়” -শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপষ্টো বলেন, বাংলাদেশ প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করে গুঁড়া দুধ আমদানি করে। এই টাকা যদি দেশীয় দুধ উৎপাদন বাড়াতে ব্যয় করা হয়, তাহলে আমদানির প্রয়োজন কমবে। গুঁড়া দুধ তরল দুধে ভেজালের ঝুঁকিও বাড়াচ্ছে। তাই আমাদের শপথ নিতে আমদানি কমিয়ে দেশীয় তরল দুধের উৎপাদন বাড়াতে হবে।

বিদ্যুৎ বিল ও ভর্তুকি প্রসঙ্গে উপষ্টো বলেন, ব্যাপক আলোচনা ও প্রচেষ্টার পর মৎস্য ও প্রাণিসম্প খাতে ২০ শতাংশ বিদ্যুৎ বিল রেয়াত এবং ১০০ কোটি টাকা ভর্তুকি দেয়া সম্ভব হয়েছে। এটি প্রাথমিক উদ্যোগ হলেও ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও বাড়ানোর চেষ্টা করা হবে। তিনি খামারি নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করে বলেন, নিবন্ধন ছাড়া প্রকৃত চিত্র জানা সম্ভব নয়। অনলাইনে নিবন্ধন হলে সব তথ্য এক জায়গায় পাওয়া যাবে এবং নীতিনির্ধারণ সহজ হবে।

উপদেষ্টা বলেন, প্রাণিসম্প ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর মাধ্যমে খামারিরা প্রশিক্ষণ পেয়েছেন, পিজি গ্রুপ গড়ে উঠেছে এবং অনেকের জীবনের অংশ হয়ে উঠেছে ডেইরি কার্যক্রম। তিনি বলেন, অনেকে বলছেন, লাভ-ক্ষতির হিসাব না করেও এটি এখন তাদের জীবনের অংশ। এর মানে ভবিষ্যতে এখান থেকেই তারা টেকসইভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন।
নারীরে উদ্দেশে তিনি বলেন, দুধ শুধু উৎপানের পরিসংখ্যান নয়-মানুষ কতটা দুধ গ্রহণ করছে সেটিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য দুধ অত্যন্ত প্রয়োজনীয়, যা হাড়ের রোগ ও অস্টিওপোরোসিস প্রতিরোধে সহায়ক।

এলডিডিপি’র মাধ্যমে স্কুল ফিডিং প্রোগ্রামের সাফল্যের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, স্কুলে দুধ সরবরাহ শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি তাদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দরিদ্র ও শহুরে শিশুদের জন্য যা কার্যকর উদ্যোগ। তিনি বলেন, বাংলাশে তরুণদের দেশ। ডেইরি ইন্ডাস্ট্রিতে তরুণদের এগিয়ে আসতে হবে। সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। আমরা সংগ্রামী জাতি-দেশের উন্নয়নের জন্য এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

সেমিনারে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাশে ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মিজ শাহীনা ফেরদৌসী, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (কৃত্রিম প্রজনন) মোঃ শাহজামান খান তুহিন, পরিচালক (সম্প্রসারণ) ডা. বেগম শামছুননাহার, চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা (পরিচালক) ডা. মোঃ আতিয়ার রহমান এবং এ কে এগ্রো এন্ড ডেইরি ফার্মের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোঃ বয়জার রহমান। এছাড়া এলডিডিপিথর আওতায় ডেইরি হাব কার্যক্রম: বাস্তবায়ন, অগ্রগতি ও সম্ভাবনা শীর্ষক উপস্থাপনা ও ডকুমেন্টারি প্রদর্শন করেন প্রকল্প পরিচালক ডা. মোঃ মোস্তফা কামাল।

পাবনার ভাঙ্গুড়ায় ভেড়ামারা উদয়ন একাডেমী ৩১তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়ায় ভেড়ামারা উদয়ন একাডেমীতে উৎসব মূখর পরিবেশে ৩১তম বার্ষিক ক্রীড়া, নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুজ্জামান।

উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এমন আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।
বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলহাজ্ব মোঃ হেদায়েতুল তিনি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী,অভিভাবক এবং শিক্ষক-কর্মচারীবৃন্দ।

আলোচিত খবর

ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অনেক জল্পনা – কল্পনার অবসান ঘটিয়ে প্রায় দুই দশক ধরে ব্যাপক আলোচনার পরে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হল যখন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা- বাণিজ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। এই চুক্তির মধ্যদিয়ে ইউরোপের ২৭টি দেশের সঙ্গে জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম দেশ ভারতের পণ্যের মুক্ত বাণিজ্য চলবে। ভারত এবং ইইউ সম্মিলিতভাবে বিশ্বের ২৫ শতাংশ মোট দেশজ উৎপাদন তাদের দখলে রেখেছে। দু’পক্ষের কাছে আছে দুশো কোটি ক্রেতার এক অতি বৃহৎ বাজার।

ইউরোপীয় পার্লামেন্ট এবং ইইউ-র সদস্য দেশগুলি এই চুক্তিতে মান্যতা দিলে তারপরেই এবছরেরই পরের দিকে চুক্তি সই হতে পারে।এই চুক্তি বাস্তবায়িত হলে বিভিন্ন পণ্য ও পরিষেবায় বিপুল অঙ্কের শুল্ক কম হবে, আবার সামরিক ক্ষেত্রেও ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এন্তোনিয়ো লুই সান্তোস দ্য কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়ন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে এক শীর্ষ বৈঠকে মিলিত হন।ভারতের প্রধানমন্ত্রী বলেন – আজ ভারতের ইতিহাসে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। আজ ২৭ তারিখ আর এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে ভারত এই মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করল।
সংগৃহীত –

আরও পড়ুন

সর্বশেষ