আজঃ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬

মাদারগঞ্জ পূর্ণোগ্রাফী আইনে মামলা, ১ জন গ্রেফতার

আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ, ( জামালপুর)

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামালপুর মাদারগঞ্জে পূর্ণোগ্রাফী আইনে মামলা, ১ জন গ্রেফতার। জেল হাজতে প্রেরণ। জানা যায়, গতকাল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার খিলকাটী গ্রামের মো.দুলাল মিয়ার মেয়ে মোছাঃ দোলনা কে পাশ্ববর্তী গ্রাম ফুলজোর ( জালারচর ) গ্রামের মো. ফকির গাবরার ছেলে মো. সোহেল গাবরা পছন্দ করা পাত্রী তার বাবা মায়ের ইচ্ছায় ইসলামী শরিয়ত মোতাবেক ১ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বিবাহের পর ঘর সংসার সুন্দর ভাবে চলে আসছে। সোহেল- দোলনা প্রতি দিন প্রতিক্ষন হাসিখুশি মেতে থাকতো। সেখানে গড়ে উঠেছে সুখের স্বর্গ। প্রতি দিন রাতেই চলতো মধুর মিলন। কিন্তু কে কার মনের খবর! কথায় বলে, আমি জাকে আপন ভাবি সে ভাবে পরম, সোহেল গাবরা প্রতি রাতেই (স্বামী – স্ত্রীর) তাদের সহবাসের অন্তরঙ্গের দৃশ্য গোপনে ক্যামেরায় ধারাবাহিক ভাবে ভিডিও করতো।
দোলনা এর এসবের কিছুই জানতো না। দোলনা মনের মাধুরি মিশিয়ে এইভাবে নিঃশব্দে ভালোবাসতো সোহেল গাবরা কে। এক দিন দু দিন দীর্ঘ ৩ মাস ধরে মো. সোহেল গাবরা তার স্ত্রী দোলনার সঙ্গে সহবাসের অন্ত রঙ্গের মূহুর্তের দৃশ্য গোপনে ভিডিও করে। শুধু ভিডিও করেই ক্ষান্ত হয়নি। তাও আবার বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ইন্টারনেট ও ফেইসবুক ছড়িয়ে । এঘটনা দোলনা জানতে পেরে স্বামী সোহেল গাবরা কে জিজ্ঞেস করতেই রেগে ওঠে।
এঘটনা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য সৃষ্টি হয়। এঘটনা কে কেন্দ্র করে মাঝে মাঝে দোলনা কে নির্যাতন করতো। সোহেল এর স্ত্রী দোলনা নির্যাতন সহ্য করতে না পেরে, তার হাতে মেহেদীর রং না শুকাতেই স্বামী সোহেল গাবরা কে তালাক প্রদান করে। এঘটনার জেরে গত ৫ অক্টোবর ২৪ দোলনার পরিবারের লোকজন তাদের নিকটতম আত্মীয় স্বজনদের নিকট জানতে পারেন দোলনার তালাক প্রাপ্ত স্বামী সোহেল গাবরা বিবাহের পর থেকে প্রতি রাতে দোলার সঙ্গে সহবাসের অন্তরঙ্গ মুহূর্তের গুলি ধারনকৃত ভিডিও এবং ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ব্যাপারে মোছা: দোলনার পিতা দুলাল মিয়া বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় পূর্ণোগ্রাফী আইনে একটি মামলা দায়ের করেনা যাহার নম্বর ০৫, তাং ১০/১০/২৪ ইং
এবিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম জানান, বাদী দুলাল মিয়ার লিখিত অভিযোগ পেয়ে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে। পরে আসামী সোহেল গাবরা কে গ্রেফতার করে ও অশ্লীল ভিডিও উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার গ্রেফতারকৃত আসামি সোহেল কে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিবাহের পরে দোলার সঙ্গে সহবাসের অন্তরঙ্গ মুহূর্তের গুলি ধারনকৃত ভিডিও এবং ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ব্যাপারে মোছা: দুলনার পিতা দুলাল মিয়া বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় পূর্ণোগ্রাফী আইনে মামলা দায়ের করেছেন। যাহার নম্বর ০৫, তাং ১০/১০/২৪ ইং।
এবিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর আলম জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়ে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে। পরে আসামী কে গ্রেফতার ও অশ্লীল ভিডিও ও উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার গ্রেফতারকৃত আসামি কে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

s

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালীতে ডাকাতি কুপিয়ে বৃদ্ধকে আহত দুই জন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বোয়ালখালীতে ঘর ডাকাতি করতে গিয়ে এলাকাবাসীর প্রতিরোধে ডাকাতরা পালিয়ে যেতে বাধ্য হন। তবে ডাকাতি করতে না পেরে দুইজনকে কুপিয়ে আহত করেছে তারা।বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ২:৪৭ মিনিটে দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মুছা মেম্বারের বাড়ি সংলগ্ন রাস্তার পাশে নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় আব্দুল হাশেম (৬০) ও সিরাজ খাতুন( ৫৪) তারা আহত করেন।

আব্দুল হাশেম বলেন, রাত ২:৪৭ মিনিটের দিকে রাম দা নিয়ে আমার ঘরে ৩/৪ জন ঢুকে আমাদেরকে প্রথমে মারধর করে আহত করেন। পরে আমার স্ত্রী চিৎকার শুনে তারা পালিয়ে যায়। তিনি আরো জানান মই ও পানির পাইপ দিয়ে ছাদ বেয়ে ডাকাত দল ঘরে ঢুকে। যাওয়া সময় ডাকাতরা মইটা ফেরে রেখে যায়। আমার ছেলের বউ আমাদের পুরাতন বাড়িতে সবাইকে ফোন করে বললে তারা তাৎক্ষণিক বাড়িতে আসলে ডাকাতের দল পালিয়ে যায়।

এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ফুটেজ দেখে ডাকাতদের শনাক্ত করা হবে।

চট্টগ্রামে র‌্যাব সদস্য হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‌্যাব সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নরুমপুর এলাকার শাহজাহান মোল্লা প্রকাশ দেলোয়ার হোসেনের ছেলে মো. মিজান (৫৩) ও সন্দ্বীপ থানার কালাভানিয়া এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে মো. মামুন (৩৮)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি নগরের খুলশী থানার ইস্পাহানি মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার ১৬ নম্বর এজাহারভুক্ত পলাতক আসামি মো. মিজানকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ২৬ জানুয়ারি ভোরে নগরের বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকায় পৃথক অভিযানে সন্দেহভাজন পলাতক আসামি মো. মামুনকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৭ জানায়, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানোর সময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়।

এতে চারজন র‌্যাব সদস্য গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজন র‌্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।এ ঘটনায় র‌্যাব-৭ এর পক্ষ থেকে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ২৯ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

আলোচিত খবর

ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অনেক জল্পনা – কল্পনার অবসান ঘটিয়ে প্রায় দুই দশক ধরে ব্যাপক আলোচনার পরে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হল যখন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা- বাণিজ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। এই চুক্তির মধ্যদিয়ে ইউরোপের ২৭টি দেশের সঙ্গে জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম দেশ ভারতের পণ্যের মুক্ত বাণিজ্য চলবে। ভারত এবং ইইউ সম্মিলিতভাবে বিশ্বের ২৫ শতাংশ মোট দেশজ উৎপাদন তাদের দখলে রেখেছে। দু’পক্ষের কাছে আছে দুশো কোটি ক্রেতার এক অতি বৃহৎ বাজার।

ইউরোপীয় পার্লামেন্ট এবং ইইউ-র সদস্য দেশগুলি এই চুক্তিতে মান্যতা দিলে তারপরেই এবছরেরই পরের দিকে চুক্তি সই হতে পারে।এই চুক্তি বাস্তবায়িত হলে বিভিন্ন পণ্য ও পরিষেবায় বিপুল অঙ্কের শুল্ক কম হবে, আবার সামরিক ক্ষেত্রেও ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এন্তোনিয়ো লুই সান্তোস দ্য কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়ন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে এক শীর্ষ বৈঠকে মিলিত হন।ভারতের প্রধানমন্ত্রী বলেন – আজ ভারতের ইতিহাসে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। আজ ২৭ তারিখ আর এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে ভারত এই মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করল।
সংগৃহীত –

আরও পড়ুন

সর্বশেষ