
কক্সবাজার জেলা শহরে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ উন্নয়ন) রুবাইয়া আফরোজ সহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তাগণ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, শামসুল হক শারেক, জিএএম আশেক উল্লাহ, হাসানুর রশীদ, এইচএম এরশাদ, মঈদুল হাসান পলাশ, বেদারুল ইসলাম, এরফান হোছাইন, সৈয়দুল আলম, ইকবাল ও এম. আর মাহবুব সহ অনেকে।

সভায় নবাগত জেলা প্রশাসকের কাছে গণমাধ্যম কর্মীরা নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক অর্পিত দায়িত্ব পালনকালে অনিয়ম ও দুর্নীতির উর্ধ্বে থেকে পরিচ্ছন্ন এবং সুন্দর কক্সবাজার গড়ার কথা বলেন। আর সাংবাদিকদের তথ্য প্রদান করতে দ্রুত ইনফরমেশন সেল চালু করার আশ্বাস দেন তিনি।
এছাড়া বিভিন্ন প্রকল্পের অনিয়ম ঠেকাতে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে অনুরোধ করে সাংবাদিকেরা। কক্সবাজার ভূমি অফিসে অধিগ্রহণ টাকা নিয়ে ভুক্তভোগীদের নানা ভোগান্তি লাঘবে এক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন নবাগত ডিসি মোহাম্মদ সালাহ্উদ্দিন।











