
চট্টগ্রামের রাউজানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিনহাজ রহমান রিয়াদ (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। (২৭ সেপ্টেম্বর) শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে গহিরা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী রিয়াদের বাড়ী রাঙ্গুনিয়া উপজেলার রানীর হাট রাজানগর এলাকার মোঃ মফিজ এর ছেলে। জানা যায়, মোটরসাইকেল করে মাইজভান্ডার দরবার শরিফ থেকে বাড়ি যাওয়া আসার পথে রাউজানের গহিরা এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ হয়। এসময় আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে রাউজান জে.কে মেমোরিয়াল হাসাপাতালে পাঠানো হয়। সেখানে তাদের অবস্থা অবনতি ঘটলে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়। সেখানে রাতেই প্রবাসী রিয়াদ মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, রিয়াদ শুক্রবার জীবন জীবিকার তাগিদে প্রবাসে পারিজমার কথা ছিলো। তবে তিনি ছোট বেলা থেকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের মানচিপাড়া গ্রামে তার নানুর বাড়িতে বড় হয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে রাউজান হাইওয়ে থানার (ওসি) ওবাইদুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
রাউজানে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় ছাত্রদলের ২ নেতা উদ্ধার
রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা:
চট্টগ্রামের রাউজান থেকে সাবেক দুই ছাত্রদল নেতাকে অপহরণের অভিযোগ মিলেছে। জানা গেছে অপহরণের প্রায় চার ঘন্টা পর হাত-পা ও চোখ বাঁধা এবং মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে পাঠিয়েছেন স্থানীয় লোকজন। (২৬-সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে তাদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল সন্ত্রাসীরা। তারা হলেন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সোহেল ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তাদের হাত-পা চোখ বেঁধে কর্ণফুলী নদীর চরে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে বিকাল ৩টার দিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। অপহরণের শিকার দুই ছাত্রনেতা সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার গ্রুপের অনুসারী বলে জানা গেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে এখনো কোন সঠিক তথ্য মিলেনি। এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক নাফিজুল ইসলাম দৈনিক সময়ের আলোকে বলেন, এটি অপহরণের ঘটনা নয়। রাজনৈতিক দলের দুই গ্রুপের মাধ্যে মারামারি ঘটনায় দুইজন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।















