আজঃ বুধবার ১৯ মার্চ, ২০২৫

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে নিহত -১, গুলিবিদ্ধ -২

কক্সবাজার প্রতিনিধি :

মিয়ানমারের জলসীমায় অনুপ্রবেশের দায়ে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের কাছে অবস্থানরত৫টি ট্রলারের অন্তত ৬০ জেলেকে আটক করে সেই দেশের নৌবাহিনী।
এসময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক জেলের মৃত্যু হয় এবং ২ জেলে গুলিবিদ্ধ হয়েছে। ইতোমধ্যে তাদেরকে উদ্ধার করে মিয়ানমার নৌবাহিনী থেকে কোস্ট গার্ডের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী। তিনি জানান, সেন্টমার্টিন এর কাছে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত। দুইজন গুলিবিদ্ধ। ধরে নিয়ে যাওয়া জেলেদের ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। কোস্টগার্ড গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। ফিরে আসলে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নেত্রকোনায় ৩৫ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

নেত্রকোনার পূর্বধলা থেকে ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ময়মনসিংহ টু নেত্রকোনা গামী মহাসড়কে জম জম ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন, হবিগঞ্জ সদরের মো. জসিম উদ্দিন (৪৩), ময়মনসিংহের নান্দাইলের মো. সুমন মিয়া (৩৫), গৌরিপুরের মো. জুয়েল (৩৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদে নেত্রকোনার পূর্বধলায় ময়মনসিংহ -নেত্রকোনাগামী মহাসড়কে জম জম ফিলিং স্টেশনের সামনে থেকে একটি মাইক্রোবাসে তল্লাশি চালায় র‍্যাব। এসময় ৩৫ কেজি গাঁজাসহ ওই তিনজকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ওই মাইক্রোবাসটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

পুঠিয়ায় দেড় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা।

রাজশাহীর পুঠিয়ায় মাত্র দেড় বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক বৃদ্ধার বিরুদ্ধে। গ্রেফতারকৃত ওই ব্যক্তি উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালী গ্রামের মৃত, সইমুদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৫৫)। ১৭ মার্চ দুপুর ১ টার দিকে ওই ঘটনা ঘটে। জানা যায়, অভিযুক্ত আব্দুর রশিদ, দেড় বছর বয়সী ওই শিশুর সম্পর্কে প্রতিবেশী ও আত্মীয় হয়। সারেজমিনে গিয়ে এলাকাবাসী আরো জানা যায় অভিযুক্ত আব্দুর রশিদ তিনি এর আগে বেশ কয়েকবার তার নিজ এলাকা ও পার্শ্ববর্তী এলাকার গরু, ছাগল এমনকি কুকুরের সঙ্গেও শারীরিক যৌন চাহিদা মিটিয়েছেন বলে অনেকেই বলছেন। ওই ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

এলাকা বাসিন্দা আরো বলেন,অভিযুক্ত আব্দুর রশিদের প্রতিবেশী জোসনা বেগম সহ একাধিক ব্যক্তি বলেন, আব্দুর রশিদের স্বভাব চরিত্র খুবই খারাপ এর আগে পার্শ্ববর্তী সৈয়দপুর গ্রামে গরুর সাথে এই ধরনের ঘটনা ঘটিয়ে জুতার মালা গলায় দিয়ে এলাকায় ঘুরেছে। এছাড়াও মানুষের নানান রকম জিনিসপাতি চুরি করে ঐ ব্যক্তি।

ভুক্তভোগী শিশুর দাদী বলেন, বাচ্চাটা খেলতে খেলতে ওর বাসায় চলে গেছে আমি বুঝতে পারিনি। চারদিকে আমি খোঁজাখুঁজি করছিলাম। হঠাৎ রশিদের বাসায় কেঁদে উঠলে সেখানে গিয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভিতরে গিয়ে দেখি আমার নাতনির প্যান্ট খোলা এবং রশিদ উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যে। বাচ্চাটা কান্না না করলে হয়তো আজ সে মারা যেত। অপরদিকে ওই শিশুটির মা তিনি বলেন, আমি আমার বড় মেয়েকে চিকিৎসার জন্য নাটোরে গিয়েছিলাম। সেখান থেকে এসে শুনছি এই ঘটনা। আমার শাশুড়ি রশিদের ভাতিজার বউ এর কাছে ওই অবস্থায় নিয়ে গিয়ে সবকিছু দেখিয়েছেন এবং বলেছেন কেউ যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানোর আর সাহস না পায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিশেষ আবেদন রইল। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত থেকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ