
কুমিল্লা চৌদ্দগ্রামে আলকরা ইউনিয়নে বন্যা পরবর্তীতে দুস্হ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরন করা হয়। চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুলাসার সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে বায়োফার্মা লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক ডা: লকিয়ত উল্লা মিলনের তত্ববধানে এবং ওয়ান উম্মা এর অর্থয়ানে বেসরকারী উন্নায়ন সংস্থা আমানের সহযোগিতায় ৪০০ পরিবারের মাঝে এই খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।। কুলাসার দাখিল মাদ্রাসায় মাঠে আয়োজিত । উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমান এনজিও এর বাংলাদেশ প্রজেক্ট ইনচার্জ সারাফাতুর রহমান ও মিড়িয়া সাকিব। কুলাসার সমাজ কল্যাণ সোসাইটির সহসভাপতি মাওলানা আবুল হোসেন পাটোয়ারী । সেক্রেটারী সাংবাদিক নেতা এ এফ এম রাসেল পাটোয়ারী।
ফেনী মিশন হাসপাতালের নির্বাহি পরিচালক সাহাব উদ্দিন। সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা কুতুব উদ্দিন । সমাজ সেবক রাজনৈতিক ব্যক্তিত্ব আবু নাছেরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এই খাদ্য সামগ্রী পেয়ে দুস্হ ও অসহায় ব্যক্তিরা অত্যান্ত খুশি এবং যারা আয়োজন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।