
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ২০২৪ সালের শারদীয় দুর্গোৎসব সফলভাবে উদযাপনের লক্ষ্যে একটি মতবিনিময় সভা আয়োজিত হয়েছে। বোদা কেন্দ্রীয় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় পুরোহিত, মন্দির কমিটির সদস্যরা এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণির জনসাধারণ।পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। সভাপতির আসনে ছিলেন মন্দির কমিটির সভাপতি প্রকৌশলী শ্যামাপদ ঘোষ, যিনি স্বাগত বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন পরেশ চন্দ্র বর্মন ও প্রবীর চন্দ্র চন্দ, অখিল চন্দ্র ঘোষ,বোদা সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রমুখ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন আজাদ,পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সদস্য সচিব পঞ্চগড় জেলা বিএনপি। তিনি বলেন, ধর্ম যার যার দেশটা সবার, দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে বোদা দেবীগঞ্জের ২৫৬টি মন্দির রয়েছে। গত ৫ ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে কেউ বলতে পারবেনা বোদা দেবীগঞ্জের কোন মন্দিরে হামলা হয়েছে। আমি সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে যা কিছুই করি আপনাদের সাথে সলা-পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করি। আমি একক কোন সিদ্ধান্ত নেই না, আমি সবসময় আপনাদের কথার প্রেক্ষিতে আলোচনা সাপেক্ষে সমাধানের রাস্তা খুঁজি। তাই আমার দলের স্বেচ্ছাসেবক ছাড়াও স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বীদের পারস্পরিক সহযোগিতার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্টে লেখা আছে বাংলাদেশী, আপনাদের অন্য কিছু ভাবার প্রয়োজন নেই। আপনি আমি আমরা সবাই বাংলাদেশী। তাই ভয়ের কোন কারণ নেই যারা ভয় ছড়াচ্ছে, তাদের নেরেটিভ কোন কাজে আসবে না। শারদীয় দুর্গোৎসবের সময় ট্রাফিং পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত থাকবেন। এছাড়া, উৎসবের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।সভায় দুর্গোৎসব উদযাপনের নিরাপত্তা ব্যবস্থা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবকে নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
