
সনাতন ধর্মাবলম্বীদর বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ দেশের দ্বিতীয় বহত্তম স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জর সোনামসজিদ স্থলবন্দর ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকব। তবে স্থলবন্দর দিয়ে পাসপার্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকব। ভারতর মহদিপুর স্থল বন্দর এক্সপোট অ্যাসাসিয়শনের সাধারণ সম্পাদক প্রসনজিৎ ঘাষ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যম এ তথ্য জানানা হয়ছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে বন্ধের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করছন পানামা সোনামসজিদ পার্ট লিংক লিমিটডর সিনিয়র ম্যানজার টিপু সুলতান। ওই চিঠিত বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ ভারতর মহদীপুর এক্সপার্টারস অ্যাসাসিয়শনসহ ব্যবসায়িক সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী- সাপ্তাহিক ছুটিসহ বুধবার ৯ অক্টাবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৬ দিন স্থলবন্দর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকব। আগামী ১৫ অক্টাবর থক যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে। সোনামসজিদ আমদানি-রপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ জানান, সনাতন সম্প্রদায়ের সবচয় বড় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ সানামসজিদ স্থল বন্দর ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টাবর মঙ্গলবার থেকে যথারীতি বন্দরের সকল কার্যক্রম শুরু হব। সোনামসজিদ ইমিগ্রশন ইনচার্জ (উপ.পরিদর্শক) জাফর ইকবাল জানান, পাসপার্টধারী যাত্রী পারাপারর কার্যক্রম চালু থাকবে। এসময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলও ইমিগ্রশন অফিস খোলা থাকবে এবং দপ্তরের দাপ্তরিক কাজ চলবে। সোনামসজিদ স্থলবন্দর পানামা পার্ট লিংক লিমিটডর ম্যানজার মাইনুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ ছুটি ঘাষণা করায় শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ বুধবার (৯ অক্টাবর) থক সামবার (১৪ অক্টাবর) পর্যন্ত ৬ দিন মাহদিপুর বন্দরের সব ধরনর কাজ বন্ধ থাকবে। সোনা মসজিদ স্থলবন্দরে পূজা উপলক্ষ আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলও বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকব।