
ঋতুগুলো কি সময় হারিয়ে ফেলছে! ঋতুর সঙ্গে প্রকৃতির বিরাট ফারাক এখন। এই সময়ে ভাদ্র মাসের শেষের বেলা। ঋতুতে শরতকাল। কিন্তু প্রকৃতি এনে দিয়েছে বর্ষাকাল। কেউ ভাবতেও পারছে না নির্মল শুভ্র ক্লাসিক্যাল শরতকে বর্ষা আক্রমণ করবে।
এদিকে এবারের বর্ষার শুরুতে (আষাঢ়ের মধ্যভাগে) নদ নদীর পানি বেড়ে উঠেছিল। তারপর একেবারে নেমে শুকনো অবস্থা। বর্ষায় বৃষ্টি ছিল কম। কাঠফাটা রোদ। গরমে টেকা দায়। বৃষ্টির অপেক্ষায় আমন আবাদ ঠিকমতো হতে পারেনি।

ঝালকাঠির নলছিটিতে এর প্রভাব পরেছে ব্যাপকভাবে। অমাবস্যা আর পূর্নিমা সব সময় যেনো ভরপুর থাকছে নদীনালা খাল-বিল। খেটে খাওয়া সাধারন মানুষ পরেছেন চরম বিপাকে। বাজার ঘাটে দোকানে ক্রয় বিক্রয় দিনদিন নিম্নগামী হচ্ছে। ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা রয়েছেন চরম বিপাকে। আষাঢ়ের শুরু থেকেই বৃষ্টি আর বজ্রপাতের চোখ রাঙ্গানো যেন থামছেই না। চরম লোকসানের মুখে সবজি চাষীড়া।কখনো জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে পচন ধরছে আবার কখনো অনবরত বৃষ্টিতে পচন ধরছে। কৃষকরা জানান যখন শীতের আগমনী থাকার কথা তখন কাঠফাটা গরমে অতিষ্ঠ জনজীবন। তারমাঝে আবার চোখরাঙ্গানী দিচ্ছে লগুচাপ শঙ্কায় কখন জানি সেটি নিম্নচাপ হয়ে রুপ নেয় ঘূর্নিঝড়ে। হারিয়েছি মাছ হারিয়েছি গাছ কেউ হারিয়েছি বসতভিটা তবুও কি শেষ হবে না শরতের বর্ষার চোখ রাঙ্গানি।
আবহাওয়াবিদগণের মতে এটা বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব। তা না হয় হলো। শরতের শেষ সময় বর্ষা আসে কি করে! এই সময়টায় একেবারে বর্ষার রূপ। নদ-নদীর পানি বেড়েছে, পানি উন্নয়ন বোর্ডের ভাবনা কখন না জানি বিপদসীমার ওপরে উঠে যায়।

এদিকে বৃষ্টিও পিছু ছাড়ছে না। ঝালকাঠি অঞ্চলে গত ক’দিনে থেমে থেমে ভারি বৃষ্টি হয়েছে। কখনও বৃষ্টি নামবে কালো মেঘ দেখে তাও বলা যায় না। শরতের বৃষ্টি এবার দিনের বদলে রাতে হচ্ছে। ঝালকাঠি-নলছিটিতে আজ দিনভর আকাশ ছিল কালো মেঘে ছাওয়া। বৃষ্টি এই টুপটাপ এই ভারি। দু’দিন আগে দিনে রাতে থেমে থেমে বৃষ্টি। সাথে থাকছে বজ্রপাতের চোখ রাঙ্গানি।
বর্ষা অনধিকার প্রবেশ করে শরতকে ম্লান করে দিয়েছে। এভাবে এবারের শরতকাল কি বর্ষার কাছে আত্মসমর্পণ করে হেমন্তকে আগাম প্রবেশের সুযোগ করে দেবে! শরতের আকাশে বর্ষার মেঘদূতেরা পালা করে দখল নিয়েছে। ছন্দ পতন ঘটিয়েছে শরতের মেঘবৃষ্টির ধারাপাতে। টিনের চালায় বৃষ্টির নূপুর নিক্কনকে মনে হবে আষাঢ়ের নামতা পাঠ করছে।
এই সময়টায় আকাশে সাদা কালো মেঘেদের ছুটোছুটি দেখে মনে হবে মেঘেদের যুদ্ধ চলছে। রবীন্দ্রনাথের সুর ভেসে আসে “মেঘ বলেছে যাবো যাবো রাত বলেছে যাই/সাগর বলে কূল পেয়েছি আমি তো আর নাই.”।
শরতের শেষভাগে মেঘমঞ্জরি বৃষ্টির ক্লাসিক্যাল সুরকে সঙ্গে নিয়ে বর্ষার কাছে শরত হেরে গিয়ে হেমন্তকে স্বাগত জানাতে বরণ ডালা সাজাবার পালা শুরু করেছে।
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের যে ঢেউ বঙ্গোপসাগরে নাচন তুলেছে তারই রেশ গিয়ে পড়েছে ঋতুর পালাবদলে। ‘আজি ঝর ঝর মুখর বাদর দিনের’ সুর মালা শরতের গলে পরাতে এগিয়ে এসেছে প্রকৃতি। দুই ঋতুর ভাবের বদলে মধুর আড়ির এমন ছন্দ ধরাধামে লুকোচুরি খেলছে। যেখানে উদাসী মেঘলা মন ভেসে বেড়াচ্ছে সুদূর নীলিমায়।
যেখানে বিকেলের সোনা রোদ ঢেকে গিয়েছে কালো মেঘের বৃষ্টির ধারায়। গ্রামের পথে পা বাড়ালে চোখে পড়বে শরতে বর্ষার জল জমিতে থিতু হয়ে আছে। প্রতিচ্ছায়া পড়েছে নীল আকাশের মেঘের ভেলা। তারই ধারে গাঁয়ের লোক জাল ফেলেছে। কিছু দূরে খেয়াজাল ফেলেছে মাঝি।
শরৎ বাবু হেরে গেলো বর্ষার কাছে!!
বর্ষা কি তাহলে থেকে যাবে হেমন্তকালে?
ক্যাপশনঃ কালোমেঘে ঢাকা পড়েছে নলছিটির আকাশ কখন জানি নামবে শরৎ এর বর্ষা।